ETV Bharat / city

প্লেসমেন্টের দাবিতে টালিগঞ্জের ম্যানেজমেন্ট কলেজে পড়ুুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

প্লেসমেন্টের দাবিতে টালিগঞ্জের ক্যালকাটা ইন্সস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ পুলিশের ৷

কলেজের সামনে বিক্ষোভ পড়ুয়াদের
author img

By

Published : Aug 31, 2019, 9:13 AM IST

কলকাতা, 31 অগাস্ট: প্লেসমেন্টের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ ৷ টালিগঞ্জের ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়াদের বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ৷

টালিগঞ্জের ক্যালকাটা ইন্সস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে দীর্ঘদিন ধরে প্লেসমেন্ট বন্ধ ৷ পড়়ুয়াদের দাবি, কয়েক বছর ধরে কলেজে ক্যাম্পাসিং বন্ধ রয়েছে ৷ মাঝেমধ্যে দু-একটা ক্যাম্পাসিং হলেও কোনও প্লেসমেন্ট হয়নি ৷ তাই গতকাল বিকেল থেকেই প্লেসমেন্টের দাবিতে প্রায় 1200 পড়ুয়া বিক্ষোভ দেখান ৷ কলেজের সেক্রেটারি ইন্দ্রাণী শূরকে ঘিরে বিক্ষোভ দেখায় ৷ সন্ধের দিকে পড়ুয়াদের বিক্ষোভ বাড়লে কলেজ কর্তৃপক্ষ রিজেন্ট পার্ক থানায় খবর দেয় ৷ কলেজ ক্যাম্পাসে পুলিশ দেখে পড়ুয়ারা বিক্ষোভের সুর চড়ায় ৷ পুলিশ কলেজ থেকে সেক্রেটারিকে বের করে নিয়ে যায় ৷ পড়ুয়াদের অভিযোগ, বিক্ষোভ তুলতে পুলিশ উপর লাঠিচার্জ করে ৷

কলেজে নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায়, সেজন্য কলেজের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ ৷ পড়ুয়ারা জানিয়েছেন, প্লেসমেন্টের দাবিতে ও পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সোমবার থেকে লাগাতার আন্দোলন শুরু করবে ৷

কলকাতা, 31 অগাস্ট: প্লেসমেন্টের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ ৷ টালিগঞ্জের ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়াদের বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ৷

টালিগঞ্জের ক্যালকাটা ইন্সস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে দীর্ঘদিন ধরে প্লেসমেন্ট বন্ধ ৷ পড়়ুয়াদের দাবি, কয়েক বছর ধরে কলেজে ক্যাম্পাসিং বন্ধ রয়েছে ৷ মাঝেমধ্যে দু-একটা ক্যাম্পাসিং হলেও কোনও প্লেসমেন্ট হয়নি ৷ তাই গতকাল বিকেল থেকেই প্লেসমেন্টের দাবিতে প্রায় 1200 পড়ুয়া বিক্ষোভ দেখান ৷ কলেজের সেক্রেটারি ইন্দ্রাণী শূরকে ঘিরে বিক্ষোভ দেখায় ৷ সন্ধের দিকে পড়ুয়াদের বিক্ষোভ বাড়লে কলেজ কর্তৃপক্ষ রিজেন্ট পার্ক থানায় খবর দেয় ৷ কলেজ ক্যাম্পাসে পুলিশ দেখে পড়ুয়ারা বিক্ষোভের সুর চড়ায় ৷ পুলিশ কলেজ থেকে সেক্রেটারিকে বের করে নিয়ে যায় ৷ পড়ুয়াদের অভিযোগ, বিক্ষোভ তুলতে পুলিশ উপর লাঠিচার্জ করে ৷

কলেজে নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায়, সেজন্য কলেজের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ ৷ পড়ুয়ারা জানিয়েছেন, প্লেসমেন্টের দাবিতে ও পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সোমবার থেকে লাগাতার আন্দোলন শুরু করবে ৷

Intro:প্লেসমেন্টের দাবিতে বিক্ষোভে পডু়য়ারা, মারধর পুলিশের

প্লেসমেন্টের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ল কয়েকশো পডুয়া।
শুক্রবার রাতের এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় ইন্সিটিউট চত্বরে।
বিশাল সংখ্যক পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
অভিযোগ, বেশ কিছু পডু়য়াকে বেধড়ক মারধর করে পুলিশ।
এমনকি অভিযোগ, পডুয়া তরুণীদের গায়েও হাত তোলে পুরুষ পুলিশরা।
টালিগঞ্জ কুঁদঘাটের কাছে অবস্থিত "ক্যালকাটা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান ম্যানেজমেন্ট"
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, আইটি সহ বিভিন্ন ডিপার্টমেন্ট প্রায় ১২০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে এখানে।
এদিন সকাল থেকেই এই বেসরকারি প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা প্লেসমেন্টের দাবিতে বিক্ষোভ দেখায়।
ইন্সটিটিউটের সেক্রেটারি ইন্দ্রাণী শূর কে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় তাঁরা।
সকাল গড়িয়ে সন্ধে নামতেই ক্যাম্পাস চত্বরে আসে পুলিশের বিশাল ফোর্স।
ইন্দ্রাণী দেবীকে বাইরে বার করে নিয়ে যায় পুলিশ।
ছাত্র-ছাত্রীরা স্লোগান দিতে শুরু করলে বেধড়ক মারধর করে পুলিশ।
এদিকে অবশ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পডুয়ারা।
একই সঙ্গে সোমবার মিছিলের ডাক দিয়েছে তাঁরা।Body:প্লেসমেন্টের দাবিতে বিক্ষোভে পডু়য়ারা, মারধর পুলিশের

প্লেসমেন্টের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ল কয়েকশো পডুয়া।
শুক্রবার রাতের এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় ইন্সিটিউট চত্বরে।
বিশাল সংখ্যক পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
অভিযোগ, বেশ কিছু পডু়য়াকে বেধড়ক মারধর করে পুলিশ।
এমনকি অভিযোগ, পডুয়া তরুণীদের গায়েও হাত তোলে পুরুষ পুলিশরা।
টালিগঞ্জ কুঁদঘাটের কাছে অবস্থিত "ক্যালকাটা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান ম্যানেজমেন্ট"
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, আইটি সহ বিভিন্ন ডিপার্টমেন্ট প্রায় ১২০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে এখানে।
এদিন সকাল থেকেই এই বেসরকারি প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা প্লেসমেন্টের দাবিতে বিক্ষোভ দেখায়।
ইন্সটিটিউটের সেক্রেটারি ইন্দ্রাণী শূর কে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় তাঁরা।
সকাল গড়িয়ে সন্ধে নামতেই ক্যাম্পাস চত্বরে আসে পুলিশের বিশাল ফোর্স।
ইন্দ্রাণী দেবীকে বাইরে বার করে নিয়ে যায় পুলিশ।
ছাত্র-ছাত্রীরা স্লোগান দিতে শুরু করলে বেধড়ক মারধর করে পুলিশ।
এদিকে অবশ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পডুয়ারা।
একই সঙ্গে সোমবার মিছিলের ডাক দিয়েছে তাঁরা।Conclusion:প্লেসমেন্টের দাবিতে বিক্ষোভে পডু়য়ারা, মারধর পুলিশের

প্লেসমেন্টের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ল কয়েকশো পডুয়া।
শুক্রবার রাতের এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় ইন্সিটিউট চত্বরে।
বিশাল সংখ্যক পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
অভিযোগ, বেশ কিছু পডু়য়াকে বেধড়ক মারধর করে পুলিশ।
এমনকি অভিযোগ, পডুয়া তরুণীদের গায়েও হাত তোলে পুরুষ পুলিশরা।
টালিগঞ্জ কুঁদঘাটের কাছে অবস্থিত "ক্যালকাটা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান ম্যানেজমেন্ট"
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, আইটি সহ বিভিন্ন ডিপার্টমেন্ট প্রায় ১২০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে এখানে।
এদিন সকাল থেকেই এই বেসরকারি প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা প্লেসমেন্টের দাবিতে বিক্ষোভ দেখায়।
ইন্সটিটিউটের সেক্রেটারি ইন্দ্রাণী শূর কে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় তাঁরা।
সকাল গড়িয়ে সন্ধে নামতেই ক্যাম্পাস চত্বরে আসে পুলিশের বিশাল ফোর্স।
ইন্দ্রাণী দেবীকে বাইরে বার করে নিয়ে যায় পুলিশ।
ছাত্র-ছাত্রীরা স্লোগান দিতে শুরু করলে বেধড়ক মারধর করে পুলিশ।
এদিকে অবশ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পডুয়ারা।
একই সঙ্গে সোমবার মিছিলের ডাক দিয়েছে তাঁরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.