কলকাতা, 13 সেপ্টেম্বর : নবান্ন (Nabanna) অভিযানে যোগ দিতে যাওয়ার পথে কলকাতা পুলিশ (Kolkata Police) আটক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ৷ তার পর তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয় ৷ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের করা একটি ফেসবুক পোস্টে শুভেন্দুকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় ৷
আর সেই নিয়েই নন্দীগ্রামের (Nandigram) বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ ওই ভিডিয়োর একটি অংশ নিয়ে মঙ্গলবার টুইট করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে লেখা হয়েছে যে শুভেন্দু অধিকারী লালবাজার (Lalbazar) থেকেই পুলিশকে হুমকি দিচ্ছে ৷ তৃণমূলের প্রশ্ন, এর মানে কি ? ইডি ও সিবিআই ছাড়া কি বিজেপির নিয়ন্ত্রণে আছে কি ? বিজেপির কাছ থেকে কি সুবিচার পাওয়া যায় ?
-
SHOCKING!@BJP4Bengal leader @SuvenduWB THREATENS @WBPolice & IPS Officers who were simply doing their job.
— All India Trinamool Congress (@AITCofficial) September 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
What does this indicate? Beyond the two #PuppetsOfBJP ED & CBI, WHAT ELSE DOES @BJP4India CONTROL? Can we expect any justice in this nation under BJP's misrule? pic.twitter.com/a0n24ypoqi
">SHOCKING!@BJP4Bengal leader @SuvenduWB THREATENS @WBPolice & IPS Officers who were simply doing their job.
— All India Trinamool Congress (@AITCofficial) September 13, 2022
What does this indicate? Beyond the two #PuppetsOfBJP ED & CBI, WHAT ELSE DOES @BJP4India CONTROL? Can we expect any justice in this nation under BJP's misrule? pic.twitter.com/a0n24ypoqiSHOCKING!@BJP4Bengal leader @SuvenduWB THREATENS @WBPolice & IPS Officers who were simply doing their job.
— All India Trinamool Congress (@AITCofficial) September 13, 2022
What does this indicate? Beyond the two #PuppetsOfBJP ED & CBI, WHAT ELSE DOES @BJP4India CONTROL? Can we expect any justice in this nation under BJP's misrule? pic.twitter.com/a0n24ypoqi
প্রসঙ্গত, মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান ছিল (BJP Nabanna Abhijan) ৷ তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ একটি দিকের মিছিল সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনি সেদিকে যাওয়ার পথে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে আটকে যান ৷
সেই সময় তাঁকে আটক করার জন্য এগিয়ে আসেন মহিলা পুলিশ কর্মীরা ৷ যা দেখে প্রশ্ন তোলেন শুভেন্দু ৷ বলতে থাকেন, ‘‘ডোন্ট টাচ মি৷ ডোন্ট টাচ মাই বডি ৷’’ একাধিকবার শুভেন্দুকে ‘ডোন্ট টাচ মাই বডি’’ বলতে শোনা যায় ৷
আরও পড়ুন : শুভেন্দুর শরীরে কি কোনও সমস্যা আছে, জানতে সিবিআই তদন্ত চাইলেন কুণাল