কলকাতা, 3 মে: আজ তৃতীয় পর্যায়ের লকডাউনে রাজ্যের নয়া নির্দেশিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। সোমবার নবান্নে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে লকডাউনে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ আজ যা ঘোষণা করা হবে রাজ্যের তরফে। এদিকে গত শুক্রবার নিজেদের "গাইডলাইন" প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের গাইডলাইনকে বাংলার মুখ্যমন্ত্রী কতটা গুরুত্ব দেন তাও জানা যাবে আজ।
আগামী সোমবার থেকে আরও দুই সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তৃতীয় পর্বের লকডাউনে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে শুক্রবার তা নিয়ে একটি গাইডলাইনও প্রকাশ করে কেন্দ্র। যদিও কেন্দ্রের গাইডলাইন সম্পূর্ণত মেনে রাজ্যে দোকান বাজার খুলুক, এমনটা চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেলে নবান্নে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাইছেন তিনি।
এরপরই রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন গ্রিন, অরেঞ্জ ও রেড জোনে কোন কোন বিষয় ছাড় থাকছে, কী নিয়মে দোকানপাট খোলা হবে ইত্যাদি। যেহেতু কেন্দ্রীয় সরকার গাইডলাইন প্রকাশ করলেও তা কার্যকর করা বা না করা গোটাটাই রাজ্য সরকারের আওতায় পড়ে। সেই মতো রাজ্যের চূড়ান্ত গাইডলাইন তৈরি করবে নবান্নই।
রাজ্যের লকডাউনের নয়া নির্দেশিকা গতকাল শনিবারই বিজ্ঞপ্তি দিয়ে জারি করার কথা ছিল। কিন্তু, রাজ্য প্রশাসন তা পিছিয়ে আজ সোমবার ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।