কলকাতা, 10 জানুযারি : ফের ‘অপমানিত’ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar) ৷ এবার তাঁর অভিযোগ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে ৷ তাঁর তলব উপেক্ষা করায় এবং অন্য কোনও শীর্ষ আধিকারিককে দেখা করতে না পাঠানোয় অপমানিত বোধ করছেন রাজ্যপাল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 7 জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাই যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে নেতাই যেতে বাধা দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন ৷ রাজ্যপালের কাছে তিনি চিঠি পাঠান (Suvendu writes letter to Dhankahr) ৷
পরদিন, 8 জানুয়ারি এই নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে তলব করেন রাজ্যপাল ৷ আজ, সোমবার সকাল 11টার মধ্যে তাঁদের রাজভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দেন তিনি ৷
কিন্তু এই দুই আধিকারিক করোনা সংক্রান্ত কারণে আইসোলেশনে আছেন জানতে পেরে রবিবার রাতেই রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ও পুলিশের কোনও শীর্ষ আধিকারিককে পাঠাতে বলেন ধনকড় ৷ তিনি নিজেই টুইট করে সেকথা জানিয়েছিলেন ৷
তার পর সোমবার দুপুরে ফের এই নিয়ে দু’টি টুইট করেন রাজ্যপাল (tweet message from governor dhankhar without getting information on suvednu issue) ৷ প্রথমটিতে তিনি অভিযোগ করেন, এদিন তাঁর সঙ্গে কেউ দেখা করতে আসেননি ৷ বরং একই বয়ানে দু’টি বার্তা তাঁকে পাঠানো হয়েছে মুখ্যসচিব ও ডিজির পক্ষ থেকে ৷ সেখানে করোনা, গঙ্গাসাগর মেলা ইত্যাদি পরিস্থিতির কথা উল্লেখ করে পরে বৈঠক করার অনুরোধ করা হয়েছে ৷
-
CS @MamataOfficial and DGP @WBPolice to send following inputs:-
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
a) Present positioning of ACS Home who was directed to represent CS in scheduled meeting today;
b) To indicate positioning of police official next to DGP who was directed to be present in scheduled pic.twitter.com/zD2fmWxahb
">CS @MamataOfficial and DGP @WBPolice to send following inputs:-
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 10, 2022
a) Present positioning of ACS Home who was directed to represent CS in scheduled meeting today;
b) To indicate positioning of police official next to DGP who was directed to be present in scheduled pic.twitter.com/zD2fmWxahbCS @MamataOfficial and DGP @WBPolice to send following inputs:-
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 10, 2022
a) Present positioning of ACS Home who was directed to represent CS in scheduled meeting today;
b) To indicate positioning of police official next to DGP who was directed to be present in scheduled pic.twitter.com/zD2fmWxahb
রাজ্যপালের দাবি, এই বার্তা পাঠিয়ে রাজ্যের মুখ্যসচিব ও ডিজি সাংবিধানিক প্রধানের পদকে অপমান করেছেন ৷ আইনও ভেঙেছেন ৷ তিনি জানতে চান যে কার নির্দেশে এই বার্তা তাঁর কাছে পাঠালেন মুখ্যসচিব ও ডিজি ৷
আরও পড়ুন : Dhankhar Summons Bengal CS-DGP : শুভেন্দুকে পুলিশ আটকানো নিয়ে মুখ্যসচিব-ডিজিকে তলব রাজ্যপালের
দ্বিতীয় টুইটে আরও একবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ও পুলিশের কোনও শীর্ষ আধিকারিককে রাজভবনে তলব করেছেন ৷ আর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ, সোমবার বিকেল 5টার মধ্যে জানাতে বলেছেন ৷