কলকাতা, 6 সেপ্টেম্বর: মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ধর্নায় বসল মহিলা তৃণমূল কংগ্রেস (TMC women wing)৷ কলকাতার রেড রোডে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় (TMC Dharna) বসেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), শশী পাঁজা ও কৃষ্ণা চক্রবর্তীরা । লাগাতার 48 ঘণ্টার এই কর্মসূচিতে ধর্না মঞ্চেই থাকবেন বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ।
উত্তর 24 পরগনার বাগদায় বিএসএফের হাতে মহিলার লাঞ্ছনার অভিযোগে আগেই সরব হয়েছিল রাজ্যের শাসক দল । এ ছাড়া, বিলকিস বানোর 11 ধর্ষণকারীকেও সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে । নারী সুরক্ষার প্রশ্নে এই ইস্যুতেও সরব হয়েছে তৃণমূল । মূলত এই দুই বিষয়ের প্রতিবাদেই টানা 48 ঘণ্টার জন্য ধর্নায় বসেছে মহিলা তৃণমূল কংগ্রেস (women protection)।
আরও পড়ুন: পঞ্চায়েতের টিকিট দিতে সমীক্ষা করবে কোচবিহার জেলা তৃণমূল
চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন, "বিলকিস বানোর ধর্ষকদের সরকার ছেড়ে দিল । এটা কি মহিলাদের প্রতি প্রকৃত সম্মান ? বিএসএফ নিরাপত্তা দেয়, কিন্তু বাগদায় যা ঘটেছে সেই ন্যক্কারজনক ঘটনার পর বিএসএফের হাতে নারীরা কতটা নিরাপদ তা নিয়েই প্রশ্ন রয়ে যাচ্ছে । এই ঘটনা তো উত্তরপ্রদেশেও দেখা গিয়েছিল । বিজেপি নারী সুরক্ষার কথা বলে । এটাই কী তার নমুনা ?"