কলকাতা, 29 মে : একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র ৷ ফলে সমস্যায় পড়েছেন রাজ্যে একশো দিনের কাজ প্রকল্পের শ্রমিকরা ৷ কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলে রাজ্যের প্রাপ্য টাকা না মেটানোয় আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার কেন্দ্রের থেকে প্রাপ্য টাকার দাবিতে রাজ্যে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো ৷ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী 5 ও 6 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস (TMC to hold protests in 5 and 6th June against Centre's non payment of dues to Bengal) ৷
রবিবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের প্রাপ্য টাকা কেন দিচ্ছে না কেন্দ্র তা জানতে চেয়ে রাজ্যের প্রতিটি ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে ৷ নোংরা রাজনীতির খেলা খেলছে কেন্দ্র ৷ গত পাঁচ মাস ধরে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, সমস্যায় পড়ছেন শ্রমিকরা ৷ এই প্রকল্পে কেন্দ্রের কাছে প্রায় 6 হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের ৷ কেন্দ্রের থেকে দয়া নয়, নিজের প্রাপ্য চাইছে রাজ্য ৷ বাংলা আবাস যোজনার টাকাও দিচ্ছে না কেন্দ্র ৷"
আরও পড়ুন : বিচারব্যবস্থাকে আক্রমণ করায় অভিষেককে তোপ রাজ্যপালের, মুখ্যসচিবকে কড়া পদক্ষেপের পরামর্শ
কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমাদের ছাত্র সংগঠন, মহিলা ও আদিবাসী সংগঠনের সদস্যরা 5 ও 6 জুন কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে রাজ্যের ব্লকগুলিতে বিক্ষোভ দেখাবে ৷ একশো দিনের কাজ প্রকল্পে বাংলা প্রথম, তা সত্ত্বেও আমাদের সঙ্গে ভেদাভেদ করা হচ্ছে ৷" বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় 96 হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী ৷