ETV Bharat / city

রাজ‍্যে নতুন করে কোরোনা আক্রান্ত 38, সংখ্যা বেড়ে 423 - কলকাতা

গত 24 ঘণ্টায় আরও 38 জন আক্রান্ত হওয়ায় রাজ্যে আক্রান্তের সংখ্যা 423 এ পৌঁছাল ৷

coronavirus
কোরোনা
author img

By

Published : Apr 25, 2020, 7:11 PM IST

কলকাতা, 25 এপ্রিল : রাজ্যে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 38 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 423-এ ।
আজ নবান্ন সূত্রে জানানো হয়, রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 423 ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 38 জন ৷ তবে মৃতের সংখ্যা বাড়েনি, এখনও অবধি রাজ্যে মৃতের সংখ্যা 18 ৷ এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন 105 জন ৷ বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন 207 জন ৷

রাজ্যের তরফ থেকে 423 জন আক্রান্ত বলা হলেও স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী রাজ্যে আক্রান্ত 571 ৷ রাজ্য ও কেন্দ্র- দুই ক্ষেত্রেই মৃতের সংখ্যা 18 বলে জানানো হয়েছে ৷ বর্তমানে রাজ্য়ে উপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ তারা রাজ্যের বিভিন্ন এলাকা ও হাসপাতাল ঘুরে দেখছে, কথা বলছে আক্রান্ত ও কোয়ারান্টিনে থাকা ব্যক্তিদের সঙ্গে ৷

কেন্দ্রীয় প্রতিনিধি দলের তরফে রাজ্যের হাসপাতালগুলিতে অব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে ৷ বিরোধী পক্ষের তরফ থেকেও তথ্য গোপনের অভিযোগ উঠেছে ৷

কলকাতা, 25 এপ্রিল : রাজ্যে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 38 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 423-এ ।
আজ নবান্ন সূত্রে জানানো হয়, রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 423 ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 38 জন ৷ তবে মৃতের সংখ্যা বাড়েনি, এখনও অবধি রাজ্যে মৃতের সংখ্যা 18 ৷ এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন 105 জন ৷ বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন 207 জন ৷

রাজ্যের তরফ থেকে 423 জন আক্রান্ত বলা হলেও স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী রাজ্যে আক্রান্ত 571 ৷ রাজ্য ও কেন্দ্র- দুই ক্ষেত্রেই মৃতের সংখ্যা 18 বলে জানানো হয়েছে ৷ বর্তমানে রাজ্য়ে উপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ তারা রাজ্যের বিভিন্ন এলাকা ও হাসপাতাল ঘুরে দেখছে, কথা বলছে আক্রান্ত ও কোয়ারান্টিনে থাকা ব্যক্তিদের সঙ্গে ৷

কেন্দ্রীয় প্রতিনিধি দলের তরফে রাজ্যের হাসপাতালগুলিতে অব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে ৷ বিরোধী পক্ষের তরফ থেকেও তথ্য গোপনের অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.