ETV Bharat / city

তৈরি হচ্ছিল হামলার ব্লু প্রিন্ট, কলকাতাতেই লুকিয়ে 'বড়' IS নেতা ! - STF

কলকাতায় লুকিয়ে রয়েছে বড় জঙ্গি নেতা । কষছে নাশকতার ছক । দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই এই প্রস্তুতি । ধৃত জামাত জঙ্গিদের জেরা করে এমন বিস্ফোরক তথ্য পেয়েছে স্পেশাল টাস্ক ফোর্স (STF) । খোঁজ চলছে সেই বড় জঙ্গি নেতার ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 25, 2019, 5:43 PM IST

Updated : Jun 25, 2019, 11:47 PM IST

কলকাতা, ২৫ জুন : কলকাতায় লুকিয়ে রয়েছে বড় জঙ্গি নেতা । কষছে নাশকতার ছক । দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই এই প্রস্তুতি । ধৃত জামাত জঙ্গিদের জেরা করে এমন বিস্ফোরক তথ্য পেয়েছে স্পেশাল টাস্ক ফোর্স (STF) । খোঁজ চলছে সেই বড় জঙ্গি নেতার । তদন্তকারীরা জানার চেষ্টা করছেন কে সে ?

গতকাল রাতে শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে চার জামাত জঙ্গিকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের STF । ধৃতদের নাম মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন ও রবিউল ইসলাম । গতরাতে প্রথমে মহম্মদ জিয়াউর রহমান ও মামুনুর রশিদকে শিয়ালদা স্টেশনের পার্কিং লট থেকে গ্রেপ্তার করে পুলিশ । তারা দু'জনই বাংলাদেশের নাগরিক । জিয়াউরের বাড়ি বাংলাদেশের চাঁপাই-নবাবগঞ্জ জেলার নিজ়ামপুরে । আর মামুনুর রংপুর জেলার মমিনপুরের বাসিন্দা । তাদের জেরা করেই খোঁজ মেলে রবিউল ও আলামিনের । রবিউল বীরভূমের নয়াগ্রামের বাসিন্দা এবং আলামিন বাংলাদেশের নাগরিক । জিয়াউর ও মামুনুরকে জেরা করেই জানা যায় ওই দু'জনও এই মুহূর্তে আছে কলকাতায় । তারপরই আজ ভোরে হাওড়া স্টেশন চত্বর থেকে রবিউল ও আলামিনকে পাকড়াও করে পুলিশ । ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন এবং জেহাদ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা । উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলিতে প্রচুর ছবি ও ভিডিয়ো পাওয়া গেছে বলে খবর । সঙ্গে পাওয়া গেছে জেহাদি মতাদর্শের বহু বইয়ের PDF এবং লিফলেটের ডিজ়িটাল ফরম্যাট ।

এই সংক্রান্ত আরও খবর : কলকাতায় গ্রেপ্তার IS অনুপ্রাণিত 4 নব্য JMB জঙ্গি

ধৃতদের জেরা করে জানা গেছে, জঙ্গিরা বড়মাপের নাশকতার ছক করেছিল । সূত্রের খবর, সেই ছক কষা হচ্ছিল কলকাতাতেই । নাশকতার ব্লু প্রিন্ট নিয়ে কাজ করতেই কলকাতায় আসে জিয়াউর, মামুনুর, আলামিন এবং রবিউল । সূত্র মারফত খবর পেয়েই STF গ্রেপ্তার করে তাদের । এদেশে জাল আধার কার্ড তৈরি করে সিম কার্ড নিয়েছিল তারা । পুলিশ মনে করছে, চলছিল গভীর ষড়যন্ত্র । কী সেই ষড়যন্ত্র ? জেরা করার পরেই পুরো বিষয়টা স্পষ্ট হবে । তবে সবার আগে পুলিশ জানার চেষ্টা করছে কে সেই "বড় নেতা"?

কলকাতা, ২৫ জুন : কলকাতায় লুকিয়ে রয়েছে বড় জঙ্গি নেতা । কষছে নাশকতার ছক । দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই এই প্রস্তুতি । ধৃত জামাত জঙ্গিদের জেরা করে এমন বিস্ফোরক তথ্য পেয়েছে স্পেশাল টাস্ক ফোর্স (STF) । খোঁজ চলছে সেই বড় জঙ্গি নেতার । তদন্তকারীরা জানার চেষ্টা করছেন কে সে ?

গতকাল রাতে শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে চার জামাত জঙ্গিকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের STF । ধৃতদের নাম মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন ও রবিউল ইসলাম । গতরাতে প্রথমে মহম্মদ জিয়াউর রহমান ও মামুনুর রশিদকে শিয়ালদা স্টেশনের পার্কিং লট থেকে গ্রেপ্তার করে পুলিশ । তারা দু'জনই বাংলাদেশের নাগরিক । জিয়াউরের বাড়ি বাংলাদেশের চাঁপাই-নবাবগঞ্জ জেলার নিজ়ামপুরে । আর মামুনুর রংপুর জেলার মমিনপুরের বাসিন্দা । তাদের জেরা করেই খোঁজ মেলে রবিউল ও আলামিনের । রবিউল বীরভূমের নয়াগ্রামের বাসিন্দা এবং আলামিন বাংলাদেশের নাগরিক । জিয়াউর ও মামুনুরকে জেরা করেই জানা যায় ওই দু'জনও এই মুহূর্তে আছে কলকাতায় । তারপরই আজ ভোরে হাওড়া স্টেশন চত্বর থেকে রবিউল ও আলামিনকে পাকড়াও করে পুলিশ । ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন এবং জেহাদ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা । উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলিতে প্রচুর ছবি ও ভিডিয়ো পাওয়া গেছে বলে খবর । সঙ্গে পাওয়া গেছে জেহাদি মতাদর্শের বহু বইয়ের PDF এবং লিফলেটের ডিজ়িটাল ফরম্যাট ।

এই সংক্রান্ত আরও খবর : কলকাতায় গ্রেপ্তার IS অনুপ্রাণিত 4 নব্য JMB জঙ্গি

ধৃতদের জেরা করে জানা গেছে, জঙ্গিরা বড়মাপের নাশকতার ছক করেছিল । সূত্রের খবর, সেই ছক কষা হচ্ছিল কলকাতাতেই । নাশকতার ব্লু প্রিন্ট নিয়ে কাজ করতেই কলকাতায় আসে জিয়াউর, মামুনুর, আলামিন এবং রবিউল । সূত্র মারফত খবর পেয়েই STF গ্রেপ্তার করে তাদের । এদেশে জাল আধার কার্ড তৈরি করে সিম কার্ড নিয়েছিল তারা । পুলিশ মনে করছে, চলছিল গভীর ষড়যন্ত্র । কী সেই ষড়যন্ত্র ? জেরা করার পরেই পুরো বিষয়টা স্পষ্ট হবে । তবে সবার আগে পুলিশ জানার চেষ্টা করছে কে সেই "বড় নেতা"?

Intro:কলকাতা, ২৫ জুন: কলকাতায় লুকিয়ে রয়েছে বড় জঙ্গি নেতা! কষছে নাশকতার ছক। দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই এই প্রস্তুতি। দ্রুত জঙ্গিদের জেলা করে এমন বিস্ফোরক সব তথ্যই পেয়েছে স্পেশাল টাস্কফোর্স। খোঁজ চলছে সেই বড় জঙ্গি নেতার। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন কে সে?Body:গতরাতে শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে চারজনকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের নাম মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন এবং রবিউল ইসলাম। প্রথমে গতরাতে মহম্মদ জিয়াউর রহমান ও মামুনুর রশিদকে শিয়ালদা স্টেশনের পার্কিং এরিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দুজনেই বাংলাদেশের নাগরিক। জিয়াউরের বাড়ি বাংলাদেশের চাঁপাই-নবাবগঞ্জ জেলার নিজামপুরে। আর মানুনুর রংপুর জেলার মমিনপুরের বাসিন্দা। তাদের জেরা করেই খোঁজ মেলে রবিউল ও আলামিনের। রবিউল বীরভূমের নয়াগ্রামের বাসিন্দা। আর আলামিন বাংলাদেশের নাগরিক। জানা যায় ওই দুজন ও এই মুহূর্তে আছে কলকাতায়। তারপরেই আজ ভোরে হাওড়া স্টেশন চত্বর থেকে রবিউল ও আলামিনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোবাইল-সহ জিহাদ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মোবাইল ঘেঁটে প্রচুর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে খবর। সঙ্গে পাওয়া গেছে জিহাদী মতাদর্শের বহু বইয়ের PDF এবং লিফলেট।Conclusion:ধৃতদের জেরা করে বিস্ফোরক সব তথ্য পেয়েছে পুলিশ। জানা গেছে জঙ্গিদের ছিল বড়সড় নাশকতার ছক। সূত্রের খবর, সেই ছক কষা হচ্ছিল কলকাতাতেই। নাশকতার ব্লু প্রিন্ট জানতেই কলকাতায় আসে জিয়াউর ওরফে মহসিন, মামুনুর, শাহিন ওরফে আলামিন এবং রবিউল। সোর্স মারফত খবর পেয়েই এসটিএস গ্রেপ্তার করে তাদের। ধৃতদের জেরা করে জানা যায়, এদেশে তারা বানিয়ে ছিল জাল আধার কার্ড। সেই আঁধার কার্ড দিয়ে নেওয়া হয়েছিল মোবাইলের সিম কার্ড। পুলিশ মনে করছে, তৈরি হচ্ছিল এক গভীর ষড়যন্ত্র। কি সেই ষড়যন্ত্র আরো জেরা করার পরেই পরিষ্কার হবে পুরো বিষয়টা। তবে সবার আগে পুলিশ জানার চেষ্টা করছে সেই “বড় নেতা" কে?
Last Updated : Jun 25, 2019, 11:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.