ETV Bharat / city

Lakshman Seth Felicitated with D Litt : ভগবান বুদ্ধের মতবাদ নিয়ে গবেষণা, ডি' লিট সম্মান পেলেন লক্ষণ শেঠ

ভগবান বুদ্ধের মতবাদ নিয়ে গবেষণা করে ডি' লিট সম্মান পেলেন হলদিয়ার রাজনৈতিক নেতা লক্ষণ শেঠ (Tumkur University felicitated Lakshman Seth by D Litt) ৷ কর্নাটকের তুমাকুর বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে ৷

Tumakuru University Felicitated Lakshman Seth by D Litt
Tumakuru University Felicitated Lakshman Seth by D Litt
author img

By

Published : May 31, 2022, 1:51 PM IST

কলকাতা, 31 মে : জীবনের 72 বসন্ত পেরিয়েছেন লক্ষণ শেঠ ৷ রাজনীতি তাঁকে সুনামের সঙ্গে দিয়েছে বদনামও ৷ একটা সময় পূর্ব মেদিনীপুরে তাঁর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত ৷ এখন সেই রাজত্বও নেই ৷ নেই রাজনীতিতে তেমন প্রভাব ৷ তবে, অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে তিনিই অর্জন করলেন ডি' লিট সম্মান (Tumkur University felicitated Lakshman Seth by D Litt) ৷

এক সময় লক্ষণ শেঠ ছিলেন হলদিয়ার মুকুটহীন সম্রাট ৷ বাম আমলে দোর্দণ্ড প্রতাপ রাজনৈতিক নেতা ছিলেন তিনি ৷ তবে, আজ সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে ৷ বিগত কয়েক বছর ধরেই লক্ষণ শেঠ তাঁর নিজের শিক্ষার জগৎ নিয়েই ব্যস্ত রয়েছেন ৷ তাঁর নিজের সংস্থা আই কেয়ারের ছাতার তলায় রয়েছে প্রায় এক ডজন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান ৷ করেছেন পড়াশোনাও ৷ এহেন লক্ষণ শেঠের মুকুটে এবার যুক্ত হল নতুন এক পালক ৷ অবশেষে ডি' লিট সম্মান পেলেন তিনি ৷ কর্নাটকের তুমাকুর বিশ্ববিদ্যালয় (Tumkur University) থেকে এই ডি' লিট সম্মান অর্জন করেছেন লক্ষণ শেঠ ৷

জানা গিয়েছে, লক্ষণ শেঠ ভগবান বুদ্ধের মতবাদের উপর গবেষণা করেছেন ৷ সেই গবেষণার কারণেই তাঁকে ডি' লিট দেওয়া হয়েছে ৷ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কর্ণাটক রাজ্যের মধ্যে লক্ষণ শেঠ তৃতীয় ব্যক্তি, যিনি এই বিশেষ সম্মান অর্জন করেছেন ৷ একজন সত্তরোর্ধ্ব ব্যক্তির শিক্ষা নিয়ে এই অনুরাগকে কুর্ণিশ জানিয়েছে কর্নাটকের তুমাকুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের তরফে হলদিয়ায় এসে লক্ষণ শেঠের হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়েছে ৷ সেই উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয় আই কেয়ারের তরফে ৷ এই সেমিনারে সদ্য ডি' লিট প্রাপ্ত প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ শিক্ষার জগতে তাঁর এই সফরের কথা তুলে ধরেন ৷

ডি' লিট সম্মান পেলেন লক্ষণ শেঠ

আরও পড়ুন : Malda Government Libraries : মালদার সরকারি লাইব্রেরিতে কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন গ্রন্থাগার মন্ত্রী

লক্ষণ শেঠের নামে হলদিয়া তথা পূর্ব মেদিনীপুরে যে ছবি ভেসে ওঠে, তিনি পুরোদস্তুর একজন রাজনৈতিক নেতা ৷ তবে রাজনীতি থেকে দূরে গিয়ে শিক্ষা ক্ষেত্রে তাঁর এই প্রয়াস অবশ্যই ব্যতিক্রমী ৷ 72 বছর বয়সে তাঁর এই অধ্যবসায় এবং সম্মান অর্জন বর্তমান প্রজন্মকেও উৎসাহিত করবে বলে মনে করছে শিক্ষা জগৎ ৷

কলকাতা, 31 মে : জীবনের 72 বসন্ত পেরিয়েছেন লক্ষণ শেঠ ৷ রাজনীতি তাঁকে সুনামের সঙ্গে দিয়েছে বদনামও ৷ একটা সময় পূর্ব মেদিনীপুরে তাঁর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত ৷ এখন সেই রাজত্বও নেই ৷ নেই রাজনীতিতে তেমন প্রভাব ৷ তবে, অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে তিনিই অর্জন করলেন ডি' লিট সম্মান (Tumkur University felicitated Lakshman Seth by D Litt) ৷

এক সময় লক্ষণ শেঠ ছিলেন হলদিয়ার মুকুটহীন সম্রাট ৷ বাম আমলে দোর্দণ্ড প্রতাপ রাজনৈতিক নেতা ছিলেন তিনি ৷ তবে, আজ সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে ৷ বিগত কয়েক বছর ধরেই লক্ষণ শেঠ তাঁর নিজের শিক্ষার জগৎ নিয়েই ব্যস্ত রয়েছেন ৷ তাঁর নিজের সংস্থা আই কেয়ারের ছাতার তলায় রয়েছে প্রায় এক ডজন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান ৷ করেছেন পড়াশোনাও ৷ এহেন লক্ষণ শেঠের মুকুটে এবার যুক্ত হল নতুন এক পালক ৷ অবশেষে ডি' লিট সম্মান পেলেন তিনি ৷ কর্নাটকের তুমাকুর বিশ্ববিদ্যালয় (Tumkur University) থেকে এই ডি' লিট সম্মান অর্জন করেছেন লক্ষণ শেঠ ৷

জানা গিয়েছে, লক্ষণ শেঠ ভগবান বুদ্ধের মতবাদের উপর গবেষণা করেছেন ৷ সেই গবেষণার কারণেই তাঁকে ডি' লিট দেওয়া হয়েছে ৷ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কর্ণাটক রাজ্যের মধ্যে লক্ষণ শেঠ তৃতীয় ব্যক্তি, যিনি এই বিশেষ সম্মান অর্জন করেছেন ৷ একজন সত্তরোর্ধ্ব ব্যক্তির শিক্ষা নিয়ে এই অনুরাগকে কুর্ণিশ জানিয়েছে কর্নাটকের তুমাকুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের তরফে হলদিয়ায় এসে লক্ষণ শেঠের হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়েছে ৷ সেই উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয় আই কেয়ারের তরফে ৷ এই সেমিনারে সদ্য ডি' লিট প্রাপ্ত প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ শিক্ষার জগতে তাঁর এই সফরের কথা তুলে ধরেন ৷

ডি' লিট সম্মান পেলেন লক্ষণ শেঠ

আরও পড়ুন : Malda Government Libraries : মালদার সরকারি লাইব্রেরিতে কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন গ্রন্থাগার মন্ত্রী

লক্ষণ শেঠের নামে হলদিয়া তথা পূর্ব মেদিনীপুরে যে ছবি ভেসে ওঠে, তিনি পুরোদস্তুর একজন রাজনৈতিক নেতা ৷ তবে রাজনীতি থেকে দূরে গিয়ে শিক্ষা ক্ষেত্রে তাঁর এই প্রয়াস অবশ্যই ব্যতিক্রমী ৷ 72 বছর বয়সে তাঁর এই অধ্যবসায় এবং সম্মান অর্জন বর্তমান প্রজন্মকেও উৎসাহিত করবে বলে মনে করছে শিক্ষা জগৎ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.