ETV Bharat / city

DPSC Transfer : টেট-এর ফল প্রকাশের আগেই 21 জেলায় ডিপিএসসি চেয়ারম্যান পদে রদবদল - জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

চলতি মাসেই প্রকাশিত হবে টেট-এর ফল ৷ তার আগেই রাজ্যের 21টি জেলার ডিপিএসসি চেয়ারম্যান পদে বদলির নির্দেশ জারি করা হল ৷ শিক্ষা দফতরের বক্তব্য, টেট-এর ফলপ্রকাশ যাতে স্বচ্ছভাবে হয়, তার জন্যই এই সিদ্ধান্ত ৷

transfer of DPSC chairman of 21 districts before TET result
DPSC Transfer : টেট-এর ফল প্রকাশের আগেই 21 জেলায় ডিপিএসসি চেয়ারম্যান পদে রদবদল
author img

By

Published : Sep 17, 2021, 1:02 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : টেট-এর (Teacher Eligibility Test) ফল প্রকাশের ঠিক আগেই রাজ্যের 21টি জেলার ডিপিএসসি (District Primary School Council) চেয়ারম্যান পদে রদবদল করা হল ৷ শুক্রবার এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর ৷ উল্লেখ্য, চলতি মাসেই টেট-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৷ তার ঠিক আগেই কেন এই রদবদল, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও শিক্ষা দফতরের যুক্তি, টেট-এর ফলপ্রকাশ যাতে স্বচ্ছভাবে হয়, তার জন্যই এই সিদ্ধান্ত ৷

আরও পড়ুন : Recruitment Demand: সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করে আন্দোলন টেট উত্তীর্ণদের

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর রাজ্যে বন্ধ ছিল শিক্ষক নিয়োগের পরীক্ষা ৷ 2017 সালে যে টেট হওয়ার কথা ছিল, তা হয় চলতি বছরের জানুয়ারি মাসে ৷ তারপরও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে ৷ বারবার কঠাগড়ায় তোলা হয়েছে রাজ্য সরকারকে ৷ সূত্রের খবর, মূলত এই কারণেই টেট-এর ফলপ্রকাশ নিয়ে নতুন করে বিতর্ক চাইছে না শিক্ষা দফতর ৷ আর সেই কারণেই 21টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে তড়িঘড়ি রদবদলের নির্দেশিকা জারি করা হয় ৷

আরও পড়ুন : Tet Agitation : চুঁচুড়ায় চাকরির দাবিতে ‘খেলা হবে’ আন্দোলনে 2014-র টেট উত্তীর্ণরা

তবে এই পদক্ষেপ তাৎক্ষণিক নয় বলেই দাবি রাজ্য শিক্ষা দফতরের ৷ তাদের বক্তব্য, যাঁদের নাম বদলির তালিকায় রয়েছে, তাঁদের অধিকাংশেরই কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷ সেই কারণেই তাঁদের বদলি করা হয়েছে ৷ এদিকে, এদিনই টেট-এর উত্তরপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷ পরীক্ষার্থীরা যাতে সেই উত্তরপত্র দেখে নিজেদের পরীক্ষার মূল্যায়ন নিজেরাই করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা ৷ এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তা হল, চলতি মাসেই টেট-এর ফল প্রকাশ করা হবে ৷ তবে তার দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি ৷ প্রসঙ্গত, সংসদের তরফে আগেই জানানো হয়েছিল, টেট-এ স্বচ্ছতা রাখতেই ফল প্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ করা হবে ৷ সেই মোতাবেকই এদিন সংসদের ওয়েবসাইটে উত্তরপত্র আপলোড করা হয় ৷

কলকাতা, 17 সেপ্টেম্বর : টেট-এর (Teacher Eligibility Test) ফল প্রকাশের ঠিক আগেই রাজ্যের 21টি জেলার ডিপিএসসি (District Primary School Council) চেয়ারম্যান পদে রদবদল করা হল ৷ শুক্রবার এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর ৷ উল্লেখ্য, চলতি মাসেই টেট-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৷ তার ঠিক আগেই কেন এই রদবদল, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও শিক্ষা দফতরের যুক্তি, টেট-এর ফলপ্রকাশ যাতে স্বচ্ছভাবে হয়, তার জন্যই এই সিদ্ধান্ত ৷

আরও পড়ুন : Recruitment Demand: সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করে আন্দোলন টেট উত্তীর্ণদের

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর রাজ্যে বন্ধ ছিল শিক্ষক নিয়োগের পরীক্ষা ৷ 2017 সালে যে টেট হওয়ার কথা ছিল, তা হয় চলতি বছরের জানুয়ারি মাসে ৷ তারপরও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে ৷ বারবার কঠাগড়ায় তোলা হয়েছে রাজ্য সরকারকে ৷ সূত্রের খবর, মূলত এই কারণেই টেট-এর ফলপ্রকাশ নিয়ে নতুন করে বিতর্ক চাইছে না শিক্ষা দফতর ৷ আর সেই কারণেই 21টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে তড়িঘড়ি রদবদলের নির্দেশিকা জারি করা হয় ৷

আরও পড়ুন : Tet Agitation : চুঁচুড়ায় চাকরির দাবিতে ‘খেলা হবে’ আন্দোলনে 2014-র টেট উত্তীর্ণরা

তবে এই পদক্ষেপ তাৎক্ষণিক নয় বলেই দাবি রাজ্য শিক্ষা দফতরের ৷ তাদের বক্তব্য, যাঁদের নাম বদলির তালিকায় রয়েছে, তাঁদের অধিকাংশেরই কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷ সেই কারণেই তাঁদের বদলি করা হয়েছে ৷ এদিকে, এদিনই টেট-এর উত্তরপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷ পরীক্ষার্থীরা যাতে সেই উত্তরপত্র দেখে নিজেদের পরীক্ষার মূল্যায়ন নিজেরাই করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা ৷ এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তা হল, চলতি মাসেই টেট-এর ফল প্রকাশ করা হবে ৷ তবে তার দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি ৷ প্রসঙ্গত, সংসদের তরফে আগেই জানানো হয়েছিল, টেট-এ স্বচ্ছতা রাখতেই ফল প্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ করা হবে ৷ সেই মোতাবেকই এদিন সংসদের ওয়েবসাইটে উত্তরপত্র আপলোড করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.