ETV Bharat / city

Bhabanipur : নবমীর রাতে সার্জেন্ট নিগ্রহের অভিযোগে ধৃত মদ্যপ বাইক আরোহী

ধৃতের নাম ভিকি দাস ওরফে সুব্রত দাস । পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷ সে মানিকতলা থানা এলাকার বাসিন্দা ।

traffic surgent attacked by a drunk bike rider in bhabanipur ps area
Bhabanipur : নবমীর রাতে সার্জেন্টকে নিগ্রহের অভিযোগে ধৃত মদ্যপ বাইক আরোহী
author img

By

Published : Oct 15, 2021, 4:01 PM IST

Updated : Oct 15, 2021, 4:24 PM IST

কলকাতা, 15 অক্টোবর : নবমীর রাতে কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্টকে কাজে বাধা দেওয়া এবং ধাক্কাধাক্কি করার অভিযোগ উঠল ৷ ঘটনায় অভিযুক্ত এক বাইক আরোহী ৷ তার নাম ভিকি দাস ওরফে সুব্রত দাস । পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন : Road Accident : মিরিকে 500 ফুট গভীর খাদে গাড়ি, মৃত 2

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 1 টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে । তখন ঘটনাস্থলে দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট অতনু নন্দী ৷ তিনি ওয়াকিটকিতে খবর পান হাজরার দিকে একটি বাইক আসছে । মাথায় হেলমেট নেই । দ্রুতগতিতে যাচ্ছে সেই বাইক ।

এরপর হাজরা মোড়ে ওই বাইকটিকে থামিয়ে দেন ওই সার্জেন্ট । জানা গিয়েছে, সে এতটাই মদ্যপান করেছিল যে স্বাভাবিক ভাবে দাঁড়াতে পারছিল না । অভিযোগ, বাইকের কাগজপত্র দেখতে চাইলে ওই সার্জেন্টকে ভিকি গালিগালাজ করে ৷ সার্জেন্টকে ধাক্কাও মারে ৷

আরও পড়ুন : Corona in Bengal : নমুনা পরীক্ষা কমায় দৈনিক সংক্রমণ নামল পাঁচশোর ঘরে, কলকাতায় আক্রান্ত 102

এরপরেই ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশ ৷ তার পর তাকে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্ত ভিকি দাস মানিকতলা থানা এলাকার বাসিন্দা ।

কলকাতা, 15 অক্টোবর : নবমীর রাতে কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্টকে কাজে বাধা দেওয়া এবং ধাক্কাধাক্কি করার অভিযোগ উঠল ৷ ঘটনায় অভিযুক্ত এক বাইক আরোহী ৷ তার নাম ভিকি দাস ওরফে সুব্রত দাস । পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন : Road Accident : মিরিকে 500 ফুট গভীর খাদে গাড়ি, মৃত 2

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 1 টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে । তখন ঘটনাস্থলে দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট অতনু নন্দী ৷ তিনি ওয়াকিটকিতে খবর পান হাজরার দিকে একটি বাইক আসছে । মাথায় হেলমেট নেই । দ্রুতগতিতে যাচ্ছে সেই বাইক ।

এরপর হাজরা মোড়ে ওই বাইকটিকে থামিয়ে দেন ওই সার্জেন্ট । জানা গিয়েছে, সে এতটাই মদ্যপান করেছিল যে স্বাভাবিক ভাবে দাঁড়াতে পারছিল না । অভিযোগ, বাইকের কাগজপত্র দেখতে চাইলে ওই সার্জেন্টকে ভিকি গালিগালাজ করে ৷ সার্জেন্টকে ধাক্কাও মারে ৷

আরও পড়ুন : Corona in Bengal : নমুনা পরীক্ষা কমায় দৈনিক সংক্রমণ নামল পাঁচশোর ঘরে, কলকাতায় আক্রান্ত 102

এরপরেই ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশ ৷ তার পর তাকে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্ত ভিকি দাস মানিকতলা থানা এলাকার বাসিন্দা ।

Last Updated : Oct 15, 2021, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.