ETV Bharat / city

দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ তৃণমূলের, গুরুত্ব বাড়ল জেলা সভাপতিদের

author img

By

Published : Jun 26, 2020, 9:17 AM IST

দুর্নীতি রুখতে জেলা সভাপতিদের দায়িত্ব বাড়াল তৃণমূল কংগ্রেস । দুর্নীতির অভিযোগ এলে জেলা সভাপতিরা এবার থেকে সরাসরি ব্যবস্থা নিতে পারবেন। অভিযুক্ত নেতাদের শোকজ়-ও করতে পারবেন তাঁরা।

ছবি
ছবি

কলকাতা, 26 জুন : ত্রাণে অনিয়ম ও যে কোনও প্রকার দুর্নীতির অভিযোগ নিয়ে আরও কঠোর পদক্ষেপ করতে শুরু করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দুর্নীতি রুখতে কার্যত জেলা সভাপতিদের উপর বিশেষ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর । জানা গেছে, দুর্নীতির অভিযোগ এলে জেলা সভাপতিরা এবার থেকে সরাসরি ব্যবস্থা নিতে পারবেন । অভিযুক্ত নেতাদের শোকজ় করতে পারবেন তাঁরা । শোকজ়ের জবাবে জেলা নেতৃত্ব সন্তুষ্ট না হলে তা পাঠিয়ে দেবে রাজ্য নেতৃত্বের কাছে । রাজ্য নেতৃত্ব তখন অভিযুক্ত নেতার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।


রেশনে অনিয়ম থেকে শুরু করে একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে । এর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা । নবান্নেও অভিযোগ জমা পড়েছে বলে খবর । এর ফলে কয়েকজন দুর্নীতিগ্রস্ত নেতার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব । সামনের বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলেও তাদের আশঙ্কা ।

সেই কারণে দুর্নীতি রুখতে পদক্ষেপ করতে শুরু করল তৃণমূল কংগ্রেস । দলের যে কোনও নেতার বিরুদ্ধে ত্রাণ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলে জেলা নেতৃত্ব সেই অভিযুক্ত নেতাকে শোকজ় করতে পারবে । 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তকে এই শোকজ়ের জবাব দিতে হবে । এছাড়াও ত্রাণ বণ্টনে স্বচ্ছতা রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । স্বচ্ছতা বজায়ের জন্য ত্রাণ প্রাপকদের তালিকা BDO অফিসের বাইরে টাঙিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 26 জুন : ত্রাণে অনিয়ম ও যে কোনও প্রকার দুর্নীতির অভিযোগ নিয়ে আরও কঠোর পদক্ষেপ করতে শুরু করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দুর্নীতি রুখতে কার্যত জেলা সভাপতিদের উপর বিশেষ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর । জানা গেছে, দুর্নীতির অভিযোগ এলে জেলা সভাপতিরা এবার থেকে সরাসরি ব্যবস্থা নিতে পারবেন । অভিযুক্ত নেতাদের শোকজ় করতে পারবেন তাঁরা । শোকজ়ের জবাবে জেলা নেতৃত্ব সন্তুষ্ট না হলে তা পাঠিয়ে দেবে রাজ্য নেতৃত্বের কাছে । রাজ্য নেতৃত্ব তখন অভিযুক্ত নেতার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।


রেশনে অনিয়ম থেকে শুরু করে একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে । এর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা । নবান্নেও অভিযোগ জমা পড়েছে বলে খবর । এর ফলে কয়েকজন দুর্নীতিগ্রস্ত নেতার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব । সামনের বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলেও তাদের আশঙ্কা ।

সেই কারণে দুর্নীতি রুখতে পদক্ষেপ করতে শুরু করল তৃণমূল কংগ্রেস । দলের যে কোনও নেতার বিরুদ্ধে ত্রাণ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলে জেলা নেতৃত্ব সেই অভিযুক্ত নেতাকে শোকজ় করতে পারবে । 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তকে এই শোকজ়ের জবাব দিতে হবে । এছাড়াও ত্রাণ বণ্টনে স্বচ্ছতা রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । স্বচ্ছতা বজায়ের জন্য ত্রাণ প্রাপকদের তালিকা BDO অফিসের বাইরে টাঙিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.