ETV Bharat / city

Trinamool Congress Slams BJP : প্রতিহিংসা থেকেই বারবার ডাক, বিরোধী দলগুলিকে টার্গেটের অভিযোগে সরব তৃণমূল - Dilip Ghosh

কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এই নিয়ে বিজেপিকে (BJP) নিশানা করল রাজ্যের শাসক দল ৷ তাদের অভিযোগ, প্রতিহিংসা থেকেই বারবার ডাকা হচ্ছে তৃণমূল নেতাদের ৷

trinamool-congress-slams-bjp-on-ed-summons-to-abhishek-banerjee
Trinamool Congress Slams BJP : প্রতিহিংসা থেকেই বারবার ডাক, কেন বিরোধী দলগুলিকে টার্গেট সরব তৃণমূল
author img

By

Published : Sep 2, 2022, 1:18 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : ইডি-সিবিআইয়ের (ED-CBI) যাবতীয় তৎপরতা কেন অ-বিজেপি রাজ্যগুলিতে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে এদিন এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

প্রসঙ্গত, গত 29 ফেব্রুয়ারি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) মঞ্চ থেকেই রাজ্যের শাসকদল বলেছিল, এই যে এত বড় সমাবেশ হচ্ছে তারপর নিশ্চয়ই কিছু একটা ঘটবে । তারপরই দেখা গেল ইডির তরফে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ধরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ।

ঠিক তখন থেকেই প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব হয়েছে তৃণমূল । এদিন বিজেপি (BJP) বিরোধী অন্য দলগুলির সমর্থন পেতে আরও এক ধাপ এগিয়ে প্রতিক্রিয়া দিল রাজ্যের শাসক দল । সেখানে তাদের বক্তব্য একটাই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সক্রিয়তা শুধুই কি বিরোধীদের জন্য ? যেখানে বিজেপি সরকার রয়েছে, সেখানে এই তদন্তকারী সংস্থাগুলিকে নিষ্ক্রিয় দেখা যাচ্ছে । আর যেখানে বিরোধী রাজনৈতিক দলের সরকার রয়েছে, সেখানে তাদের অস্বস্তিতে ফেলতে সক্রিয় হচ্ছে তদন্তকারী সংস্থা । রাজ্যের শাসক দলের প্রশ্ন, কেন এমন হবে ?

এদিন তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘বিজেপি নেতারা আগাম বলে দিচ্ছেন কাকে কোথায় কখন ডাকা হবে ৷ এক্ষেত্রে এই বিরোধী দলের নেতৃত্ব কিভাবে এ ধরনের বক্তব্য রাখছে ? তারা আগেভাগে এই তথ্য পাচ্ছে কিভাবে !’’

এদিন এই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আলাদা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষদের (Dilip Ghosh) নামও উল্লেখ করা হচ্ছে । ভিডিয়ো দেখিয়ে তারা প্রশ্ন তুলছে, তাহলে কি এই কেন্দ্রীয় তদন্তকারীর তৎপরতা চলছে বিজেপির অঙ্গুলি হেলনেই ? এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা অনেকটাই হচ্ছে পুতুল নাচের পুতুলের মতোই ।

এদিকে এদিন বিজেপির তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায়ও । তাঁর দাবি, রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে নিজেদের জায়গা করতে না পেরে সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে । সিবিআই এখন কেন্দ্রীয় সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে । আর এই তৎপরতা কেন্দ্রীয় প্রতিহিংসারই অংশ বলে মনে করছেন তিনি ।

আরও পড়ুন : সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুরু ইডির জেরা

কলকাতা, 2 সেপ্টেম্বর : ইডি-সিবিআইয়ের (ED-CBI) যাবতীয় তৎপরতা কেন অ-বিজেপি রাজ্যগুলিতে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে এদিন এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

প্রসঙ্গত, গত 29 ফেব্রুয়ারি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) মঞ্চ থেকেই রাজ্যের শাসকদল বলেছিল, এই যে এত বড় সমাবেশ হচ্ছে তারপর নিশ্চয়ই কিছু একটা ঘটবে । তারপরই দেখা গেল ইডির তরফে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ধরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ।

ঠিক তখন থেকেই প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব হয়েছে তৃণমূল । এদিন বিজেপি (BJP) বিরোধী অন্য দলগুলির সমর্থন পেতে আরও এক ধাপ এগিয়ে প্রতিক্রিয়া দিল রাজ্যের শাসক দল । সেখানে তাদের বক্তব্য একটাই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সক্রিয়তা শুধুই কি বিরোধীদের জন্য ? যেখানে বিজেপি সরকার রয়েছে, সেখানে এই তদন্তকারী সংস্থাগুলিকে নিষ্ক্রিয় দেখা যাচ্ছে । আর যেখানে বিরোধী রাজনৈতিক দলের সরকার রয়েছে, সেখানে তাদের অস্বস্তিতে ফেলতে সক্রিয় হচ্ছে তদন্তকারী সংস্থা । রাজ্যের শাসক দলের প্রশ্ন, কেন এমন হবে ?

এদিন তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘বিজেপি নেতারা আগাম বলে দিচ্ছেন কাকে কোথায় কখন ডাকা হবে ৷ এক্ষেত্রে এই বিরোধী দলের নেতৃত্ব কিভাবে এ ধরনের বক্তব্য রাখছে ? তারা আগেভাগে এই তথ্য পাচ্ছে কিভাবে !’’

এদিন এই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আলাদা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষদের (Dilip Ghosh) নামও উল্লেখ করা হচ্ছে । ভিডিয়ো দেখিয়ে তারা প্রশ্ন তুলছে, তাহলে কি এই কেন্দ্রীয় তদন্তকারীর তৎপরতা চলছে বিজেপির অঙ্গুলি হেলনেই ? এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা অনেকটাই হচ্ছে পুতুল নাচের পুতুলের মতোই ।

এদিকে এদিন বিজেপির তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায়ও । তাঁর দাবি, রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে নিজেদের জায়গা করতে না পেরে সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে । সিবিআই এখন কেন্দ্রীয় সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে । আর এই তৎপরতা কেন্দ্রীয় প্রতিহিংসারই অংশ বলে মনে করছেন তিনি ।

আরও পড়ুন : সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুরু ইডির জেরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.