শান্তিনিকেতন, 4 সেপ্টেম্বর : বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এবার মাঠে নামল তৃণমূল ছাত্র পরিষদ । আগেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । সেইমতো এদিন পৌষমেলার মাঠের সামনে রাস্তা দিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেট পর্যন্ত মিছিল করা হয় ।
কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে 50 মিটারের মধ্যে কোনওরকম বিশৃঙ্খলা করা যাবে না । কার্যত সেই নির্দেশ অমান্য করে তৃণমূলের মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের গেট পর্যন্ত আসে । যদিও তৃণমূল ছাত্র পরিষদের দাবি, আদালতের নির্দেশ মেনে মিছিল করা হয়েছে ।
আরও পড়ুন : Anubrata Mondal : পাগল উপাচার্যের বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলন করবে তৃণমূল ছাত্র পরিষদ : অনুব্রত
বিশ্বভারতীর তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে । এছাড়া এক বছর ধরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো সহ অধ্যাপক-অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গত 27 অগস্ট থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা । সাত-আটদিন ধরে নিজের বাসভবনেই ঘেরাও হয়ে রয়েছেন উপাচার্য ।
এদিন বোলপুর ডাকবাংলা মাঠ থেকে এক হাজারের বেশি সমর্থক নিয়ে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ । পৌষমেলার মাঠের সামনের রাস্তা দিয়ে মিছিল আসে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় গেট পর্যন্ত । সেখান থেকে পুনরায় ডাকবাংলা মাঠে ফিরে যায় তৃণমূলের মিছিল ।
আরও পড়ুন : Visva-Bharati University : আদালতের নির্দেশ মেনে 50 মিটার দূরে ফের অবস্থান মঞ্চ, আন্দোলন জারি বিশ্বভারতীতে
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসের 50 মিটারের মধ্যে কোনওরকম বিশৃঙ্খলা করা যাবে না । কিন্তু দেখা গেল সেই নির্দেশ কার্যত অমান্য করে স্লোগান দিতে দিতে হাতে ব্যানার-পোস্টার নিয়ে মিছিল আসে কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় গেট পর্যন্ত ।
তৃণমূল ছাত্র পরিষদের সদস্য মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "আমরা কোনও বিশৃঙ্খলা করিনি । আমাদের দাবি, তিন ছাত্রকে অবিলম্বে পঠন-পাঠনে ফেরাতে হবে ।" তৃণমূল ছাত্র পরিষদের সদস্য জামশেদ আলি খান বলেন, "উপাচার্য বিজেপির লোক । এই স্বৈরাচারী উপাচার্যকে পদত্যাগ করতে হবে ও শান্তিনিকেতনের পরিবেশকে কলঙ্কমুক্ত করতে হবে । আমাদের এই আন্দোলন আগামিদিনেও চলবে ।"
আরও পড়ুন : Visva-Bharati : হাইকোর্টের নির্দেশে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান সরালো পুলিশ