ETV Bharat / city

বাংলা সহ আঞ্চলিক ভাষায় জয়েন্টের প্রশ্নপত্রের দাবিতে যুব তৃণমূলের অবস্থান

জয়েন্টের প্রশ্নপত্র বাংলাসহ অন্যান্য আঞ্চলিক ভাষায় করার দাবিতে আজ অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল তৃণমূল যুব কংগ্রেস ৷ সংসদে এই দাবি নিয়ে সরব হবে তৃণমূল বলে জানালেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

author img

By

Published : Nov 11, 2019, 9:05 PM IST

Updated : Nov 11, 2019, 9:18 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 11 নভেম্বর : জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার প্রশ্নপত্র বাংলাসহ অন্যান্য আঞ্চলিক ভাষায় করার দাবিতে আজ বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছিল তৃণমূল যুব কংগ্রেস ৷ অবস্থানে অংশগ্রহণ করেছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতায় গান্ধিমূর্তির পাদদেশে তৈরি অবস্থান মঞ্চে অভিষেক ছাড়াও ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সাধন পান্ডে, শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্য নেতা-নেত্রীরা ৷

দেখুন ভিডিয়ো...

অভিষেক বলেন, "পার্লামেন্টে এই দাবি নিয়ে আমরা সরব হব ৷ আমাদের কথা না শুনলে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে আন্দোলন হবে ৷ " নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "আপনি যদি ভাবেন শুধু গুজরাতি ভাষা ঢোকাবেন, তাহলে আমরা মেনে নেব না ৷ আমরা সব ভাষাকে সম্মান করি ৷ চাই সব ভাষাকে সমানভাবে স্বীকৃতি দেওয়া হোক ৷ বাংলার প্রতি বঞ্চনা কেন? বাঙালির প্রতি বঞ্চনা কেন? "

কলকাতা, 11 নভেম্বর : জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার প্রশ্নপত্র বাংলাসহ অন্যান্য আঞ্চলিক ভাষায় করার দাবিতে আজ বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছিল তৃণমূল যুব কংগ্রেস ৷ অবস্থানে অংশগ্রহণ করেছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতায় গান্ধিমূর্তির পাদদেশে তৈরি অবস্থান মঞ্চে অভিষেক ছাড়াও ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সাধন পান্ডে, শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্য নেতা-নেত্রীরা ৷

দেখুন ভিডিয়ো...

অভিষেক বলেন, "পার্লামেন্টে এই দাবি নিয়ে আমরা সরব হব ৷ আমাদের কথা না শুনলে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে আন্দোলন হবে ৷ " নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "আপনি যদি ভাবেন শুধু গুজরাতি ভাষা ঢোকাবেন, তাহলে আমরা মেনে নেব না ৷ আমরা সব ভাষাকে সম্মান করি ৷ চাই সব ভাষাকে সমানভাবে স্বীকৃতি দেওয়া হোক ৷ বাংলার প্রতি বঞ্চনা কেন? বাঙালির প্রতি বঞ্চনা কেন? "

Intro:কলকাতা, ১১ নভেম্বর: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ভাষা সহ আঞ্চলিক ভাষায় করার দাবি নিয়ে এবারে উত্তাল হবে সংসদ। আজ কলকাতার গান্ধীমূর্তি পাদদেশের প্রতিবাদ মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত কর্মী-সমর্থকদের তিনি জানালেন, 'আগামী ১০ দিনের মধ্যে সংসদ শুরু হবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা ভাষা সহ আঞ্চলিক ভাষাকে বাদ দেওয়ার প্রতিবাদে সংসদে সরব হবে তৃণমূল।'



Body:জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষাতে না করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ পথে নেমেছিল যুব তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গান্ধীমূর্তির পাদদেশে মঞ্চ বেধে একে একে প্রতিবাদে সরব হলেন রাজ্যের শাসক দলের নেতারা। যুব তৃণমূলের ডাকে প্রতিবাদ কর্মসূচি হলেও তাতে যোগ দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সাধন পাণ্ডে, শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বর্ষীয়ান নেতা-নেত্রীরাও। প্রত্যেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা ভাষা বাদ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন। যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মঞ্চ থেকে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, 'আগামী ১০ দিনের মধ্যে সংসদ শুরু হবে। আমরা ন্যায্য দাবি নিয়ে প্রতিবাদে সরব হব। ওরা যদি না শোনে দেশের প্রতিটি প্রান্তে আন্দোলন হবে জেনে রাখা উচিত। যদি ভাবে শুধুমাত্র গুজরাটি ভাষায় প্রশ্ন পত্র হবে, আমরা তা মেনে নেবো না ।' অভিষেক আরও বলেন, 'আমরা সব ভাষাকে সম্মান করি। আমরা চাই সব ভাষা স্বীকৃতি পাক। বাংলা বঞ্চিত হবে কেনও ? আসলে বৈজ্ঞানিক তৈরি করা, নোবেল পাওয়া সহ বাংলা সব দিক থেকে এগিয়ে।'




Conclusion:
Last Updated : Nov 11, 2019, 9:18 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.