ETV Bharat / city

Jawhar Sircar : রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূলের প্রার্থী জহর সরকারের

আগামী 9 অগস্ট উপনির্বাচন ৷ ওই আসনে তৃণমূলের জয় নিশ্চিত ৷ সেই আসনে প্রসারভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ আজ তিনি মনোনয়ন জমা দিলেন ৷

trinamool congress candidate Jawhar Sircar files his nomination for rajyasabha byelection
Jawhar Sircar : রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের প্রার্থী জহর সরকারের মনোনয়ন পেশ
author img

By

Published : Jul 28, 2021, 3:37 PM IST

Updated : Jul 28, 2021, 6:30 PM IST

কলকাতা, 28 জুলাই : দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) ছেড়ে যাওয়া রাজ্য়সভার আসনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী জহর সরকার (Jawhar Sircar) ৷ বুধবার তিনি বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেন ৷

এদিন দুপুর 1টা নাগাদ তিনি বিধানসভায় আসেন ৷ দুপুর তিনটের কিছু আগে বিধানসভার সচিবের হাতে তাঁর মনোনয়নপত্র তুলে দেন । মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এদিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ । এদিন তৃণমূলের দশ বিধায়কের সমর্থনে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন তিনি ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি রাজনৈতিক জ্যোতিষী নই, 2024 নিয়ে মমতা

রাজ্যসভায় আসন পাকা জহর সরকারের । এবার তৃণমূলের হয়ে মোদি বিরোধিতায় সুর চড়াবেন জহরবাবু । কারণ, প্রসারভারতীর এই প্রাক্তন সিইও বরাবর নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরোধী বলেই পরিচিত ৷ আমলা থাকাকালীনই কেন্দ্রের বিজেপি সরকার আর তার নীতির বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি । অবসরের পরবর্তী সময়েও সেই ঝাঁঝ আরও বাড়িয়েছেন তিনি ।

তৃণমূলের তরফে দীনেশ ত্রিবেদীর আসনে একাধিক নাম ঘোরাফেরা করলেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জহর সরকারের নামে সিলমোহর দেন । সেই মতোই আজ বিধানসভায় এসে রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন জহর সরকার ।

আরও পড়ুন : Mamata Banerjee: দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা

প্রসঙ্গত, এই বিষয়ে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘‘আমরা একাধিক মনোনয়ন পত্র তৈরি রেখেছি জহরবাবুর জন্য । বিধানসভায় আমাদের 212টি আসন রয়েছে । যার মধ্যে 10 জন বিধায়কের সমর্থনে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হচ্ছে জহরবাবুকে । কোনও ভুলভ্রান্তি যাতে না হয়, তাই একাধিক সেট রয়েছে ।’’

রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূলের প্রার্থী জহর সরকারের

এদিন মনোনয়ন জমা দেওয়ার পর জহর সরকার জানিয়েছেন, দলনেত্রী তাঁকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা দায়িত্ব সহকারে পালন করবেন ৷ একই সঙ্গে তিনি জানান যে কেন্দ্রের মোদি সরকার বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিরোধী নেতা-নেত্রীকে নিজেদের বশে নিয়ে নিয়েছে ৷ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই লড়াকু মনোভাব দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন : জাগোবাংলায় কলম ধরলেন অজন্তা, অনিলকন্যার অবস্থান ঘিরে কৌতূহল

এদিকে এই আসনে বিজেপিও প্রার্থী দিতে পারে বলে খবর ৷ কারণ, রাজ্য়সভার ভোটের নিয়ম অনুসারে দলের হুইপ অমান্য করে কেউ ভোট দিলে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায় ৷ এই হিসেবে বিজেপির প্রার্থীকে ভোট না দিলে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে যাবে ৷ তাই মুকুলকে বিপাকে ফেলতে এই সিদ্ধান্ত নিতে পারে বিজেপি ৷

কলকাতা, 28 জুলাই : দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) ছেড়ে যাওয়া রাজ্য়সভার আসনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী জহর সরকার (Jawhar Sircar) ৷ বুধবার তিনি বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেন ৷

এদিন দুপুর 1টা নাগাদ তিনি বিধানসভায় আসেন ৷ দুপুর তিনটের কিছু আগে বিধানসভার সচিবের হাতে তাঁর মনোনয়নপত্র তুলে দেন । মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এদিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ । এদিন তৃণমূলের দশ বিধায়কের সমর্থনে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন তিনি ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি রাজনৈতিক জ্যোতিষী নই, 2024 নিয়ে মমতা

রাজ্যসভায় আসন পাকা জহর সরকারের । এবার তৃণমূলের হয়ে মোদি বিরোধিতায় সুর চড়াবেন জহরবাবু । কারণ, প্রসারভারতীর এই প্রাক্তন সিইও বরাবর নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরোধী বলেই পরিচিত ৷ আমলা থাকাকালীনই কেন্দ্রের বিজেপি সরকার আর তার নীতির বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি । অবসরের পরবর্তী সময়েও সেই ঝাঁঝ আরও বাড়িয়েছেন তিনি ।

তৃণমূলের তরফে দীনেশ ত্রিবেদীর আসনে একাধিক নাম ঘোরাফেরা করলেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জহর সরকারের নামে সিলমোহর দেন । সেই মতোই আজ বিধানসভায় এসে রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন জহর সরকার ।

আরও পড়ুন : Mamata Banerjee: দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা

প্রসঙ্গত, এই বিষয়ে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘‘আমরা একাধিক মনোনয়ন পত্র তৈরি রেখেছি জহরবাবুর জন্য । বিধানসভায় আমাদের 212টি আসন রয়েছে । যার মধ্যে 10 জন বিধায়কের সমর্থনে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হচ্ছে জহরবাবুকে । কোনও ভুলভ্রান্তি যাতে না হয়, তাই একাধিক সেট রয়েছে ।’’

রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূলের প্রার্থী জহর সরকারের

এদিন মনোনয়ন জমা দেওয়ার পর জহর সরকার জানিয়েছেন, দলনেত্রী তাঁকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা দায়িত্ব সহকারে পালন করবেন ৷ একই সঙ্গে তিনি জানান যে কেন্দ্রের মোদি সরকার বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিরোধী নেতা-নেত্রীকে নিজেদের বশে নিয়ে নিয়েছে ৷ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই লড়াকু মনোভাব দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন : জাগোবাংলায় কলম ধরলেন অজন্তা, অনিলকন্যার অবস্থান ঘিরে কৌতূহল

এদিকে এই আসনে বিজেপিও প্রার্থী দিতে পারে বলে খবর ৷ কারণ, রাজ্য়সভার ভোটের নিয়ম অনুসারে দলের হুইপ অমান্য করে কেউ ভোট দিলে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায় ৷ এই হিসেবে বিজেপির প্রার্থীকে ভোট না দিলে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে যাবে ৷ তাই মুকুলকে বিপাকে ফেলতে এই সিদ্ধান্ত নিতে পারে বিজেপি ৷

Last Updated : Jul 28, 2021, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.