কলকাতা, 26 এপ্রিল : বাংলায় কোনও ঘটনা ঘটলেই জাতীয় মানবাধিকার কমিশনকে (National Human Rights Commission) রাজ্যে পাঠানো হয় । বিজেপির বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনকে ব্যবহারের অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । এবার বিজেপির এই অস্ত্র ব্যবহার করেই যোগী সরকারকে অস্বস্তিতে ফেলতে চাইছে ঘাসফুল শিবির । আর তাই প্রয়াগরাজে একই পরিবারে পাঁচজনের নৃশংস হত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC Writes Letter to NHRC on Prayagraj Incident) ।
প্রসঙ্গত, প্রয়াগরাজের এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় তৃণমূল কংগ্রেস । যোগী সরকারকে (Yogi Government) চাপে রাখতে তৃণমূলের তরফ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম (TMC Fact Finding Team for Prayagraj) সেখানে পাঠানো হয় । এই টিমে ছিলেন সাংসদ দোলা সেন, মমতাবালা ঠাকুর, উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠি, সাকেত গোখলে ও দলের প্রাক্তন সাংসদ উমা সোরেন । এরপরেই মঙ্গলবার তৃণমূলের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তরফ থেকে চিঠি লিখে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে হস্তক্ষেপের দাবি জানানো হল ।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লেখা এই চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, পরিবারের তরফ থেকে সরাসরি সিবিআই তদন্তের দাবি জানানো হলেও এ বিষয়ে উত্তরপ্রদেশের সরকার উদাসীন । উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিল, সেই বক্তব্যকে উদ্ধৃত করে এদিন চিঠিতে লেখা হয়েছে যে নির্যাতিত পরিবারের এক সদস্য জানিয়েছেন তাঁর স্ত্রী ও বোনকে ধর্ষণ করা হয়েছিল । পুলিশ তাঁর বয়ান অনুযায়ী অভিযোগ দায়ের করলেও, এফআইআরে ধর্ষণের উল্লেখ করেনি । যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, ধর্ষণের অভিযোগ উঠলেই এফআইআর করতে হবে । অথচ নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করা সত্ত্বেও বিষয়টি এফআইআরে রাখা হয়নি ।
তৃণমূলের প্রতিনিধিদল প্রয়াগরাজের পুলিশ সুপার অভিষেক আগরওয়ালের সঙ্গে কথা বলে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে । অভিযোগ, তা সত্ত্বেও কোনও ব্যবস্থা এখনও নেয়নি উত্তরপ্রদেশ পুলিশ । আর সে কারণেই তৃণমূল কংগ্রেস মনে করছে, যোগী সরকারের শাসনে প্রকৃত বিচার পাবে না ওই পরিবার ।
বিগত সময়ে বিজেপি বারবার বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে । প্রয়াগরাজের ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পালটা বিজেপি শাসিত যোগী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । যেখানে ওই ঘটনা ঘটেছে চিঠিতে ওই এলাকার সম্পর্কে লেখা হয়েছে, প্রয়াগরাজের ওই এলাকায় গত এক মাসে 31টি খুন হয়েছে । আর বিশ্লেষকেরা মনে করছেন এমনটা করে আদতে উত্তর প্রদেশ সরকারকেই কাঠগড়ায় তুলতে চেয়েছে তৃণমূল কংগ্রেস ।
আরও পড়ুন : TMC fact finding team at Prayagraj: 'যোগীর হাতে রক্তের দাগ', প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম