ETV Bharat / city

TMC Worker Arrested : পুলিশ পরিচয়ে টাকার ব্যাগ ছিনতাই, তৃণমূল কর্মী-সহ পাঁচ অভিযুক্ত গ্রেফতার

কলকাতার মুচিপাড়া থানা এলাকায় এক মাছ ব্যবসায়ীর কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে ৷ পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে ৷ মূল অভিযুক্ত সমীর হাজরা ৷ তিনি এলাকায় তৃণমূল (Trinamool Congress) কর্মী হিসেবে পরিচিত ৷

Trinamool Congress worker with three others arrested after posing as cops to snatch bags
TMC Worker Arrested : পুলিশ পরিচয়ে টাকার ব্যাগ ছিনতাই, তৃণমূল কর্মী-সহ চার অভিযুক্ত
author img

By

Published : Sep 2, 2022, 2:34 PM IST

Updated : Sep 2, 2022, 3:37 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : গত কয়েকমাস ধরে প্রায় প্রতিদিনই কোনও কোনও দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে ৷ এবার ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল কর্মী ৷ অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে এক মাছ ব্য়বসায়ীর কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা ছিনতাই করেছেন তিনি ৷ এই ঘটনায় তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন ৷ কলকাতার মুচিপাড়া থানার পুলিশ মূল অভিযুক্ত ওই তৃণমূল কর্মী ও চার সহযোগীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার ।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তের নাম সমীর হাজরা (TMC Worker Arrested) ৷ তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ৷ পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করেন ৷ এছাড়া বাকি যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন - সানি হাজরা, সমীর দত্ত, টিংকু সাহানি ও পাপ্পু খটিগ ৷

trinamool-congress-worker-with-three-others-arrested-after-posing-as-cops-to-snatch-bags
গ্রেফতার হওয়া পাঁচজন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার মুচিপাড়া থানা এলাকার বি বি গাঙ্গুলি স্ট্রিটে আসিফ নাজ নামে এক মাছ ব্যবসায়ীর এক কর্মী নগদ 10 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন বাড়িতে । ওই টাকা নিয়ে পরে তাঁর ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল ৷ ওই কর্মীর অভিযোগ, রাস্তায় পুলিশ পরিচয় দিয়ে তাঁকে কয়েকজন ঘিরে ধরেন ৷ তাঁকে কয়েকটি প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করেন ৷ এরপর তাঁকে স্থানীয় এক ব্যক্তির দোকানে নিয়ে যাওয়া হয় । সেখানে তল্লাশির নামে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা ৷

trinamool-congress-worker-with-three-others-arrested-after-posing-as-cops-to-snatch-bags
উদ্ধার হওয়া টাকা

এর পর ওই কর্মী পুরো বিষয়টি জানান আসিফ নাজকে ৷ তিনি মুচিপাড়া থানায় 10 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন ৷ তদন্তে নামে পুলিশ ৷ সেই তদন্তেই তৃণমূল কর্মী সমীর হাজরা ও তাঁর চার সঙ্গীর খোঁজ মেলে ৷ পুলিশ তাঁদের কটাক্ষ করেছে ৷

আরও পড়ুন : সদ্যোজাত-সহ মাকে উদ্ধার ট্রাফিক সারজেন্ট ও ওসির

কলকাতা, 2 সেপ্টেম্বর : গত কয়েকমাস ধরে প্রায় প্রতিদিনই কোনও কোনও দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে ৷ এবার ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল কর্মী ৷ অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে এক মাছ ব্য়বসায়ীর কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা ছিনতাই করেছেন তিনি ৷ এই ঘটনায় তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন ৷ কলকাতার মুচিপাড়া থানার পুলিশ মূল অভিযুক্ত ওই তৃণমূল কর্মী ও চার সহযোগীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার ।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তের নাম সমীর হাজরা (TMC Worker Arrested) ৷ তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ৷ পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করেন ৷ এছাড়া বাকি যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন - সানি হাজরা, সমীর দত্ত, টিংকু সাহানি ও পাপ্পু খটিগ ৷

trinamool-congress-worker-with-three-others-arrested-after-posing-as-cops-to-snatch-bags
গ্রেফতার হওয়া পাঁচজন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার মুচিপাড়া থানা এলাকার বি বি গাঙ্গুলি স্ট্রিটে আসিফ নাজ নামে এক মাছ ব্যবসায়ীর এক কর্মী নগদ 10 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন বাড়িতে । ওই টাকা নিয়ে পরে তাঁর ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল ৷ ওই কর্মীর অভিযোগ, রাস্তায় পুলিশ পরিচয় দিয়ে তাঁকে কয়েকজন ঘিরে ধরেন ৷ তাঁকে কয়েকটি প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করেন ৷ এরপর তাঁকে স্থানীয় এক ব্যক্তির দোকানে নিয়ে যাওয়া হয় । সেখানে তল্লাশির নামে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা ৷

trinamool-congress-worker-with-three-others-arrested-after-posing-as-cops-to-snatch-bags
উদ্ধার হওয়া টাকা

এর পর ওই কর্মী পুরো বিষয়টি জানান আসিফ নাজকে ৷ তিনি মুচিপাড়া থানায় 10 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন ৷ তদন্তে নামে পুলিশ ৷ সেই তদন্তেই তৃণমূল কর্মী সমীর হাজরা ও তাঁর চার সঙ্গীর খোঁজ মেলে ৷ পুলিশ তাঁদের কটাক্ষ করেছে ৷

আরও পড়ুন : সদ্যোজাত-সহ মাকে উদ্ধার ট্রাফিক সারজেন্ট ও ওসির

Last Updated : Sep 2, 2022, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.