ETV Bharat / city

অ্যামেরিকায় বসেই সহজে কেনা যাবে তাঁতের শাড়ি, সৌজন্যে creativebengal.com - to highlight the bengal weaving and handicrafts in the world market

creativebengal.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বালুচরি, কাঁথাস্টিচ, মসলিন শাড়ি সহ নানা হস্তশিল্পের সামগ্রী এখন থেকে সহজেই অনলাইনে পাওয়া যাবে ৷ এজন্য রাজ্য সরকার আজ এক ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করল ।

ওয়েবসাইট উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথ
author img

By

Published : Sep 12, 2019, 6:04 PM IST

Updated : Sep 12, 2019, 6:18 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : বিশ্ব বাজারে বাংলার হস্তশিল্প এবং তাঁতকে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিল ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তর ৷ creativebengal.com ওয়েবসাইটের মাধ্যমে বাংলার তাঁত এবং উন্নতমানের হস্তশিল্প খুব অল্প দামেই কিনতে পারবেন ভারতের অন্য রাজ্যগুলির পাশাপাশি ইংল্যান্ড, অ্যামেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ৷ বাংলার তাঁত ও হস্ত শিল্পীদের কাজ বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ৷

আজ এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করে স্বপন দেবনাথ বলেন, "এই ওয়েবসাইটের মাধ্যমে গ্রাম বাংলার শিল্পীদের কাজ বিশ্বের দরবারে পৌঁছে যাবে৷ ন্যূনতম খরচে মানুষ সহজেই কিনতে পারবেন গ্রাম বাংলার অমূল্য সম্পদ ৷ এর মাধ্যমে তাঁতশিল্পী, হস্তশিল্পী ও মৃৎশিল্পীরা উপকৃত হবেন । পাশাপাশি তন্তুজ এবং খাদির সামগ্রীও এই ওয়েবসাইটে পাওয়া যাবে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি নকশার কাজ করা কাপড়ও পাওয়া যাবে ওয়েবসাইটে ৷"

শুনুন মন্ত্রীর বক্তব্য

আরও পড়ুন : পুজোর সময় হাওড়া থেকে 16টি স্পেশাল ট্রেন

creativebengal.com এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বালুচরি, কাঁথাস্টিচ, মসলিন শাড়ির পাশাপাশি ডোকরা সহ নানা হস্তশিল্পের সামগ্রী এই ওয়েবসাইটে পাওয়া যাবে ৷ পুজোর আগেই অনলাইনে এই সমস্ত সামগ্রীর বিক্রি শুরু হয়ে যাবে বলে মন্ত্রী জানান

কলকাতা, 12 সেপ্টেম্বর : বিশ্ব বাজারে বাংলার হস্তশিল্প এবং তাঁতকে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিল ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তর ৷ creativebengal.com ওয়েবসাইটের মাধ্যমে বাংলার তাঁত এবং উন্নতমানের হস্তশিল্প খুব অল্প দামেই কিনতে পারবেন ভারতের অন্য রাজ্যগুলির পাশাপাশি ইংল্যান্ড, অ্যামেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ৷ বাংলার তাঁত ও হস্ত শিল্পীদের কাজ বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ৷

আজ এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করে স্বপন দেবনাথ বলেন, "এই ওয়েবসাইটের মাধ্যমে গ্রাম বাংলার শিল্পীদের কাজ বিশ্বের দরবারে পৌঁছে যাবে৷ ন্যূনতম খরচে মানুষ সহজেই কিনতে পারবেন গ্রাম বাংলার অমূল্য সম্পদ ৷ এর মাধ্যমে তাঁতশিল্পী, হস্তশিল্পী ও মৃৎশিল্পীরা উপকৃত হবেন । পাশাপাশি তন্তুজ এবং খাদির সামগ্রীও এই ওয়েবসাইটে পাওয়া যাবে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি নকশার কাজ করা কাপড়ও পাওয়া যাবে ওয়েবসাইটে ৷"

শুনুন মন্ত্রীর বক্তব্য

আরও পড়ুন : পুজোর সময় হাওড়া থেকে 16টি স্পেশাল ট্রেন

creativebengal.com এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বালুচরি, কাঁথাস্টিচ, মসলিন শাড়ির পাশাপাশি ডোকরা সহ নানা হস্তশিল্পের সামগ্রী এই ওয়েবসাইটে পাওয়া যাবে ৷ পুজোর আগেই অনলাইনে এই সমস্ত সামগ্রীর বিক্রি শুরু হয়ে যাবে বলে মন্ত্রী জানান

Intro:বিশ্বের বাজারে রাজ্যের হস্তশিল্প এবং তাঁত শিল্পকে পৌঁছে দেবার জন্য নবতম উদ্যোগ নিল ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর। ক্রিয়েটিভবেঙ্গল ডটকম ওয়েবসাইটের মাধ্যমে বাংলার তাঁত এবং উন্নত ধরনের হস্তশিল্প খুব অল্প দামে পাবেন রাজ্যের মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ।
বাংলার তাঁত শিল্পীদের বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।


Body:ক্রিয়েটিভ বেঙ্গল অনলাইনের মাধ্যমে বালুচরী, কাঁথাস্টিচ, মসলিনসহ ডোকরার কাজ, নানাবিধ হস্তশিল্পের কাজ অনলাইনে পাওয়া যাবে।
পুজোর আগেই পৃথিবীর মানুষ বাংলার হস্তশিল্প এবং তাঁত শিল্পের বিভিন্ন নমুনা দেখতে পাবেন এই অনলাইনের মাধ্যমে। creativebengal.com এই ওয়েবসাইটে রাজ্যের সব শিল্পীরা তাদের নিজের হাতের কাজ তুলে ধরেছেন বিক্রির জন্য। আজ ওয়েবসাইটটির আনুষ্ঠানিক সূচনা করেন ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানিয়েছেন, গ্রাম বাংলার শিল্পীদের হস্তশিল্প বিশ্বের দরবারে পৌঁছে যাবে। ন্যূনতম খরচে মানুষ কিনতে পারবেন গ্রাম বাংলার অমূল্য সম্পদ। তাঁত শিল্পী, হস্তশিল্প, মৃৎশিল্পেরশিল্পীরাও উপকৃত হবেন এবার। আধুনিক মানের,উন্নত প্রযুক্তির এবং আধুনিক নকশার জিনিস পাওয়া যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে গ্রাম বাংলার তাঁতিদের কাছ থেকে। তন্তুজ এবং খাদির সামগ্রীও এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা নকশার কাজ করা কাপড় পাওয়া যাবে এই ওয়েবসাইটে।


Conclusion:মন্ত্রীর দাবি, কর্মসংস্থান বৃদ্ধি পাবে গোটা রাজ্য জুড়ে।
Last Updated : Sep 12, 2019, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.