কলকাতা, 14 ফেব্রুয়ারি : 2021 সালের 2 মে, সকাল থেকে বেলা যত গড়িয়েছে, ততই স্পষ্ট হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপরই আস্থা রেখেছে বাংলা মানুষ ৷ তার পর সময় যত এগোচ্ছে, সেই আস্থা বাড়ছে, কিন্তু কমছে না ৷ সোমবার চার পৌরনিগমের নির্বাচনের ফলাফলে অন্তত সেটাই স্পষ্ট হচ্ছে (tmc wins all four municipal corporation vote in west bengal) ৷
গত শনিবার আসানসোল, চন্দননগর, বিধাননগর ও শিলিগুড়ি, যে চার পৌরনিগমের ভোট হয়েছিল, তার মধ্যে তিনটিতেই ক্ষমতায় ছিল তৃণমূল (TMC) ৷ শুধু শিলিগুড়ি ছিল বাম-কংগ্রেস জোটের দখলে ৷ তাই এবারের ভোটের ফল কী হয় সেই দিকে তাকিয়ে ছিলেন সকলে ৷
ফল বের হওয়ার পর দেখা গেল তৃণমূল কংগ্রেস শুধু পাস করেনি, বরং লেটার মার্কস পেয়েছে ৷ প্রতিটি পৌরনিগমে গুটিকয়েক আসন ছাড়া সবক‘টিতেই তৃণমূল প্রার্থীরা জিতেছেন ৷ প্রকৃত অর্থে এই পৌরনিগমের ফল দেখিয়ে দিল, এ রাজ্যে বিরোধীরা আনুবীক্ষণিকে পরিণত হয়েছে ৷
এই পৌরনিগমগুলিতে শেষবার ভোট হয়েছিল 2015 সালে ৷ তখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট একেবারে অন্যরকম ছিল ৷ কিন্তু গত সাত বছরে পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে ৷ বাম-কংগ্রেসকে (Left-Congress) পিছনে ঠেলে বিজেপিই এখন প্রধান বিরোধী দল ৷
তার উপর বিধানসভা নির্বাচনে ফলাফলের নিরিখে শিলিগুড়ি ও আসনসোলে বিজেপি শাসকদলের সঙ্গে সমানে টক্কর দিচ্ছিল ৷ কিন্তু ফল বের হতে দেখা গেল যে বিধানসভায় যেমন বাংলার মানুষ তৃণমূলের উপর আস্থা রেখেছিল, এই চার পৌরনিগমের ভোটাররাও সেই পথেই হাঁটলেন ৷ তাঁরাও ঘাসফুল শিবিরকেই জেতালেন ৷ বরং আরও বিপুলভাবে ৷
আগামী 27 ফেব্রুয়ারি 108টি পৌরসভার নির্বাচন রয়েছে ৷ সেই ভোটের দেওয়াল লিখনই সোমবারের ফলে স্পষ্ট হল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলে যে ডামাডোল তৈরি হয়েছিল, সেটা পুরোটাই থামিয়ে দেবে ৷ বিরোধীরা আরও অস্তিত্ব সংকটে পড়বে ৷ বাকি পৌরসভাগুলিতে কর্মী-সমর্থকদের মধ্যে লড়াইয়ের মানসিকতা জিইয়ে রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুরলি ধর সেন লেন, আলিমুদ্দিন স্ট্রিট ও বিধান ভবনের কর্তাদের ৷
আরও পড়ুন : Municipal Corporation Election Result : চার পৌরনিগম জিতে আনন্দে আত্মহারা তৃণমূল, শিকেয় উঠল কোভিড-বিধি