কলকাতা, 11 নভেম্বর : জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার প্রশ্নপত্র বাংলাসহ অন্যান্য আঞ্চলিক ভাষায় করার দাবিতে আজ বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছিল তৃণমূল যুব কংগ্রেস ৷ অবস্থানে অংশগ্রহণ করেছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
কলকাতায় গান্ধিমূর্তির পাদদেশে তৈরি অবস্থান মঞ্চে অভিষেক ছাড়াও ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সাধন পান্ডে, শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্য নেতা-নেত্রীরা ৷
অভিষেক বলেন, "পার্লামেন্টে এই দাবি নিয়ে আমরা সরব হব ৷ আমাদের কথা না শুনলে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে আন্দোলন হবে ৷ " নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "আপনি যদি ভাবেন শুধু গুজরাতি ভাষা ঢোকাবেন, তাহলে আমরা মেনে নেব না ৷ আমরা সব ভাষাকে সম্মান করি ৷ চাই সব ভাষাকে সমানভাবে স্বীকৃতি দেওয়া হোক ৷ বাংলার প্রতি বঞ্চনা কেন? বাঙালির প্রতি বঞ্চনা কেন? "