কলকাতা, 7 মে: আগামীকাল 25 বৈশাখ । প্রতি বছরই রাজ্যের স্কুলগুলিতে সকাল থেকেই শুরু হয়ে যায় রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠান। গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে পালন করা হয় দিনটিকে। কিন্তু, এবছর স্কুলগুলিতে সেই ছবি দেখা যাবে না। কারণ লকডাউন। তবে কী একেবারেই পালন করা হবে না 25 বৈশাখ ? এবার অনলাইনে রবীন্দ্রজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।
10 জুন পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন চলায় নিষিদ্ধ জমায়েতও । স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রশ্নই ওঠে না। তাই আগামীকাল অনলাইনে রবীন্দ্রজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। কীভাবে অনলাইনে পালন করা হবে ? স্কুল শিক্ষা দপ্তরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, আগামীকাল স্কুল শিক্ষা দপ্তরের পোর্টাল বাংলার শিক্ষা, ইউটিউব চ্যানেল, টুইটার, ফেসবুককে ব্যবহার করে পালন করা হবে রবীন্দ্রজয়ন্তী।
স্কুল শিক্ষা দপ্তরের এক পদস্থ আধিকারিক বলেন, "লকডাউনে নতুন উপায়ে দিনটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দপ্তর থেকে। অনলাইনে রবীন্দ্রজয়ন্তী পালিত হবে।" ওই আধিকারিক বলেন, কলা উৎসব, নির্মল বিদ্যালয় এবং গত বছর স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 তম বছর পূর্তি উপলক্ষে রাজ্যস্তরে যে প্রতিযোগিতা হয়েছিল, সেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যারা অধিকার করেছিল তাদের দুই থেকে তিন মিনিটের ভিডিয়ো করে পাঠাতে বলা হয়েছে । তিনি বলেন, "পড়ুয়ারা বাড়িতে বসে আছে। তারা যাতে এভাবেই রবীন্দ্রজয়ন্তী পালন করতে পারে তার জন্য আমরা তাদের থেকে ভিডিয়ো চেয়ে পাঠিয়েছি।"
ইতিমধ্যে ভিডিয়ো করে দপ্তরে পাঠিয়েছে অনেকেই । সেগুলির মধ্যে থেকে ভিডিয়ো বাছাই করেছে দপ্তরের বিশেষজ্ঞ কমিটি। বাছাই করা সেই ভিডিয়োগুলিকে আগামীকাল বাংলার শিক্ষা পোর্টাল, ইউটিউব চ্যানেল, টুইটার ও ফেসবুকে আপলোড করা হবে। শুধু প্রতিযোগিতায় স্থান পাওয়া পড়ুয়ারাই নয়, জেলা পরিদর্শকদের মাধ্যমে রাজ্যের স্কুলগুলির পড়ুয়াদের কাছেও এই ধরনের ভিডিয়ো করে দপ্তরে পাঠানোর আবেদন করা হয়েছে। তারাও যদি সংগীত, নৃত্য, আবৃত্তির ভিডিয়ো করে দপ্তরে পাঠায় তাহলে তা থেকেও বিশেষজ্ঞ কমিটি বাছাই করবে। তারপর তা সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করা হবে।
সোশাল মিডিয়ার পাশাপাশি টেলিভিশনকেও ব্যবহার করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালনে। প্রথমত, টেলিভিশনে যে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে, সেই চ্যানেলগুলিতেও আগামীকাল সম্প্রচার করা হবে পড়ুয়াদের নির্বাচিত ভিডিয়োগুলি। এছাড়া ফাইভ থেকে এইট অবধি যে ক্লাস নেওয়া হচ্ছে, সেখানে আগামীকাল ক্লাসের পরিবর্তে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের পরে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে।