ETV Bharat / city

Kolkata Corporation Election 2021 : কলকাতায় ফিরহাদ-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল - তৃণমূল কংগ্রেস

কলকাতা পৌরনিগমের ভোটে (Kolkata Corporation Election 2021) ফিরহাদ হাকিম-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস ৷

kolkata corporation election 2021 tmc announces candidate list for kolkata corporation vote
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Nov 26, 2021, 7:26 PM IST

Updated : Nov 26, 2021, 10:54 PM IST

কলকাতা, 26 নভেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটে (Kolkata Corporation Election 2021) ফিরহাদ হাকিম-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ যদিও এবার 39 জন কাউন্সিলরকে এবার আর টিকিট দিচ্ছে না তৃণমূল ৷ এদিনের সাংবাদিক বৈঠকে সেটাও জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

এক ব্যক্তি, এক পদ

2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর এক ব্যক্তি, এক পদ নীতিতে চলার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ তাই কলকাতা পৌরনিগমের ভোটে বিধায়ক-সাংসদরা টিকিট পাবেন না বলে জল্পনা হয়েছিল ৷ সেই তালিকায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নামও ছিল ৷

আরও পড়ুন : BJP Candidate list for Kolkata Municipal Election : সোমে প্রকাশ প্রার্থী তালিকা, তার আগে হেস্টিংসে দু'দিনের জরুরি বৈঠক বিজেপির

যদিও সব জল্পনার অবসান করে এদিন তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার ও দেবাশিস কুমারের মতো বিধায়কদের এবারও টিকিট দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি এবার বেশি কিছু হেভিওয়েট নেতার ছেলে বা মেয়েকে কলকাতা পৌরনিগমের ভোটে টিকিট দিয়েছে তৃণমূল ৷ যেমন, মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা দাঁড়াচ্ছেন শ্যামপুকুর 8 নং ওয়ার্ড থেকে ৷ রাসবিহারীর 86 নম্বর ওয়ার্ড থেকে লড়বেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু ৷ এছাড়াও এন্টালি 58 নম্বর ওয়ার্ডে বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপ সাহাকে টিকিট দিয়েছে তৃণমূল ৷

তাই প্রশ্ন উঠছে যে এর পর এক ব্যক্তি এক পদ নীতি বজায় রাখতে তৃণমূল কী পদক্ষেপ করবে ? কারণ, কলকাতা পৌরনিগমের নির্বাচনে ধারেভারে এগিয়ে ঘাসফুল শিবির ৷ তাই তাদের জয়ের সম্ভাবনা বেশি ৷ আর সেই সম্ভাবনা সত্যি হলে কি বিধায়করা পদ ছেড়ে কাউন্সিলর থাকবেন ! নাকি, তাঁরা কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করবেন !

কলকাতার পরবর্তী মেয়র

ফিরহাদ হাকিমকেই কি ফের মেয়র করবে তৃণমূল ? এই প্রশ্নও ঘোরাঘুরি করছিল বিভিন্নমহলে ৷ এদিনের সাংবাদিক বৈঠকে কলকাতার পরবর্তী মেয়র কে হবেন, তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় পার্থ-সুদীপদের ৷ উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানান, নির্বাচন হয়ে যাওয়ার পর মেয়র মুখ ঠিক হবে ৷ পৌর প্রতিনিধিরা ঠিক করবেন কাকে মেয়র করা হবে ৷

বাদ পড়লেন 39 জন

এদিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এবার 39 জন কাউন্সিলর টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল ৷ সেই তালিকায় শান্তনু সেন-সহ একাধিক হেভিওয়েট নাম রয়েছে ৷ আর যে 87 জন টিকিট পাবেন, তাঁদের মধ্যে 78 জন নিজের ওয়ার্ডেই টিকিট পাচ্ছেন ৷ বাকিদের ওয়ার্ড পরিবর্তন করা হচ্ছে ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021: পৌর নির্বাচনের সময়সীমা বাড়াতে পারে নির্বাচন কমিশন

সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, সব বর্গের মানুষকে টিকিট দেওয়া হয়েছে৷ দু’জন খ্রিস্টানও টিকিট পাচ্ছেন ৷ প্রার্থী তালিকায় 80 জন পুরুষ ও 64 জন মহিলা ৷

কলকাতা, 26 নভেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটে (Kolkata Corporation Election 2021) ফিরহাদ হাকিম-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ যদিও এবার 39 জন কাউন্সিলরকে এবার আর টিকিট দিচ্ছে না তৃণমূল ৷ এদিনের সাংবাদিক বৈঠকে সেটাও জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

এক ব্যক্তি, এক পদ

2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর এক ব্যক্তি, এক পদ নীতিতে চলার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ তাই কলকাতা পৌরনিগমের ভোটে বিধায়ক-সাংসদরা টিকিট পাবেন না বলে জল্পনা হয়েছিল ৷ সেই তালিকায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নামও ছিল ৷

আরও পড়ুন : BJP Candidate list for Kolkata Municipal Election : সোমে প্রকাশ প্রার্থী তালিকা, তার আগে হেস্টিংসে দু'দিনের জরুরি বৈঠক বিজেপির

যদিও সব জল্পনার অবসান করে এদিন তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার ও দেবাশিস কুমারের মতো বিধায়কদের এবারও টিকিট দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি এবার বেশি কিছু হেভিওয়েট নেতার ছেলে বা মেয়েকে কলকাতা পৌরনিগমের ভোটে টিকিট দিয়েছে তৃণমূল ৷ যেমন, মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা দাঁড়াচ্ছেন শ্যামপুকুর 8 নং ওয়ার্ড থেকে ৷ রাসবিহারীর 86 নম্বর ওয়ার্ড থেকে লড়বেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু ৷ এছাড়াও এন্টালি 58 নম্বর ওয়ার্ডে বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপ সাহাকে টিকিট দিয়েছে তৃণমূল ৷

তাই প্রশ্ন উঠছে যে এর পর এক ব্যক্তি এক পদ নীতি বজায় রাখতে তৃণমূল কী পদক্ষেপ করবে ? কারণ, কলকাতা পৌরনিগমের নির্বাচনে ধারেভারে এগিয়ে ঘাসফুল শিবির ৷ তাই তাদের জয়ের সম্ভাবনা বেশি ৷ আর সেই সম্ভাবনা সত্যি হলে কি বিধায়করা পদ ছেড়ে কাউন্সিলর থাকবেন ! নাকি, তাঁরা কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করবেন !

কলকাতার পরবর্তী মেয়র

ফিরহাদ হাকিমকেই কি ফের মেয়র করবে তৃণমূল ? এই প্রশ্নও ঘোরাঘুরি করছিল বিভিন্নমহলে ৷ এদিনের সাংবাদিক বৈঠকে কলকাতার পরবর্তী মেয়র কে হবেন, তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় পার্থ-সুদীপদের ৷ উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানান, নির্বাচন হয়ে যাওয়ার পর মেয়র মুখ ঠিক হবে ৷ পৌর প্রতিনিধিরা ঠিক করবেন কাকে মেয়র করা হবে ৷

বাদ পড়লেন 39 জন

এদিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এবার 39 জন কাউন্সিলর টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল ৷ সেই তালিকায় শান্তনু সেন-সহ একাধিক হেভিওয়েট নাম রয়েছে ৷ আর যে 87 জন টিকিট পাবেন, তাঁদের মধ্যে 78 জন নিজের ওয়ার্ডেই টিকিট পাচ্ছেন ৷ বাকিদের ওয়ার্ড পরিবর্তন করা হচ্ছে ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021: পৌর নির্বাচনের সময়সীমা বাড়াতে পারে নির্বাচন কমিশন

সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, সব বর্গের মানুষকে টিকিট দেওয়া হয়েছে৷ দু’জন খ্রিস্টানও টিকিট পাচ্ছেন ৷ প্রার্থী তালিকায় 80 জন পুরুষ ও 64 জন মহিলা ৷

Last Updated : Nov 26, 2021, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.