কলকাতা, 1 মে : 5 মে অর্থাৎ বৃহস্পতিবার দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Calls Party Meeting ) ৷ ওই দিন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারেরও বর্ষপূর্তি ৷ 2021 সালে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর ওই দিনই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, গত এক বছরে তৃণমূল সরকার রাজ্যের উন্নয়নে কী কী কাজ করেছে ওই দিন থেকেই দলীয়স্তরে তার প্রচার শুরু হবে ৷
এই বৈঠকে মন্ত্রী, বিধায়ক, সাংসদদের নিয়ে আলোচনায় বসতে চলেছেন তৃণমূল নেত্রী ৷ কিছু জেলার দলীয় সভাপতি ও দলের রাজ্য কমিটির সদস্যদেরও এই বৈঠকে ডাকা হয়েছে বলে খবর ৷ 5 মে মমতার ডাকা বৈঠক মূলত দলকে দিশা দেখানোর জন্যই । তাঁর নির্দেশে আগামী দিনে জনসংযোগ কর্মসূচি কীভাবে হবে, তা বাতলে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷ সাম্প্রতিক অতীতে একাধিক বিষয়ে দলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে, সে বিষয়েও দলীয় নেতৃত্বকে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই দিক থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ । দলের সমস্ত শীর্ষ নেতাদের ওইদিন তৃণমূল ভবনে উপস্থিত থাকার কথা ৷ থাকতে পারেন দলের ভোটকুশলী প্রশান্ত কিশোরও । সাম্প্রতিক অতীতে পিকে'র সঙ্গে তৃণমূলের কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই অতীত দূরে সরিয়ে দলকে আবার ভোটমুখী করার জন্য দলনেত্রী স্বয়ং কৌশল নির্ধারণ করতে পারেন এই বৈঠক থেকেই ।
আরও পড়ুন : আপনাদের জন্য গর্বিত, শ্রমদিবসে বিশ্বব্যাপী কর্মীদের কুর্নিশ মমতার
5 মে থেকেই টানা একমাস বিভিন্ন ইস্যুতে দলীয় কর্মসূচির ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী ৷ রাজ্যের বিধানসভা নির্বাচনে জেতার পর সম্প্রতি পৌরভোটেও বিপুল জয় পেয়েছে তৃণমূল ৷ এই অবস্থায় দলকে শৃঙ্খলার বন্ধনে বাঁধা একটা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করা হচ্ছে । এই বৈঠক থেকেই সে বিষয়ে পদক্ষেপ করতে পারেন মমতা ৷ এছাড়াও আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোটের বিষয়টিও ওঠে আসতে পারে এই বৈঠকে ৷ এই নির্বাচনের জন্য দলকে এখন থেকেই প্রস্তুতির নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পর 2019 লোকসভা ভোটের ফল ও রাজ্যে বিজেপির উত্থানের কথা ভুলে যাননি মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানেন জাতীয় ক্ষেত্রে তাঁকে প্রভাব বিস্তার করতে গেলে রাজ্যের লোকসভা ভোটে আরও ভাল ফল করতে হবে । তার জন্য সেমিফাইনাল হতে চলেছে পঞ্চায়েত ভোট । মূলত এই বৈঠক থেকে গ্রামীণ তথা বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করে গোটা দেশের পরিপ্রেক্ষিতে নিজেকে আরও পোক্ত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় । যাতে তার সুফল মেলে 2024-এর ভোটে ৷