কলকাতা, 9 অগস্ট : ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) দেখা গেল চালকের আসনে ৷ সোমবার এভাবেই শহরে সিএনজি বাস (CNG-fuelled buses) চালু করলেন পরিবহণমন্ত্রী ৷ পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা ঠেকাতে এবং দূষণ কমাতে এই সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল রাজ্য পরিবহণ সংস্থা ৷ এদিন সেই পরিষেবা চালু করা হল ৷
পশ্চিমবঙ্গ পরিবহণ সংস্থা (West Bengal Transport Corporation- WBTC) ইতিমধ্যেই শহরে বিদ্যুৎচালিত বাস চালাচ্ছে ৷ তার সঙ্গেই এদিন থেকে যুক্ত হল সিএনজি বাসও ৷ এদিন সিএনজি চালিত দু'টি বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ৷ পরিষেবার উদ্বোধন করে বলেন, "কলকাতায় এবার চালু হল সিএনজি বাস ৷ আগামীতে শহরে বেশিরভাগই বিদ্যুৎচালিত এবং সিএনজি বাস চলবে ৷ এতে খরচ যেমন কমবে তেমনই পরিবেশ দূষণের মাত্রাও হ্রাস পাবে ৷"
গত দু'মাস ধরে ডিজেল ও পেট্রোল চালিত দু'টি বাসকে সিএনজিতে চালানোর জন্য প্রস্তত করা হচ্ছিল ৷ ফিরহাদ বলেন, "পেট্রোল ও ডিজেলে বাস চালিয়ে যে খরচ হয় সেই খরচকে কম করতেই এই পরিকল্পনা । ব্যাটারি চালিত বাস চালু করার ক্ষেত্রে অন্তরায় হল খরচ । তাই সিএনজি চালুর সিদ্ধান্ত । সিএনজিতে বাস চালালে খরচ অর্ধেক হয়ে যাবে । তাই বাসের ভাড়াও কমে যাবে ।" তিনি আরও জানান, দেড় মাস বাণিজ্যিক ভাবে বাস চালিয়ে সাফল্য পেলে বাকি বাসগুলিকেও সিএনজিতে রূপান্তরিত করা হবে । এক একটি বাসকে সিএনজিতে রূপান্তরিত করতে প্রায় 4 লক্ষ টাকা খরচ হয়েছে । তবে একাধিক বাসে কিট বসানোর কাজ শুরু হলে খরচ কিছুটা কমবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ।
আপাতত দুটি বাসকে সিএনজিতে চালানো হলেও আগামী দিনে আরও বেশ কয়েকটি বাসকে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে । শুধু সরকারি বাসই নয়, বেসরকারি বাসের ক্ষেত্রেও এই একই পরিকল্পনা রয়েছে ।
ডিপোগুলিতে সিএনজি সরবরাহ করার জন্য গেইল ইন্ডিয়া লিমিটেড (GAIL India) এবং গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড (Greater Calcutta Gas Supply Corporation Ltd)-এর যৌথ উদ্যোগে বিজিসিএল (BGCL) সঙ্গে ডব্লিউবিটিসির একটি চুক্তি হয়েছে ৷ ডব্লিউবিটিসির এক কর্তা জানান, এই পদক্ষেপের ফলে জ্বালানির খরচের ক্ষেত্রে 25 থেকে 30 শতাংশ পর্যন্ত সাশ্রয় হবে ৷
আরও পড়ুন : SBSTC : ডিজেল ও সিএনজি-র মিশ্রণে বাস চালানোর ভাবনা এসবিএসটিসি-র