ETV Bharat / city

ফিল্মি কায়দায় অপহরণ, 24 ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার 2 অভিযুক্ত - প্রগতি ময়দান

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে যুবককে অপহরণ৷ ট্য়াক্সিতে তুলে তিন লাখের ব্য়াগ ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা৷ তারপর অপহৃতকে রাস্তায় ফেলেই চম্পট দেয় ট্য়াক্সি নিয়ে৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যে ধৃত দুই অভিযুক্ত৷ প্রগতি ময়দান থানা এলাকার ঘটনা৷

wb-kol-pragati-maidan-ps-snatching-7209715
ফিল্মি কায়দায় অপহরণ, 24 ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার 2 অভিযুক্ত
author img

By

Published : Feb 13, 2021, 4:58 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ট্য়াক্সিতে অপহরণ৷ তারপর তিন লাখের ব্য়াগ ছিনতাই করে অপহৃতকে ফেলেই চম্পট৷ খাস কলকাতায় একেবারে ফিল্মি কায়দায় অপারেশন সারে দুই দুষ্কৃতী৷ তাতেও অবশ্য শেষরক্ষা হয়নি৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ৷

তিলজলার বাসিন্দা মহম্মদ নাদিম৷ শুক্রবার ভোরে মোটরবাইক চালিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন তিনি৷ অভিযোগ, সেই সময়েই উল্টো দিক থেকে আসা একটি ট্য়াক্সি তাঁকে ধাক্কা মারে৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান নাদিম৷ ট্য়াক্সিতে সওয়ার দু’জনের সঙ্গে বচসা শুরু হয় তাঁর৷ তখনই নাদিমের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁকে ট্য়াক্সিতে তোলে দুই অভিযুক্ত৷ এরপর নাদিমের কাছে টাকার ব্য়াগটি ছিনিয়ে নেয় তারা৷ নাদিমের দাবি, ব্য়াগে নগদ ছিল তিন লাখ৷ তারপর নাদিমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ট্য়াক্সি নিয়ে চম্পট দেয় লুঠেরারা৷

আরও পড়ুন: মালদায় ফিল্মি কায়দায় অপরহণের চেষ্টা, স্থানীয়দের চেষ্টায় গ্রেপ্তার 1

ঘটনার পর প্রগতি ময়দান থানায় ছিনতাইয়ের অভিযোগের পাশাপাশি এবং অস্ত্র আইনেও অভিযোগ দায়ের করা হয়৷ সংশ্লিষ্ট এলাকার সিসি ক্য়ামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ৷ শুক্রবার রাতেই তাদের গ্রেপ্তার করা হয়৷ উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র৷ বাজেয়াপ্ত করা হয় অপহরণে ব্য়বহৃত ট্য়াক্সিটিও৷ তবে টাকা বা টাকার ব্য়াগের কোনও হদিশ এখনও পর্যন্ত পায়নি পুলিশ৷

কলকাতা, 13 ফেব্রুয়ারি: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ট্য়াক্সিতে অপহরণ৷ তারপর তিন লাখের ব্য়াগ ছিনতাই করে অপহৃতকে ফেলেই চম্পট৷ খাস কলকাতায় একেবারে ফিল্মি কায়দায় অপারেশন সারে দুই দুষ্কৃতী৷ তাতেও অবশ্য শেষরক্ষা হয়নি৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ৷

তিলজলার বাসিন্দা মহম্মদ নাদিম৷ শুক্রবার ভোরে মোটরবাইক চালিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন তিনি৷ অভিযোগ, সেই সময়েই উল্টো দিক থেকে আসা একটি ট্য়াক্সি তাঁকে ধাক্কা মারে৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান নাদিম৷ ট্য়াক্সিতে সওয়ার দু’জনের সঙ্গে বচসা শুরু হয় তাঁর৷ তখনই নাদিমের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁকে ট্য়াক্সিতে তোলে দুই অভিযুক্ত৷ এরপর নাদিমের কাছে টাকার ব্য়াগটি ছিনিয়ে নেয় তারা৷ নাদিমের দাবি, ব্য়াগে নগদ ছিল তিন লাখ৷ তারপর নাদিমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ট্য়াক্সি নিয়ে চম্পট দেয় লুঠেরারা৷

আরও পড়ুন: মালদায় ফিল্মি কায়দায় অপরহণের চেষ্টা, স্থানীয়দের চেষ্টায় গ্রেপ্তার 1

ঘটনার পর প্রগতি ময়দান থানায় ছিনতাইয়ের অভিযোগের পাশাপাশি এবং অস্ত্র আইনেও অভিযোগ দায়ের করা হয়৷ সংশ্লিষ্ট এলাকার সিসি ক্য়ামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ৷ শুক্রবার রাতেই তাদের গ্রেপ্তার করা হয়৷ উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র৷ বাজেয়াপ্ত করা হয় অপহরণে ব্য়বহৃত ট্য়াক্সিটিও৷ তবে টাকা বা টাকার ব্য়াগের কোনও হদিশ এখনও পর্যন্ত পায়নি পুলিশ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.