ETV Bharat / city

সুদীপ্ত সেনের চিঠি টুইট করে সারদায় শুভেন্দুর গ্রেফতারির দাবি কুণালের

সারদা-কাণ্ড নিয়ে শনিবার সকালে একটি টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, সুদীপ্ত সেনের থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ তাই বিজেপির এই বিধায়ককে গ্রেফতার করতে হবে ৷

trinamool leader kunal ghosh claims suvendu adhikari must be arrested in saradha chitfund scam
সারদায় শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সরব কুণাল
author img

By

Published : Jul 3, 2021, 12:57 PM IST

কলকাতা, 3 জুলাই : সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারি দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শনিবার একটি টুইট করে তিনি এই দাবি তুলেছেন ৷ ওই টুইটে তিনি আদালত থেকে পাওয়া একটি নথির ছবিও প্রকাশ করেছেন ৷

সারদা চিটফান্ডের (Saradha Chitfund) কর্ণধার সুদীপ্ত সেন দীর্ঘ কয়েক বছর ধরে জেলবন্দি ৷ কয়েকমাস আগে জেল থেকে তিনি একটি চিঠি লেখেন বলে খবর প্রকাশ্যে আসে ৷ যে চিঠি (এই চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ) তিনি মুখ্যমন্ত্রী, সিবিআই ডিরেক্টর-সহ বেশ কয়েকজনকে লিখেছিলেন ৷ সেই চিঠিতে তিনি কয়েকজন রাজনৈতিক নেতার নাম ছিল ৷ সেই তালিকায় শুভেন্দু অধিকারীরও নাম ছিল ৷ তাঁর দাবি ছিল, ওই নেতারাও তাঁর থেকে টাকা নিয়েছিলেন ৷

আরও পড়ুন : দলবদলেও বাঁচবে কি, শুভেন্দুকে হুঁশিয়ারি কুণালের

সুদীপ্ত সেনের (Sudipta Sen) সেই অভিযোগের অংশ এদিনের টুইটে তুলে ধরেছেন কুণাল ঘোষ ৷ তিনি লিখেছেন, ‘‘সারদা কর্তা সুদীপ্ত সেনের বয়ান ৷ তাঁর অভিযোগ : শুভেন্দু প্রচুর পরিমাণ টাকা নিয়েছে ৷ সেন তাঁর সহযোগী রাখালের (বর্তমানে হেফাজতে রয়েছে) নাম উল্লেখ করেছে ৷ পুলিশ, ইডি, সিবিআই-এর রাখালকে প্রশ্ন করা উচিত ৷ তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত : আদালতের সার্টিফায়েড কপি ৷’’

  • Statement of Sudipta Sen, owner of Saradha. His allegation: Shuvendu took huge money. Sen named Rakhal (now in custody) as his associate. Police, ED, CBI Should ask Rakhal. And for the sake of Investigation influencial Shuvendu must be arrested. Source: certified copy from court. pic.twitter.com/u9qngSLJa5

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ্য যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে রাখালের নাম শোনা গিয়েছে ৷ সম্প্রতি তাঁকে গ্রেফতার করা হয়েছে সেচ দফতরে আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাখালকে ৷ এখন সুদীপ্ত সেনের চিঠিতে উল্লেখ করা রাখাল এবং গ্রেফতার হওয়া রাখাল যে এক ব্যক্তি, সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি ৷

আরও পড়ুন : গর্জন অনুযায়ী বর্ষণ নয়, বিজেপির চিৎকারে মুখ বন্ধ ধনকড়ের

প্রসঙ্গত, সুদীপ্ত সেনের ওই চিঠি লেখার প্রসঙ্গটি সামনে আসে গত বছরের নভেম্বরের শেষদিকে ৷ তখন শুভেন্দু অধিকারী তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন ৷ তখন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ পরে তিনি বিজেপিতে (BJP) যোগদান করেন ৷

তার পর থেকে একাধিক জনসভায় ওই চিঠি ভুয়ো বলে তিনি দাবি করেছেন ৷ সুদীপ্ত সেনকে দিয়ে চাপ দিয়ে ওই চিঠি লেখানো হয়েছে বলেও অভিযোগ তোলেন ৷ তৃণমূলের তরফে পালটা শুভেন্দুর বিরুদ্ধে সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে ৷ সেই অভিযোগ ভোট-পর্ব মেটার দু’মাস পর আবার সামনে এল ৷

আরও পড়ুন : তুষার মেহতার বাড়িতে শুভেন্দুর উপস্থিতির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি অভিষেকের

কলকাতা, 3 জুলাই : সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গ্রেফতারি দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শনিবার একটি টুইট করে তিনি এই দাবি তুলেছেন ৷ ওই টুইটে তিনি আদালত থেকে পাওয়া একটি নথির ছবিও প্রকাশ করেছেন ৷

সারদা চিটফান্ডের (Saradha Chitfund) কর্ণধার সুদীপ্ত সেন দীর্ঘ কয়েক বছর ধরে জেলবন্দি ৷ কয়েকমাস আগে জেল থেকে তিনি একটি চিঠি লেখেন বলে খবর প্রকাশ্যে আসে ৷ যে চিঠি (এই চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ) তিনি মুখ্যমন্ত্রী, সিবিআই ডিরেক্টর-সহ বেশ কয়েকজনকে লিখেছিলেন ৷ সেই চিঠিতে তিনি কয়েকজন রাজনৈতিক নেতার নাম ছিল ৷ সেই তালিকায় শুভেন্দু অধিকারীরও নাম ছিল ৷ তাঁর দাবি ছিল, ওই নেতারাও তাঁর থেকে টাকা নিয়েছিলেন ৷

আরও পড়ুন : দলবদলেও বাঁচবে কি, শুভেন্দুকে হুঁশিয়ারি কুণালের

সুদীপ্ত সেনের (Sudipta Sen) সেই অভিযোগের অংশ এদিনের টুইটে তুলে ধরেছেন কুণাল ঘোষ ৷ তিনি লিখেছেন, ‘‘সারদা কর্তা সুদীপ্ত সেনের বয়ান ৷ তাঁর অভিযোগ : শুভেন্দু প্রচুর পরিমাণ টাকা নিয়েছে ৷ সেন তাঁর সহযোগী রাখালের (বর্তমানে হেফাজতে রয়েছে) নাম উল্লেখ করেছে ৷ পুলিশ, ইডি, সিবিআই-এর রাখালকে প্রশ্ন করা উচিত ৷ তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত : আদালতের সার্টিফায়েড কপি ৷’’

  • Statement of Sudipta Sen, owner of Saradha. His allegation: Shuvendu took huge money. Sen named Rakhal (now in custody) as his associate. Police, ED, CBI Should ask Rakhal. And for the sake of Investigation influencial Shuvendu must be arrested. Source: certified copy from court. pic.twitter.com/u9qngSLJa5

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ্য যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে রাখালের নাম শোনা গিয়েছে ৷ সম্প্রতি তাঁকে গ্রেফতার করা হয়েছে সেচ দফতরে আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাখালকে ৷ এখন সুদীপ্ত সেনের চিঠিতে উল্লেখ করা রাখাল এবং গ্রেফতার হওয়া রাখাল যে এক ব্যক্তি, সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি ৷

আরও পড়ুন : গর্জন অনুযায়ী বর্ষণ নয়, বিজেপির চিৎকারে মুখ বন্ধ ধনকড়ের

প্রসঙ্গত, সুদীপ্ত সেনের ওই চিঠি লেখার প্রসঙ্গটি সামনে আসে গত বছরের নভেম্বরের শেষদিকে ৷ তখন শুভেন্দু অধিকারী তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন ৷ তখন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ পরে তিনি বিজেপিতে (BJP) যোগদান করেন ৷

তার পর থেকে একাধিক জনসভায় ওই চিঠি ভুয়ো বলে তিনি দাবি করেছেন ৷ সুদীপ্ত সেনকে দিয়ে চাপ দিয়ে ওই চিঠি লেখানো হয়েছে বলেও অভিযোগ তোলেন ৷ তৃণমূলের তরফে পালটা শুভেন্দুর বিরুদ্ধে সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে ৷ সেই অভিযোগ ভোট-পর্ব মেটার দু’মাস পর আবার সামনে এল ৷

আরও পড়ুন : তুষার মেহতার বাড়িতে শুভেন্দুর উপস্থিতির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.