ETV Bharat / city

শব্দবাজি রুখতে পুলিশ আবাসনে মাইক প্রচারের দাওয়াই অনুজের

পুলিশ আবাসনগুলিতে শব্দবাজির তাণ্ডবের অভিযোগ ভালোভাবে নেননি পুলিশ কমিশনার অনুজ শর্মা । তাঁর মত, পুলিশ আবাসনে শব্দবাজি ফাটলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে । এই কারণে কালীপুজোর আগেই আবাসন গুলিতে শব্দ বাজি না ফাটানোর জন্য মাইকে প্রচার চালাতে নির্দেশ দিলেন কলকাতা পুলিশ কমিশনার ৷

শব্দবাজি রুখতে পুলিশ আবাসনেও মাইক প্রচারের দাওয়াই নগরপালের
author img

By

Published : Oct 24, 2019, 1:44 AM IST

কলকাতা, 24 অক্টোবর : সামনেই কালীপুজো ৷ আলোর উৎসব দীপাবলি ৷ তবে উৎসবটা শুধুমাত্র আলোতে সীমাবদ্ধ থাকে না ৷ ফলে ফাঁপরে পড়তে হয় প্রশাসনকেই ৷ তাই শব্দবাজি দমনে এবার দৃঢ়প্রতিজ্ঞ কলকাতা পুলিশ ৷ আর কথায় বলে 'আপনি আচরি ধর্ম ৷ ' তাই সেই পন্থাই বেছে নিলেন নগরপাল ৷ এবার শব্দবাজির দৌরাত্ম্য রুখতে পুলিশ আবাসনগুলিতে মাইকিং করে প্রচার চালানোর দাওয়াই দিলেন কমিশনার অনুজ শর্মা । পুলিশ সূত্র বলছে, আজ রাজাবাগান এলাকার একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন গিয়ে পুলিশ অফিসারদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি ৷

পুলিশ প্রশাসনের তৎপরতা সত্ত্বেও প্রতিবছর কালীপুজোর সময় শব্দবাজির তাণ্ডবে নাজেহাল হন অনেকেই । এবার আগেভাগেই শব্দবাজির দৌরাত্ম্য থামাতে মাঠে নেমেছে পুলিশ- প্রশাসন । ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে কলকাতা পুলিশের । পুলিশি তল্লাশিতে কয়েকদিনে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি । চলছে ধরপাকড়ও ‌। পুলিশ একদিকে যেমন সাধারণ মানুষকে শব্দবাজি ফাটানো থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিচ্ছে ।

অন্যদিকে, তেমনই পুলিশ কমিশনারের নির্দেশে তাঁদের নিজস্ব আবাসনেও জোর প্রচার চালানোর উদ্যোগ নিচ্ছে । গতবছর পুলিশ আবাসন গুলিতে প্রচুর পরিমাণে শব্দবাজি ফেটেছে বলে অভিযোগ রয়েছে । পুলিশ আবাসনগুলিতে শব্দবাজির তাণ্ডবের অভিযোগ ভালোভাবে নেননি পুলিশ কমিশনার অনুজ শর্মা । তাঁর মত, পুলিশ আবাসনে শব্দবাজি ফাটলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে । এই কারণে কালীপুজোর আগেই আবাসনগুলিতে শব্দ বাজি না ফাটানোর জন্য মাইকে প্রচার চালাতে নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার ৷

কলকাতা, 24 অক্টোবর : সামনেই কালীপুজো ৷ আলোর উৎসব দীপাবলি ৷ তবে উৎসবটা শুধুমাত্র আলোতে সীমাবদ্ধ থাকে না ৷ ফলে ফাঁপরে পড়তে হয় প্রশাসনকেই ৷ তাই শব্দবাজি দমনে এবার দৃঢ়প্রতিজ্ঞ কলকাতা পুলিশ ৷ আর কথায় বলে 'আপনি আচরি ধর্ম ৷ ' তাই সেই পন্থাই বেছে নিলেন নগরপাল ৷ এবার শব্দবাজির দৌরাত্ম্য রুখতে পুলিশ আবাসনগুলিতে মাইকিং করে প্রচার চালানোর দাওয়াই দিলেন কমিশনার অনুজ শর্মা । পুলিশ সূত্র বলছে, আজ রাজাবাগান এলাকার একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন গিয়ে পুলিশ অফিসারদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি ৷

পুলিশ প্রশাসনের তৎপরতা সত্ত্বেও প্রতিবছর কালীপুজোর সময় শব্দবাজির তাণ্ডবে নাজেহাল হন অনেকেই । এবার আগেভাগেই শব্দবাজির দৌরাত্ম্য থামাতে মাঠে নেমেছে পুলিশ- প্রশাসন । ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে কলকাতা পুলিশের । পুলিশি তল্লাশিতে কয়েকদিনে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি । চলছে ধরপাকড়ও ‌। পুলিশ একদিকে যেমন সাধারণ মানুষকে শব্দবাজি ফাটানো থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিচ্ছে ।

অন্যদিকে, তেমনই পুলিশ কমিশনারের নির্দেশে তাঁদের নিজস্ব আবাসনেও জোর প্রচার চালানোর উদ্যোগ নিচ্ছে । গতবছর পুলিশ আবাসন গুলিতে প্রচুর পরিমাণে শব্দবাজি ফেটেছে বলে অভিযোগ রয়েছে । পুলিশ আবাসনগুলিতে শব্দবাজির তাণ্ডবের অভিযোগ ভালোভাবে নেননি পুলিশ কমিশনার অনুজ শর্মা । তাঁর মত, পুলিশ আবাসনে শব্দবাজি ফাটলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে । এই কারণে কালীপুজোর আগেই আবাসনগুলিতে শব্দ বাজি না ফাটানোর জন্য মাইকে প্রচার চালাতে নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার ৷

Intro:শব্দবাজি রুখতে তৎপর প্রশাসন : মাইক প্রচারের দাওয়াই

কলকাতা, ২৩ নভেম্বর: এবারে শব্দবাজির দৌরাত্ম্য রুখতে পুলিশ আবাসনগুলিতে মাইকিং করে প্রচার চালানোর দাওয়াই দিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। জানা গেছে, আজ রাজাবাগান এলাকার একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধন গিয়ে পুলিশ অফিসারদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি।
Body:

পুলিশ প্রশাসনের তৎপরতা সত্ত্বেও প্রতিবছর কালী পুজোর সময় মুড়ি-মুড়কির মতো ফাটে শব্দবাজি। এবারে আগেভাগেই শব্দবাজির দৌরাত্ম্য রুখতে মাঠে নেমেছে পুলিশ- প্রশাসন। ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে কলকাতা পুলিশের। পুলিশি তল্লাশিতে কয়েকদিনে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি। এমনকি চলছে ধরপাকড়ও ‌। পুলিশ একদিকে যেমন সাধারণ মানুষকে শব্দবাজি ফাটানো থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিচ্ছে। অন্যদিকে, তেমনই পুলিশ কমিশনারের নির্দেশে তাঁদের আবাসনেও জোর প্রচার চালানোর উদ্যোগ নিচ্ছে। গতবছর পুলিশ আবাসন গুলিতে প্রচুর পরিমাণে শব্দবাজি ফেটেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ আবাসন গুলিতে শব্দবাজি ফাটাকে ভালোভাবে নেননি পুলিশ কমিশনার অনুজ শর্মা। তাঁর মতে, পুলিশ আবাসনে শব্দবাজি ফাটলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। এই কারণে কালীপুজোর আগেই আবাসন গুলিতে শব্দ বাজি না ফাটানোর জন্য মাইকে প্রচার চালাতে নির্দেশ দিলেন কলকাতা পুলিশ কমিশনার।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.