ETV Bharat / city

অভিযুক্তের সঙ্গে ছবি থাকলেই কি দুর্নীতি প্রমাণ হয় ? রাজ্যপালকে সামনে রেখে উল্টো তির তৃণমূলের - breaking news today

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে ছবিতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে ৷ তাঁকে আবার রাজভবনেও দেখা গিয়েছে ৷ তাহলে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্যপালের ভূমিকা রয়েছে কি ! ঘুরিয়ে তির ছুঁড়ল তৃণমূল ৷

trinamool congress counter attack on fake covid vaccine case
অভিযুক্তের সঙ্গে ছবি থাকলেই কি দুর্নীতি প্রমাণ হয়, রাজ্যপালকে সামনে রেখে উল্টো তির তৃণমূলের
author img

By

Published : Jul 2, 2021, 1:27 PM IST

বর্ধমান, 1 জুলাই : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেব গ্রেফতার হওয়ার পর থেকেই ছবি বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি ৷ তাঁর সঙ্গে ইতিমধ্যেই একাধিক তৃণমূল কংগ্রেস নেতার ছবি সামনে এসেছে ৷ যা নিয়ে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ দেবাঞ্জনের কীর্তিকলাপের পিছনে তৃণমূলের ওই নেতাদের মদত রয়েছে বলেও অভিযোগ করেছে গেরুয়া শিবির ৷

এই পরিস্থিতিতে পালটা আসরে নেমেছে তৃণমূলও ৷ তারা এবার দেবাঞ্জনের সঙ্গে থাকা এক ব্যক্তির ছবি তুলে ধরেছে ৷ যাঁকে রাজভবনেও দেখা গিয়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷ সেই সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করেছে তারা ৷ এই ঘটনা নিয়ে সরাসরি না হলেও রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল ৷

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে ছবি প্রকাশ্যে আসার পরেই গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী

এই ছবি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সামনে আনেন তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ তাঁর দাবি, ‘‘এই নিরাপত্তারক্ষীর মাধ্যমে অনেকের কাছে খাম যেত । যদি দেখা যায় এই নিরাপত্তারক্ষীর সঙ্গে ধনখড়ের কোনও সম্পর্ক রয়েছে, তাহলে তা ভয়ানক ।’’

একই ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও ৷ বৃহস্পতিবার বর্ধমানে এক রক্তদান শিবিরে অংশ নিতে এসে তিনি বলেন, ‘‘রাজ্যপালের অনেক ছবি অনেক জায়গায় দেখা যাচ্ছে । ইদানীংকালে এই ছবির কথাও আমরা টিভির পর্দায় দেখলাম । আমি জানি না এটা সত্য বা অসত্য । তিনিই বলতে পারবেন । এবং তার পরিষ্কার করে বলা উচিত । এই ছবি কিসের জন্য, কেন কিভাবে উঠেছে ?’’

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল

যদিও এর আগে তৃণমূলের তরফে এই ইস্যুতে কোনওভাবেই দায় নেওয়া হয়নি ৷ বরং কারও সঙ্গে ছবিতে দেখা গেলেই তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে, তা প্রমাণ হয় না বলে শাসক দলের তরফে একাধিকবার স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ ফলে প্রশ্ন উঠছে যে তাহলে রাজ্যপালের ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য হওয়া উচিত নয় কি ?

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন যে তৃণমূল কংগ্রেস কোনও অভিযোগ করেনি রাজ্যপালের বিরুদ্ধে ৷ তারা একবারও বলছে না যে একই ব্যক্তির ছবি দেবাঞ্জন ও রাজ্যপালের সঙ্গে থাকা মানেই রাজ্যপাল দোষী ৷ কিন্তু তারা বিষয়টি নিয়ে তথ্য সামনে আনার দাবি তুলেছেন ৷ আর বিজেপিকেও মনে করিয়ে দিতে চাইছে যে সত্যিটা সামনে আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত ৷ আগে থেকেই ফিরহাদ হাকিম, শান্তনু সেনদের বিরুদ্ধে সরব হওয়া উচিত নয় ৷

আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতা পৌরনিগম ঘেরাও করবে যুব মোর্চা

বর্ধমান, 1 জুলাই : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেব গ্রেফতার হওয়ার পর থেকেই ছবি বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি ৷ তাঁর সঙ্গে ইতিমধ্যেই একাধিক তৃণমূল কংগ্রেস নেতার ছবি সামনে এসেছে ৷ যা নিয়ে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ দেবাঞ্জনের কীর্তিকলাপের পিছনে তৃণমূলের ওই নেতাদের মদত রয়েছে বলেও অভিযোগ করেছে গেরুয়া শিবির ৷

এই পরিস্থিতিতে পালটা আসরে নেমেছে তৃণমূলও ৷ তারা এবার দেবাঞ্জনের সঙ্গে থাকা এক ব্যক্তির ছবি তুলে ধরেছে ৷ যাঁকে রাজভবনেও দেখা গিয়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷ সেই সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করেছে তারা ৷ এই ঘটনা নিয়ে সরাসরি না হলেও রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল ৷

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে ছবি প্রকাশ্যে আসার পরেই গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী

এই ছবি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সামনে আনেন তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ তাঁর দাবি, ‘‘এই নিরাপত্তারক্ষীর মাধ্যমে অনেকের কাছে খাম যেত । যদি দেখা যায় এই নিরাপত্তারক্ষীর সঙ্গে ধনখড়ের কোনও সম্পর্ক রয়েছে, তাহলে তা ভয়ানক ।’’

একই ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও ৷ বৃহস্পতিবার বর্ধমানে এক রক্তদান শিবিরে অংশ নিতে এসে তিনি বলেন, ‘‘রাজ্যপালের অনেক ছবি অনেক জায়গায় দেখা যাচ্ছে । ইদানীংকালে এই ছবির কথাও আমরা টিভির পর্দায় দেখলাম । আমি জানি না এটা সত্য বা অসত্য । তিনিই বলতে পারবেন । এবং তার পরিষ্কার করে বলা উচিত । এই ছবি কিসের জন্য, কেন কিভাবে উঠেছে ?’’

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল

যদিও এর আগে তৃণমূলের তরফে এই ইস্যুতে কোনওভাবেই দায় নেওয়া হয়নি ৷ বরং কারও সঙ্গে ছবিতে দেখা গেলেই তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে, তা প্রমাণ হয় না বলে শাসক দলের তরফে একাধিকবার স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ ফলে প্রশ্ন উঠছে যে তাহলে রাজ্যপালের ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য হওয়া উচিত নয় কি ?

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন যে তৃণমূল কংগ্রেস কোনও অভিযোগ করেনি রাজ্যপালের বিরুদ্ধে ৷ তারা একবারও বলছে না যে একই ব্যক্তির ছবি দেবাঞ্জন ও রাজ্যপালের সঙ্গে থাকা মানেই রাজ্যপাল দোষী ৷ কিন্তু তারা বিষয়টি নিয়ে তথ্য সামনে আনার দাবি তুলেছেন ৷ আর বিজেপিকেও মনে করিয়ে দিতে চাইছে যে সত্যিটা সামনে আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত ৷ আগে থেকেই ফিরহাদ হাকিম, শান্তনু সেনদের বিরুদ্ধে সরব হওয়া উচিত নয় ৷

আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতা পৌরনিগম ঘেরাও করবে যুব মোর্চা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.