কলকাতা, 2 সেপ্টেম্বর : গত কয়েকমাস ধরে প্রায় প্রতিদিনই কোনও কোনও দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে ৷ এবার ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল কর্মী ৷ অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে এক মাছ ব্য়বসায়ীর কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা ছিনতাই করেছেন তিনি ৷ এই ঘটনায় তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন ৷ কলকাতার মুচিপাড়া থানার পুলিশ মূল অভিযুক্ত ওই তৃণমূল কর্মী ও চার সহযোগীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার ।
পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তের নাম সমীর হাজরা (TMC Worker Arrested) ৷ তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ৷ পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করেন ৷ এছাড়া বাকি যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন - সানি হাজরা, সমীর দত্ত, টিংকু সাহানি ও পাপ্পু খটিগ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার মুচিপাড়া থানা এলাকার বি বি গাঙ্গুলি স্ট্রিটে আসিফ নাজ নামে এক মাছ ব্যবসায়ীর এক কর্মী নগদ 10 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন বাড়িতে । ওই টাকা নিয়ে পরে তাঁর ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল ৷ ওই কর্মীর অভিযোগ, রাস্তায় পুলিশ পরিচয় দিয়ে তাঁকে কয়েকজন ঘিরে ধরেন ৷ তাঁকে কয়েকটি প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করেন ৷ এরপর তাঁকে স্থানীয় এক ব্যক্তির দোকানে নিয়ে যাওয়া হয় । সেখানে তল্লাশির নামে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা ৷
এর পর ওই কর্মী পুরো বিষয়টি জানান আসিফ নাজকে ৷ তিনি মুচিপাড়া থানায় 10 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন ৷ তদন্তে নামে পুলিশ ৷ সেই তদন্তেই তৃণমূল কর্মী সমীর হাজরা ও তাঁর চার সঙ্গীর খোঁজ মেলে ৷ পুলিশ তাঁদের কটাক্ষ করেছে ৷
আরও পড়ুন : সদ্যোজাত-সহ মাকে উদ্ধার ট্রাফিক সারজেন্ট ও ওসির