ETV Bharat / city

শহরে সবুজ বাড়াতে বৃক্ষরোপণের সঙ্গে হল গাছ পুনঃস্থাপন

ঘূর্ণিঝড় আমফানের দাপটে শহর কলকাতাজুড়ে উপরে পড়েছে একাধিক গাছ ৷ তাই শহরে দূষণের মাত্রা কমাতে ও পরিবেশে ভারসম্য রক্ষা করতে প্রয়োজন বেশি সংখ্যক করে গাছের ৷ তাই কলকাতা পৌরনিগমের উদ্যোগে শহর জুড়ে বৃক্ষ রোপণ প্রক্রিয়া শুরু করা হল শনিবার থেকে ৷ একই সঙ্গে পুরানো উপরে পড়া গাছগুলিকে পুনঃস্থাপনও করার প্রক্রিয়াও শুরু হল ৷

image
শহরের সবুজ বাড়াতে বৃক্ষরোপন
author img

By

Published : Jun 14, 2020, 8:23 AM IST

কলকাতা, 14 জুন : কলকাতাকে ফের সবুজ করতে তুলতে নতুন করে গাছ বসানোর কাজ শুরু হল ৷ একইসঙ্গে ঝড়ে পরে যাওয়া পুরনো গাছগুলোকে পুনঃস্থাপন করার কাজ শুরু করল কলকাতা পৌরনিগম । ঘূর্ণিঝড়ের আমফানে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে শহরে । ঘূর্ণিঝড়ের দাপটে শহরে দেড় হাজারের বেশি গাছ উপড়ে পড়েছে । কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছিলেন পরিবেশ দিবস পালনের পর থেকে কলকাতায় বিভিন্ন এলাকায় নতুন করে বৃক্ষরোপণ করা হবে । শনিবার থেকে সেই বৃক্ষ রোপণের কাজ শুরু হলো । দক্ষিণ কলকাতা 70 নম্বর ওয়ার্ডে যেমন নতুন গাছ লাগানো হল, একইসঙ্গে কোন পুরানো গাছগুলোকে পুনঃস্থাপন করা হল । 35 নম্বর ওয়ার্ডেও বসানো হয় বহু গাছ ।

জাস্টিস চন্দ্র মাধব রোড এবং রামমোহন দপ্তরের সংযোগস্থলে একটি বিশাল বটগাছ ছিল বহু বছর ধরে । ঘূর্ণিঝড় আমফানের দাপটে এই গাছ উপরে পড়ে যায় । শনিবার সকালে গাছ কেটে ছোট করে দেওয়া হয় । সেই জায়গায় আবার পুনরায় সেই বট গাছটিকে পুনঃস্থাপন করা হবে । শুধুমাত্র এই জায়গায় নয় 70 নম্বর ওয়ার্ডের চারপাশে যত বড় পুরনো গাছগুলি পড়ে গেছে সেগুলি সবকটি পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস । তিনি জানিয়েছেন, এই বট গাছের সঙ্গে জড়িয়ে আছে এলাকার মানুষ । বট গাছের নিচে বসে বহু মানুষ প্রত্যেকদিন সময় কাটান । তাই তিনি চেষ্টা করছেন কীভাবে সে বটগাছটিকে পুনরায় আবার পুনঃস্থাপন করা যায় । শুধু পুনঃস্থাপন নয় নিজের এলাকায় আরও বেশি সবুজায়ন করতে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এদিন বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন তিনি ।

উত্তর-পূর্ব কলকাতার 35 নম্বর ওয়ার্ডে এদিন বৃক্ষরোপণের আয়োজন করেন এলাকার বিধায়ক পরেশ পাল । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের এলাকায় বৃক্ষরোপণ করেন । প্রায় এক হাজার গাছ বসানো হয় এলাকা জুড়ে । নিম, ছাতিম, পলাশ, বকুল, জামরুল, সেগুন, শিমুল, অর্জুন সহ একাধিক প্রজাতির বৃক্ষ রোপন করা হয় ।

প্রয়োজনের তুলনায় শহরে এমনিতেই গাছের সংখ্যা কম ছিল । তারপর ঘুর্ণিঝড়ের দাপটে বহুসংখ্যক গাছ পড়ে যাওয়াতে শহরে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে । নতুন গাছ বসিয়ে দূষণ রোধ করতে অনেক বেশি সময় লাগবে । যদি পুরনো গাছগুলিকে পুনঃস্থাপন করা যায় তাহলে তুলনামূলক কম সময়ে অনেক বেশি অক্সিজেন উৎপাদন হবে । তাই বৃক্ষরোপনের সঙ্গে পুরনো বড় গাছগুলিকে পুনঃস্থাপন করতে হবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ৷

কলকাতা, 14 জুন : কলকাতাকে ফের সবুজ করতে তুলতে নতুন করে গাছ বসানোর কাজ শুরু হল ৷ একইসঙ্গে ঝড়ে পরে যাওয়া পুরনো গাছগুলোকে পুনঃস্থাপন করার কাজ শুরু করল কলকাতা পৌরনিগম । ঘূর্ণিঝড়ের আমফানে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে শহরে । ঘূর্ণিঝড়ের দাপটে শহরে দেড় হাজারের বেশি গাছ উপড়ে পড়েছে । কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছিলেন পরিবেশ দিবস পালনের পর থেকে কলকাতায় বিভিন্ন এলাকায় নতুন করে বৃক্ষরোপণ করা হবে । শনিবার থেকে সেই বৃক্ষ রোপণের কাজ শুরু হলো । দক্ষিণ কলকাতা 70 নম্বর ওয়ার্ডে যেমন নতুন গাছ লাগানো হল, একইসঙ্গে কোন পুরানো গাছগুলোকে পুনঃস্থাপন করা হল । 35 নম্বর ওয়ার্ডেও বসানো হয় বহু গাছ ।

জাস্টিস চন্দ্র মাধব রোড এবং রামমোহন দপ্তরের সংযোগস্থলে একটি বিশাল বটগাছ ছিল বহু বছর ধরে । ঘূর্ণিঝড় আমফানের দাপটে এই গাছ উপরে পড়ে যায় । শনিবার সকালে গাছ কেটে ছোট করে দেওয়া হয় । সেই জায়গায় আবার পুনরায় সেই বট গাছটিকে পুনঃস্থাপন করা হবে । শুধুমাত্র এই জায়গায় নয় 70 নম্বর ওয়ার্ডের চারপাশে যত বড় পুরনো গাছগুলি পড়ে গেছে সেগুলি সবকটি পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস । তিনি জানিয়েছেন, এই বট গাছের সঙ্গে জড়িয়ে আছে এলাকার মানুষ । বট গাছের নিচে বসে বহু মানুষ প্রত্যেকদিন সময় কাটান । তাই তিনি চেষ্টা করছেন কীভাবে সে বটগাছটিকে পুনরায় আবার পুনঃস্থাপন করা যায় । শুধু পুনঃস্থাপন নয় নিজের এলাকায় আরও বেশি সবুজায়ন করতে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এদিন বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন তিনি ।

উত্তর-পূর্ব কলকাতার 35 নম্বর ওয়ার্ডে এদিন বৃক্ষরোপণের আয়োজন করেন এলাকার বিধায়ক পরেশ পাল । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের এলাকায় বৃক্ষরোপণ করেন । প্রায় এক হাজার গাছ বসানো হয় এলাকা জুড়ে । নিম, ছাতিম, পলাশ, বকুল, জামরুল, সেগুন, শিমুল, অর্জুন সহ একাধিক প্রজাতির বৃক্ষ রোপন করা হয় ।

প্রয়োজনের তুলনায় শহরে এমনিতেই গাছের সংখ্যা কম ছিল । তারপর ঘুর্ণিঝড়ের দাপটে বহুসংখ্যক গাছ পড়ে যাওয়াতে শহরে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে । নতুন গাছ বসিয়ে দূষণ রোধ করতে অনেক বেশি সময় লাগবে । যদি পুরনো গাছগুলিকে পুনঃস্থাপন করা যায় তাহলে তুলনামূলক কম সময়ে অনেক বেশি অক্সিজেন উৎপাদন হবে । তাই বৃক্ষরোপনের সঙ্গে পুরনো বড় গাছগুলিকে পুনঃস্থাপন করতে হবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.