কলকাতা, 30 অগস্ট : ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) তথ্যকে হাতিয়ার করে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ মঙ্গলবার এই নিয়ে তিনি একটি টুইট করেন ৷ যেখানে তিনি কটাক্ষ করেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (Enforcement Directorate) দিয়ে হেনস্তা করার খেলা বন্ধ করে বাংলার প্রশাসনিক মডেল থেকে শিক্ষা নেওয়া উচিত অমিত শাহের ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি সারা দেশে অপরাধ সংক্রান্ত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এই তথ্য সামনে এসেছে ৷ সেখানে দেশের অন্যতম নিরাপদ শহর হিসেবে জায়গা পেয়েছে কলকাতা ৷ পর পর দু’বছর অন্যতম নিরাপদ শহরের স্বীকৃতি পেল কলকাতা ৷
একই সঙ্গে ওই তথ্য অনুযায়ী, নিরাপত্তার নিরিখে দিল্লির অবস্থা খুবই খারাপ ৷ অভিষেক সেই কারণেই অমিত শাহকে বাংলা থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন ৷ কারণ, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর দিল্লির পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে রয়েছে ৷
অন্যদিকে এদিনই কয়লা পাচার কাণ্ডের তদন্তে ইডি নোটিশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (ED Summons Abhishek Banerjee) ৷ তাঁকে আগামী শুক্রবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ দিয়েছে ৷ রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই নির্দেশ, তৃণমূলের তরফে এই অভিযোগ ইতিমধ্যেই তোলা হয়েছে ৷ ফলে অভিষেকও কৌশলে সেই প্রসঙ্গ নিজের টুইটে দিয়েছেন ৷
ওই টুইটে জয় শাহ (Jay Shah) ইস্য়ুতে ফের সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ দুবাইতে ভারত ও পাকিস্তানের ম্যাচ (India Pakistan Match) শেষ হওয়ার পর জয় শাহ জাতীয় পতাকা নিতে অস্বীকার করেন বলে অভিযোগ ৷ সেই নিয়ে বিতর্ক চলছে গতকাল, সোমবার থেকে ৷ এই নিয়ে সোমবার থেকেই অভিষেক তোপ দাগছেন জয় শাহ ও অমিত শাহের বিরুদ্ধে ৷
মঙ্গলবারও সেই আক্রমণ বজায় রেখেছেন ৷ এদিন আবার ন্য়াশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যকে সামনে রেখে আক্রমণের সঙ্গে জয় শাহ ইস্যু জুড়ে দিয়েছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে এখন দু’টি কাজ ৷ একদিকে ছেলেকে জাতীয়তাবাদ শেখাতে হবে ৷ অন্যদিকে তাঁর মন্ত্রকের অধীনে থাকা পুলিশদের ঠিক করতে হবে ৷
আরও পড়ুন : মহিলা সুরক্ষায় অন্যতম নিরাপদ শহর কলকাতা, অনিরাপদের তালিকায় শীর্ষে দিল্লি