ETV Bharat / city

Pegasus Spyware Case : পেগাসাস কাণ্ডে সুপ্রিম রায়কে স্বাগত তৃণমূলের, সাবধানী বিজেপি - সিট

পেগাসাস কাণ্ডে শীর্ষ আদালত সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়ায় খুশি তৃণমূল কংগ্রেস ৷ দলের তরফে এই রায়কে স্বাগত জানিয়েছেন সাংসদ সৌগত রায় ৷ অন্যদিকে, নির্দেশকে ‘সম্মান’ জানিয়ে সাবধানী মন্তব্য করেন বিজেপি নেতা সায়ন্তন বসু ৷

TMC welcomes supreme court direction to make SIT in Pegasus Spyware Case
Pegasus Spyware Case : পেগাসাস কাণ্ডে সুপ্রিম রায়কে স্বাগত তৃণমূলের, সাবধানী বিজেপি
author img

By

Published : Oct 27, 2021, 5:08 PM IST

কলকাতা, 27 অক্টোবর : পেগাসাস কাণ্ডে (Pegasus Spyware Case) তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ শীর্ষ আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও বামেদের একাংশ মনে করছে, আরও আগেই এই রায় আসা উচিত ছিল ৷ অন্যদিকে, আদালতের নির্দেশকে ‘সম্মান’ জানিয়েও সাবধানী বিজেপি রাজ্য নেতৃত্ব ৷

আরও পড়ুন : Pegasus Spyware Case : পেগাসাস তদন্তে সিট গঠন, আট সপ্তাহ বাদে ফের শুনানি সুপ্রিম কোর্টে

বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, পেগাসাস কাণ্ডের তদন্ত করবে সিট ৷ এই তদন্তকারী দলের মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রন। তাঁর সঙ্গে থাকবেন দুই সাইবার বিশেষজ্ঞ অলোক জোশি ও সন্দীপ ওবেরয় ৷ শীর্ষ আদালতের তদারকিতেই তদন্ত চলবে ৷ আদালত সাফ জানিয়ে দিয়েছে, পেগাসাস নিয়ে সব ধরনেরই অভিযোগের তদন্ত করবে সিট ৷ প্রয়োজনে তদন্তকারীরা অভিযোগকারীদের সঙ্গে সরাসরি কথা বলবেন ৷ আট সপ্তাহ পর মামলার শুনানির দিন তদন্তের রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে ৷

আদালতের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি ৷ সুপ্রিম কোর্ট মানুষের গোপনীয়তার অধিকারকে তুলে ধরেছে ৷ এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রথম থেকেই সরব ছিলেন বিরোধীরা ৷ সুপ্রিম কোর্টের এই রায় প্রমাণ করছে, আমাদের অবস্থান সঠিক ছিল ৷ সুপ্রিম কোর্টও মনে করেছে, মানুষের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে ৷ এখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ এবং বিশেষজ্ঞ কমিটি গঠিত হলেই সত্যিটা বেরিয়ে আসবে ৷’’

অন্যদিকে, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব বলেন, ‘‘ঘটনার অনেক দিন পর তদন্ত কমিটি তৈরি করা হল ৷ আগে কমিটি তার রিপোর্ট দিক ৷ তারপরই এই বিষয়ে কোনও মন্তব্য করা উচিত হবে ৷ তার আগে নয় ৷’’

আরও পড়ুন : Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন করা হলে সাবধানী উত্তর দেন বিজেপি-র অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘প্রথমেই বলে রাখি যে আমরা দেশের সর্বোচ্চ আদালতের এই রায়কে সম্মান জানাচ্ছি ৷ তবে যেহেতু বিষয়টি কেন্দ্রীয় সরকার সংক্রান্ত, তাই এ নিয়ে বিশদে যা প্রতিক্রিয়া দেওয়ার, সেটা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্বই দেবে ৷’’

তবে এ নিয়ে রাজ্য কংগ্রেসের নেতারা কোনও মন্তব্য করতে চাননি ৷

কলকাতা, 27 অক্টোবর : পেগাসাস কাণ্ডে (Pegasus Spyware Case) তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ শীর্ষ আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও বামেদের একাংশ মনে করছে, আরও আগেই এই রায় আসা উচিত ছিল ৷ অন্যদিকে, আদালতের নির্দেশকে ‘সম্মান’ জানিয়েও সাবধানী বিজেপি রাজ্য নেতৃত্ব ৷

আরও পড়ুন : Pegasus Spyware Case : পেগাসাস তদন্তে সিট গঠন, আট সপ্তাহ বাদে ফের শুনানি সুপ্রিম কোর্টে

বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, পেগাসাস কাণ্ডের তদন্ত করবে সিট ৷ এই তদন্তকারী দলের মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রন। তাঁর সঙ্গে থাকবেন দুই সাইবার বিশেষজ্ঞ অলোক জোশি ও সন্দীপ ওবেরয় ৷ শীর্ষ আদালতের তদারকিতেই তদন্ত চলবে ৷ আদালত সাফ জানিয়ে দিয়েছে, পেগাসাস নিয়ে সব ধরনেরই অভিযোগের তদন্ত করবে সিট ৷ প্রয়োজনে তদন্তকারীরা অভিযোগকারীদের সঙ্গে সরাসরি কথা বলবেন ৷ আট সপ্তাহ পর মামলার শুনানির দিন তদন্তের রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে ৷

আদালতের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি ৷ সুপ্রিম কোর্ট মানুষের গোপনীয়তার অধিকারকে তুলে ধরেছে ৷ এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রথম থেকেই সরব ছিলেন বিরোধীরা ৷ সুপ্রিম কোর্টের এই রায় প্রমাণ করছে, আমাদের অবস্থান সঠিক ছিল ৷ সুপ্রিম কোর্টও মনে করেছে, মানুষের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে ৷ এখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ এবং বিশেষজ্ঞ কমিটি গঠিত হলেই সত্যিটা বেরিয়ে আসবে ৷’’

অন্যদিকে, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব বলেন, ‘‘ঘটনার অনেক দিন পর তদন্ত কমিটি তৈরি করা হল ৷ আগে কমিটি তার রিপোর্ট দিক ৷ তারপরই এই বিষয়ে কোনও মন্তব্য করা উচিত হবে ৷ তার আগে নয় ৷’’

আরও পড়ুন : Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন করা হলে সাবধানী উত্তর দেন বিজেপি-র অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘প্রথমেই বলে রাখি যে আমরা দেশের সর্বোচ্চ আদালতের এই রায়কে সম্মান জানাচ্ছি ৷ তবে যেহেতু বিষয়টি কেন্দ্রীয় সরকার সংক্রান্ত, তাই এ নিয়ে বিশদে যা প্রতিক্রিয়া দেওয়ার, সেটা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্বই দেবে ৷’’

তবে এ নিয়ে রাজ্য কংগ্রেসের নেতারা কোনও মন্তব্য করতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.