কলকাতা, 4 ডিসেম্বর : 133 ও 134 নম্বর ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার করলেন বিজেপির দুই প্রার্থী ৷ বিজেপি সূত্রে খবর, 133 নম্বর ওয়ার্ডে সদানন্দ প্রসাদ ও 134 নম্বর ওয়ার্ডে মমতাজ আলি মনোনয়ন প্রত্যাহার করেছেন ৷ স্বভাবতই এই ঘটনায় বিড়ম্বনায় বঙ্গ বিজেপি নেতৃত্ব ৷
শনিবার ছিল কলকাতা পুরভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৷ শেষদিনেই মনোনয়ন প্রত্যাহার করেন বিজেপির দুই প্রার্থী ৷ একইসঙ্গে দুই প্রার্থীর এই সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে বিজেপির অন্দরে ৷ কয়েকদিন আগেই কলকাতা পুরভোটে টিকিট না পেয়ে দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির যুব মোর্চা সহ-সভাপতি চন্দ্রশেখর বাসোটিয়া (Chandrashekhar Basotia resigns from party post ) । রাজ্য দফতরের বাইরে বিক্ষোভ দেখিয়ে বলেছিলেন, ‘‘তৃণমূল থেকে আসা কর্মীদের গুরুত্ব দিচ্ছে বিজেপি । বিজেপি আজ বিজেমূল হয়ে গিয়েছে । 41 নম্বর ওয়ার্ডে যাঁকে প্রার্থী করা হয়েছে তাঁর সঙ্গে তৃণমূলের গোপন আঁতাত রয়েছে ।’’ এবার দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে নতুন করে বিতর্ক শুরু হল ৷ যদিও বিজেপির দাবি, তৃণমূলের সন্ত্রাসের কারণেই মনোনয়ন তুলতে বাধ্য হয়েছেন দুই প্রার্থী ৷
আরও পড়ুন : KMC Election 2021 : পুরভোটে টিকিট না পেয়ে পদ থেকে ইস্তফা বিজেপি নেতার