ETV Bharat / city

গরমে রাস্তায় অচৈতন্য ব্যক্তি, উদ্ধার করে হাসপাতাল পাঠাল ট্র্যাফিক পুলিশ - unconcious

রাস্তা পার হতে গিয়ে নুইয়ে পড়েন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি । তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ট্রাফিক পুলিশ ।

ফাইল ফোটো
author img

By

Published : May 17, 2019, 9:06 AM IST

Updated : May 17, 2019, 12:40 PM IST

কলকাতা, 17 মে : কলকাতার তাপমাত্রা এখন 37 ছুঁইছুঁই । চাঁদিফাটা গরমে বাড়ি থেকে বেরোনোই দায় । তবু, কাজের তাগিদে বেরোতেই হয় । রাস্তাঘাটে বিপদ যেন ওত পেতে বসে আছে । কলকাতা পুলিশও ভরসা দিয়ে বলেছে, "পাশে আছি আমরা ।" সত্যিই, তারাই তো ভরসা । বিপদে-আপদে সবার আগে ছুটে আসেন পুলিশকর্মীরাই । এই উদাহরণ নতুন কিছু নয় । ফের একবার পুলিশকর্মীদের মানবিক মুখ দেখল কলকাতা ।

গতকাল দুপুর । আকাশবাণীর ক্রসিংয়ে রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি । রাস্তার মাঝখানে পৌঁছে তিনি নুইয়ে পড়তে থাকেন । কোনওরকমে বাকি কয়েক পা এগোলেও শেষরক্ষা হয়নি । রাস্তার ডিভাইডারের দেওয়াল ধরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লুটিয়ে পড়েন মাটিতে । সেভাবে বিষয়টি নজরে পড়েনি কারোরই । গাড়ি ছুটছিল আপন গতিতে । বেশ কিছুক্ষণ এভাবে পড়ে থাকতে দেখে একজন ব্যক্তি আসেন । ভিড় জড়ো হতে থাকলে আসেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশও । প্রাথমিকভাবে জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা হলেও তাতে কাজ হয়নি । পুলিশকর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে ওই ব্যক্তিকে SSKM-এ নিয়ে যান । তবে, তিনি অসুস্থ থাকায় তাঁর নাম, পরিচয় জানা যায়নি ।

এবিষয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ও ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "হাসপাতালে ভরতি করা হয়েছে । এই রোগী এখনও অচৈতন্য রয়েছে । ডায়াবেটিস রয়েছে ।" তবে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা ।

দেখুন ভিডিয়ো

পুলিশের কথায়, সারাদিনে গোটা চারেক এই ধরনের রোগীকে তাঁদের উদ্ধার করতে হয় । বেশিরভাগ ক্ষেত্রেই নাম, ঠিকানা রোগীরা বলতে পারেন । কিন্তু গতকালের ঘটনা আলাদা । এই ব্যক্তি কিছুই বলতে পারেননি । রাত পর্যন্ত তাঁর কাছ থেকে পরিচয় জানা যায়নি । ফলে উদ্বেগে রয়েছেন পুলিশকর্মীরাও ।

তবে, পুলিশের কাজে খুশি সাধারণ মানুষও । অনেকেই বলছেন, "পুলিশের বিরুদ্ধে তো রোজ কত অভিযোগই হয় । কিন্তু, মানবিক দিকগুলো তুলে ধরা হয় না । চাঁদিফাটা গরমে যারা মানুষের স্বার্থে কাজ করে যান তাঁদের জন্য কি একটু আন্তরিকতা যথেষ্ট নয় ?"

কলকাতা, 17 মে : কলকাতার তাপমাত্রা এখন 37 ছুঁইছুঁই । চাঁদিফাটা গরমে বাড়ি থেকে বেরোনোই দায় । তবু, কাজের তাগিদে বেরোতেই হয় । রাস্তাঘাটে বিপদ যেন ওত পেতে বসে আছে । কলকাতা পুলিশও ভরসা দিয়ে বলেছে, "পাশে আছি আমরা ।" সত্যিই, তারাই তো ভরসা । বিপদে-আপদে সবার আগে ছুটে আসেন পুলিশকর্মীরাই । এই উদাহরণ নতুন কিছু নয় । ফের একবার পুলিশকর্মীদের মানবিক মুখ দেখল কলকাতা ।

গতকাল দুপুর । আকাশবাণীর ক্রসিংয়ে রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি । রাস্তার মাঝখানে পৌঁছে তিনি নুইয়ে পড়তে থাকেন । কোনওরকমে বাকি কয়েক পা এগোলেও শেষরক্ষা হয়নি । রাস্তার ডিভাইডারের দেওয়াল ধরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লুটিয়ে পড়েন মাটিতে । সেভাবে বিষয়টি নজরে পড়েনি কারোরই । গাড়ি ছুটছিল আপন গতিতে । বেশ কিছুক্ষণ এভাবে পড়ে থাকতে দেখে একজন ব্যক্তি আসেন । ভিড় জড়ো হতে থাকলে আসেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশও । প্রাথমিকভাবে জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা হলেও তাতে কাজ হয়নি । পুলিশকর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে ওই ব্যক্তিকে SSKM-এ নিয়ে যান । তবে, তিনি অসুস্থ থাকায় তাঁর নাম, পরিচয় জানা যায়নি ।

এবিষয়ে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ও ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "হাসপাতালে ভরতি করা হয়েছে । এই রোগী এখনও অচৈতন্য রয়েছে । ডায়াবেটিস রয়েছে ।" তবে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা ।

দেখুন ভিডিয়ো

পুলিশের কথায়, সারাদিনে গোটা চারেক এই ধরনের রোগীকে তাঁদের উদ্ধার করতে হয় । বেশিরভাগ ক্ষেত্রেই নাম, ঠিকানা রোগীরা বলতে পারেন । কিন্তু গতকালের ঘটনা আলাদা । এই ব্যক্তি কিছুই বলতে পারেননি । রাত পর্যন্ত তাঁর কাছ থেকে পরিচয় জানা যায়নি । ফলে উদ্বেগে রয়েছেন পুলিশকর্মীরাও ।

তবে, পুলিশের কাজে খুশি সাধারণ মানুষও । অনেকেই বলছেন, "পুলিশের বিরুদ্ধে তো রোজ কত অভিযোগই হয় । কিন্তু, মানবিক দিকগুলো তুলে ধরা হয় না । চাঁদিফাটা গরমে যারা মানুষের স্বার্থে কাজ করে যান তাঁদের জন্য কি একটু আন্তরিকতা যথেষ্ট নয় ?"

Intro:চাপ সারিয়ে কেদার যাদব বিশ্বকাপে খেলতে যান। প্রাক্তন ক্রিকেটার হিসেবে প্রার্থনা সৌরভ গাঙ্গুলির। কিন্তু কেদারের বদলে রিষভের অর্ন্তভূক্তি তিনি চান না।টিম ইন্ডিয়ারএকজন প্রাক্তনী হিসেবে সাফল্য কামনার পাশাপাশি রিষভ নিয়ে নিজের অবস্থানে অটল। তাই বিশ্বকাপে রিষভের অভাব কোহলি দের অনুভূত হবে, এব্যাপারে সন্দেহ নেই তার।


Body:আইপিএলে র ঝক্কি শেষ করে সবে শহরে ফিরেছেন। বিশ্রাম নেওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই সোমবার বিকেলে প্রশাসক সৌরভ সিএবি র প্রেসিডেন্ট এর চেয়ারে। টুর্নামেন্ট কমিটির মিটিং সারলেন। প্রচণ্ড গরমে কীভাবে ক্রিকেটার দের স্বার্থ রক্ষা করে খেলা চালানো র সিদ্ধান্ত নিলেন। বয়স ভিত্তি ক ক্রিকেট এর শুরু টা সকাল আটটা থেকে করার সিদ্ধান্ত হয়েছে।আগামী মরসুমে পিচ তৈরির মাটি অনেক আগে থেকে তুলে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সৌরভ মানে বঙ্গ ক্রিকেট এর সীমানা ছাড়িয়ে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রিকেট নিয়ে কথোপকথন। তাই ঘণ্টা চারেক অপেক্ষা র পরে সংবাদ মাধ্যমে র নাছোড় উপস্থিতিতেও প্রাক্তন ভারত অধিনায়ক অকপট।
দিল্লি ক্যাপিটালসের পরামর্শ দাতা হিসেবে ডাগ আউটে। মাঠের লড়াইয়ের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনে সৌরভ নিজে তৃপ্ত। তবে দিল্লির পারফরম্যান্স খুশি করলেও পোডিয়াম ফিনিশ না পারার কাটা খচখচ করছে। নতুন মরসুমে নতুন উদ্যমে শুরুর ভাবনা থাকলেও তা নিয়ে আপাতত রাতের ঘুম ওড়াতে চান না। বরং সময় নিয়ে দলের দূর্বলতা দূর করতে চান।
আইপিএল ফাইনাল দেখেছেন। উপভোগ করেছেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস এর নেল বাইটিং ফিনিশ। সৌরভ জানিয়েছেন আইপিএলে র দুই সেরা অধিনায়ক খেতাব যুদ্ধে মুখোমুখি হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব ভালো লেগেছে। শেষ ওভারে মালিঙ্গাকে বল করানোর পক্ষে সমর্থন দাদার।
প্রতি ভাবান রিষভ পন্থ নিয়ে সৌরভের বাড়তি সমর্থন রয়েছে। বিশ্বকাপে তাকে নেওয়া উচিত ছিল বলে এখনও মনে করেন। তার জন্যে চোট পাওয়া কেদার যাদব ছিটকে যান আর রিষভ স্থলাভিষিক্ত হন, তা চান না। কেদারের সুস্থতা ও সাফল্য কামনা করেন। তবে একই সঙ্গে সৌরভের হুশিয়ারি, রিষভকে না নেওয়ায় ভারতকে বিশ্বকাপে ভুগতে হবে।
প্রসঙ্গত বলে রাখা ভালো, রিষভকে দলে না নেওয়ায় সমালোচনার ঝড় বয়েছে।চাপে পড়ে দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান কে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সদ্য শেষ হওয়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা ব্যাটের নাম রিষভ পন্থ।



Conclusion:
Last Updated : May 17, 2019, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.