কলকাতা, 13 ফেব্রুয়ারি : ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেল TMCP ৷ প্রতিটি আসনেই জয় পেয়েছে তাদের প্রার্থীরা । গতকাল নির্বাচন হয় সেখানে । সন্ধ্যার পর ফল ঘোষণা করা হয় ।
দু'বছর পর কলকাতার এই ডেন্টাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল। 14টি আসনের মধ্যে আগেই 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রার্থীরা । বুধবার বাকি 4টি আসনে নির্বাচন হয় । এই চারটি আসনের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদে ত্রিমুখী লড়াই হয়েছে । তৃণমূল ছাত্র পরিষদ বাদে এই দুই আসনে প্রার্থী দিয়েছিল SFI এবং DSO ৷ বাকি দুটি আসন অর্থাৎ সোশাল সার্ভিস এবং লিটারারি সেক্রেটারি পদে প্রার্থী দিয়েছিল DSO ৷ ABVP কোনও আসনে প্রার্থী দিতে পারেনি । 259 জন পড়ুয়া ভোট দিয়েছিল ।
নির্বাচন কমিটির এক সদস্য তথা ডেন্টাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তীর্থংকর দেবনাথ জানিয়েছেন, চারটি আসনে নির্বাচন হয়েছে । আর এই চারটি আসনেই তৃণমূল ছাত্র পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছে ।