ETV Bharat / city

টপ নিউজ় @ সকাল 9 টা - শীর্ষ খবর সকাল 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 9 AM
TOP NEWS @ 9 AM
author img

By

Published : Jul 30, 2020, 9:00 AM IST

1)প্রয়াত সোমেন মিত্র

গতরাত 1টা 50 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । বয়স হয়েছিল 78 বছর । আজ শেষকৃত্য সম্পন্ন হবে প্রদেশ কংগ্রেস সভাপতির ৷

2)আমাদের কর্তব্য ওঁর অসম্পূর্ণ লড়াইকে যৌথভাবে এগিয়ে নিয়ে যাওয়া : বিমান বসু

সোমেন মিত্র নেই । গভীর রাতে এই খবরটা পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনেকে । যেমন, আবদুল মান্নান বললেন, "এখনও বিশ্বাস করতে পারছি না সোমেনদা নেই ।" শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ।

3)রামনগরে BJP-র বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার

রামনগরে বাড়ির অদূরে আম গাছ থেকে উদ্ধার হল BJP বুথ সভাপতির দেহ । পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কাচুড়ি গ্রামের অর্জুনী (41 নম্বর) বুথ এলাকার ঘটনা ।

4)কোরোনা : রাজ্যে বাড়ছে সুস্থতার হার

রাজ্যে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 2,294 । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 65,258 । গত 24 ঘণ্টায় মোট 41 জনের মৃত্যু হয়েছে রাজ্যে । তবে ক্রমে বাড়ছে সুস্থতার হার । আজ রাজ্যে সুস্থতার হার 67.60 শতাংশ ।

5)কোরোনায় আক্রান্ত বেলেঘাটা ID-র 25 কর্মী

ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের 25 জন কর্মী কোরোনায় আক্রান্ত ৷ ওই আক্রান্তদের পরিবারের 13 জনও সংক্রমিত হয়েছেন ৷

6)আনলক 3 : নাইট কারফিউ প্রত্যাহার, বন্ধই থাকছে স্কুল-কলেজ

আনলক 3-এ বন্ধ হচ্ছে নাইট কারফিউ । 5 অগাস্ট থেকে খুলবে জিম । খুলে যাবে যোগ প্রশিক্ষণ কেন্দ্রও । তবে আগের মতোই বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার ও সিনেমাহলগুলি ।

7)ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদান : একনজরে নয়া শিক্ষানীতি

নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিল নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ৷ 34 বছর পর এই প্রথম শিক্ষানীতিতে পরিবর্তন হল বলে আজ সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷

8)34 বছর পর নয়া জাতীয় শিক্ষানীতি, কী বলছে রাজ্যের শিক্ষামহল ?

নয়া জাতীয় শিক্ষানীতিতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে মাস্টার অফ ফিলোজ়ফি অর্থাৎ M.Phil কোর্সকে । এইসব পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল রাজ্যের শিক্ষামহলে ।

9)14 অগাস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরুতে সম্মতি রাজ্যপালের

অবশেষে সম্মতি মিলল । 14 অগাস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু করতে সম্মতি দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র । বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপালের দপ্তর ৷

10)ভারতের মাটিতে রাফাল

ভারতে পৌঁছাল রাফাল । ফ্রান্স থেকে সোমবার রওনা দেওয়ার পর আম্বালা বিমানঘাঁটিতে এসে পৌঁছায় পাঁচটি রাফাল যুদ্ধবিমান ।

1)প্রয়াত সোমেন মিত্র

গতরাত 1টা 50 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । বয়স হয়েছিল 78 বছর । আজ শেষকৃত্য সম্পন্ন হবে প্রদেশ কংগ্রেস সভাপতির ৷

2)আমাদের কর্তব্য ওঁর অসম্পূর্ণ লড়াইকে যৌথভাবে এগিয়ে নিয়ে যাওয়া : বিমান বসু

সোমেন মিত্র নেই । গভীর রাতে এই খবরটা পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনেকে । যেমন, আবদুল মান্নান বললেন, "এখনও বিশ্বাস করতে পারছি না সোমেনদা নেই ।" শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ।

3)রামনগরে BJP-র বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার

রামনগরে বাড়ির অদূরে আম গাছ থেকে উদ্ধার হল BJP বুথ সভাপতির দেহ । পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কাচুড়ি গ্রামের অর্জুনী (41 নম্বর) বুথ এলাকার ঘটনা ।

4)কোরোনা : রাজ্যে বাড়ছে সুস্থতার হার

রাজ্যে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 2,294 । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 65,258 । গত 24 ঘণ্টায় মোট 41 জনের মৃত্যু হয়েছে রাজ্যে । তবে ক্রমে বাড়ছে সুস্থতার হার । আজ রাজ্যে সুস্থতার হার 67.60 শতাংশ ।

5)কোরোনায় আক্রান্ত বেলেঘাটা ID-র 25 কর্মী

ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের 25 জন কর্মী কোরোনায় আক্রান্ত ৷ ওই আক্রান্তদের পরিবারের 13 জনও সংক্রমিত হয়েছেন ৷

6)আনলক 3 : নাইট কারফিউ প্রত্যাহার, বন্ধই থাকছে স্কুল-কলেজ

আনলক 3-এ বন্ধ হচ্ছে নাইট কারফিউ । 5 অগাস্ট থেকে খুলবে জিম । খুলে যাবে যোগ প্রশিক্ষণ কেন্দ্রও । তবে আগের মতোই বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার ও সিনেমাহলগুলি ।

7)ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদান : একনজরে নয়া শিক্ষানীতি

নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিল নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ৷ 34 বছর পর এই প্রথম শিক্ষানীতিতে পরিবর্তন হল বলে আজ সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷

8)34 বছর পর নয়া জাতীয় শিক্ষানীতি, কী বলছে রাজ্যের শিক্ষামহল ?

নয়া জাতীয় শিক্ষানীতিতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে মাস্টার অফ ফিলোজ়ফি অর্থাৎ M.Phil কোর্সকে । এইসব পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল রাজ্যের শিক্ষামহলে ।

9)14 অগাস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরুতে সম্মতি রাজ্যপালের

অবশেষে সম্মতি মিলল । 14 অগাস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু করতে সম্মতি দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র । বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপালের দপ্তর ৷

10)ভারতের মাটিতে রাফাল

ভারতে পৌঁছাল রাফাল । ফ্রান্স থেকে সোমবার রওনা দেওয়ার পর আম্বালা বিমানঘাঁটিতে এসে পৌঁছায় পাঁচটি রাফাল যুদ্ধবিমান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.