ETV Bharat / city

TMCs Victory in By Poll : আসানসোলে তৃপ্তির জয়ের মধ্যেও বালিগঞ্জ উদ্বেগে রাখল তৃণমূলকে - Babul Supriyo Wins in Ballygunge

গত মঙ্গলবার আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন ছিল (Asansol-Ballygunge Bye Election Results) ৷ শনিবার সেই ভোটের ফল প্রকাশিত হল ৷ দু’টিতেই জিতেছে তৃণমূল (TMC wins in Asansol and Ballygunge Bye Elections) ৷

tmcs victory in asansol-ballygunge bye elections
TMCs Victory in By Poll : আসানসোলে স্বস্তির জয়ের মধ্যেও বালিগঞ্জ উদ্বেগে রাখল তৃণমূলকে
author img

By

Published : Apr 16, 2022, 7:45 PM IST

কলকাতা, 16 এপ্রিল : জয়ের আনন্দের মধ্যেও ভোট হারানোর উদ্বেগ ৷

শনিবারের উপনির্বাচনের ফলাফল দেখে তৃণমূল কংগ্রেসের অন্দরের পরিস্থিতিকে বোধহয় সবচেয়ে ভাল এভাবেই ব্যাখ্যা করা যায় ৷ একদিকে যখন আসানসোলে এই প্রথম ঘাসফুল ফুটল, অন্যদিকে তখন বালিগঞ্জে ভোটে জয়ের ব্যবধান কমে যাওয়া চিন্তায় রাখছে বঙ্গের শাসক শিবিরকে ৷

2009 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে 19টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ আসানসোলে অক্ষত ছিল বামদুর্গ ৷ সেই বামদুর্গ 2014 সালে আর অটুট থাকেনি ৷ গেরুয়া ঝড়ে হার স্বীকার করতে হয়েছিল আসানসোলের দু’বারের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে ৷

কিন্তু অনেক চেষ্টা করেও জিততে পারেনি তৃণমূল (Trinamool Congress) ৷ সেই সময় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির (Narendra Modi) আহ্বানে সাড়া দিয়ে বাবুল সুপ্রিয়কে সংসদে পাঠিয়েছিলেন আসানসোলের ভোটাররা ৷ 2019 সালেও তাঁরা বাবুলেই আস্থা রেখেছিলেন ৷ কিন্তু বাবুল বিজেপি ছেড়ে বেরিয়ে আসার পর আর গেরুয়া শিবিরের উপর আস্থা রাখতে পারলেন না আসানসোলের মানুষ ৷

ফলে এই প্রথমবার আসানসোলে জিতল মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দল ৷ তাও আবার রেকর্ড 3 লক্ষেরও বেশি ভোটে ৷ এই জয়ে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যায় একটি সংযোজন তো ঘটলই ৷ সঙ্গে মোদি বিরোধী বলে পরিচিত শত্রঘ্ন সিনহার সংসদের নিম্নকক্ষে উপস্থিতি বিজেপির জন্য অস্বস্তিকর হতে চলেছে ৷ তাই এই জয় তৃণমূলের জন্য তৃপ্তির হবে, সেটাই স্বাভাবিক ৷

উলটোদিকে বালিগঞ্জে বাবুল সুপ্রিয় প্রত্যাশামতোই জিতেছেন (Babul Supriyo Wins in Ballygunge) ৷ কিন্তু সেই জয়ে আনন্দের চেয়ে উদ্বেগের কাঁটা তৃণমূলের কাছে অনেক বেশি ৷ কারণ, গত বছর বিধানসভা নির্বাচনের সময় এই আসন থেকে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় এক লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন ৷ সেখানে বাবুলের প্রাপ্ত ভোট প্রায় 51 হাজার ৷ সুব্রত মুখোপাধ্যায় প্রায় 75 হাজার ভোটে জিতেছিলেন ৷ বাবুল জিতেছেন প্রায় 20 হাজার ভোটে ৷

তৃণমূল কংগ্রেসের যুক্তি অবশ্য ভোটদানের হার কমে যাওয়া ৷ গতবার যেখানে 60.99 শতাংশ ভোট পড়েছিল ৷ এবার সেখানে ভোট পড়েছে 41 শতাংশ ৷ তৃণমূলের দাবি, সেই কারণে ভোটের ব্যবধানে এতটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে ৷

যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা আসলে তৃণমূলের চিন্তার কারণ হয়ে উঠল ৷ বালিগঞ্জে সংখ্যালঘু ভোটের সংখ্যা নেহাত কম নয় ৷ সেই ভোটারদের একটা বড় অংশ তৃণমূলের থেকে সরে যে গিয়েছে, সেটা ফলাফলেই স্পষ্ট ৷ তাই দ্রুত সেই ক্ষত মেরামত করতে হবে শাসকদলকে ৷

আরও পড়ুন : Abhishek on By Poll Results : বিদ্বেষ-মুক্ত ভারত গড়ার পথ দেখাল আসানসোল-বালিগঞ্জ, টুইট অভিষেকের

কলকাতা, 16 এপ্রিল : জয়ের আনন্দের মধ্যেও ভোট হারানোর উদ্বেগ ৷

শনিবারের উপনির্বাচনের ফলাফল দেখে তৃণমূল কংগ্রেসের অন্দরের পরিস্থিতিকে বোধহয় সবচেয়ে ভাল এভাবেই ব্যাখ্যা করা যায় ৷ একদিকে যখন আসানসোলে এই প্রথম ঘাসফুল ফুটল, অন্যদিকে তখন বালিগঞ্জে ভোটে জয়ের ব্যবধান কমে যাওয়া চিন্তায় রাখছে বঙ্গের শাসক শিবিরকে ৷

2009 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে 19টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ আসানসোলে অক্ষত ছিল বামদুর্গ ৷ সেই বামদুর্গ 2014 সালে আর অটুট থাকেনি ৷ গেরুয়া ঝড়ে হার স্বীকার করতে হয়েছিল আসানসোলের দু’বারের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে ৷

কিন্তু অনেক চেষ্টা করেও জিততে পারেনি তৃণমূল (Trinamool Congress) ৷ সেই সময় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির (Narendra Modi) আহ্বানে সাড়া দিয়ে বাবুল সুপ্রিয়কে সংসদে পাঠিয়েছিলেন আসানসোলের ভোটাররা ৷ 2019 সালেও তাঁরা বাবুলেই আস্থা রেখেছিলেন ৷ কিন্তু বাবুল বিজেপি ছেড়ে বেরিয়ে আসার পর আর গেরুয়া শিবিরের উপর আস্থা রাখতে পারলেন না আসানসোলের মানুষ ৷

ফলে এই প্রথমবার আসানসোলে জিতল মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দল ৷ তাও আবার রেকর্ড 3 লক্ষেরও বেশি ভোটে ৷ এই জয়ে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যায় একটি সংযোজন তো ঘটলই ৷ সঙ্গে মোদি বিরোধী বলে পরিচিত শত্রঘ্ন সিনহার সংসদের নিম্নকক্ষে উপস্থিতি বিজেপির জন্য অস্বস্তিকর হতে চলেছে ৷ তাই এই জয় তৃণমূলের জন্য তৃপ্তির হবে, সেটাই স্বাভাবিক ৷

উলটোদিকে বালিগঞ্জে বাবুল সুপ্রিয় প্রত্যাশামতোই জিতেছেন (Babul Supriyo Wins in Ballygunge) ৷ কিন্তু সেই জয়ে আনন্দের চেয়ে উদ্বেগের কাঁটা তৃণমূলের কাছে অনেক বেশি ৷ কারণ, গত বছর বিধানসভা নির্বাচনের সময় এই আসন থেকে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় এক লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন ৷ সেখানে বাবুলের প্রাপ্ত ভোট প্রায় 51 হাজার ৷ সুব্রত মুখোপাধ্যায় প্রায় 75 হাজার ভোটে জিতেছিলেন ৷ বাবুল জিতেছেন প্রায় 20 হাজার ভোটে ৷

তৃণমূল কংগ্রেসের যুক্তি অবশ্য ভোটদানের হার কমে যাওয়া ৷ গতবার যেখানে 60.99 শতাংশ ভোট পড়েছিল ৷ এবার সেখানে ভোট পড়েছে 41 শতাংশ ৷ তৃণমূলের দাবি, সেই কারণে ভোটের ব্যবধানে এতটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে ৷

যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা আসলে তৃণমূলের চিন্তার কারণ হয়ে উঠল ৷ বালিগঞ্জে সংখ্যালঘু ভোটের সংখ্যা নেহাত কম নয় ৷ সেই ভোটারদের একটা বড় অংশ তৃণমূলের থেকে সরে যে গিয়েছে, সেটা ফলাফলেই স্পষ্ট ৷ তাই দ্রুত সেই ক্ষত মেরামত করতে হবে শাসকদলকে ৷

আরও পড়ুন : Abhishek on By Poll Results : বিদ্বেষ-মুক্ত ভারত গড়ার পথ দেখাল আসানসোল-বালিগঞ্জ, টুইট অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.