ETV Bharat / city

"ভাড়া করা মাস্টার, চুরি করা কর্মসূচি দিয়ে এগোনো যায় না"

অন্য দলের কর্মসূচি চুরি করছে তৃণমূল ৷ এই দাবি করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ।

রাহুল সিনহা
author img

By

Published : Aug 3, 2019, 6:29 AM IST

Updated : Aug 3, 2019, 7:10 AM IST

কলকাতা, 3 অগাস্ট : BJP-র বিভিন্ন জনসংযোগ কর্মসূচি "চুরি" করছে তৃণমূল কংগ্রেস ৷ গতকাল এই মন্তব্য করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তিনি বলেন, "ভাড়া করা মাস্টারমশাই দিয়ে, অন্য দলের কার্যক্রম চুরি করে খুব বেশি এগোনো যায় না ৷"

লোকসভা ভোটে রাজ্যে ধাক্কা খেয়েছে তৃণমূল ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, জনসংযোগের ঘাটতির মাসুল গুনতে হয়েছে তৃণমূলকে ৷ তাই 2021 সালের বিধানসভা ভোটের আগে ঘুরে দাঁড়াতে প্রশান্ত কিশোরের উপর ভরসা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে 'দিদিকে বলো' কর্মসূচি চালু করেছে তৃণমূল ৷ লক্ষ্য, মানুষের আরও কাছে পৌঁছাতে হবে ৷ পাশাপাশি, ধাপে ধাপ আরও বেশ কয়েকটি জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল ৷ গতকালও তৃণমূলের তরফে "আমার গর্ব মমতা" নামে একটি ফেসবুক চালু করা হয়েছে ৷ ওয়াকিবহল মহলের বক্তব্য, পুরোটাই প্রশান্তের মস্তিষ্কপ্রসূত ৷

এই সংক্রান্ত আরও খবর : "দিদিকে বলো", চালু টোল ফ্রি নম্বর

তবে, তৃণমূলের কর্মসূচিগুলিকে পাত্তা দিতে নারাজ রাহুল ৷ তাঁর বক্তব্য, BJP-র অনুকরণ করছে তৃণমূল ৷ কিন্তু, তা করলেও কোনও লাভ হবে না ৷ কারণ, জনভিত্তি হারিয়েছে তৃণমূল ৷ তাঁর কথায়, "তৃণমূলের সঙ্গে মানুষই নেই । তাই কে কাকে বলবে দিদিকে বলো? প্রথম দিনই দিদিকে বলতে গেল, বলতে পারল না । দিদিকে লোক কী বলবে? দিদিকে লোকেরা জয়শ্রীরাম বলবে । আর কী বলবে? সেই কারণে হোয়াটসঅ্যাপ তৃণমূলের কয়েকজন কার্যকর্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে । মানুষের সঙ্গে এর কোনও যোগসূত্র থাকবে না ৷"

এই সংক্রান্ত আরও খবর : দিদির মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে : অরবিন্দ মেনন

রাহুল বলেন, তৃণমূলের আসল রূপ রাজ্যের মানুষের সামনে প্রকাশ পেয়েছে ৷ তাই কোনও কর্মসূচি করেই কিছু হবে না ৷ তাঁর বক্তব্য, "এটা (তৃণমূল) একটা প্রতারকদের পার্টি ৷ কাটমানিখোরদের পার্টি ৷ মিথ্যাবাজদের পার্টিটা । তাই মানুষের আর কোনও আগ্রহ নেই তৃণমূলের প্রতি । দিদিকে নিয়ে গর্ববোধ তারাই করবে যারা দিদির স্তাবক । মানুষ যদি দিদিকে নিয়ে গর্ববোধ করতেন, তাহলে দিদির জনমোহনী অতীত আজ ধূলোয় মিশে যেত না ৷ দিদির এখন এমন অবস্থা, লোক না হওয়ার জন্য তাঁকে পদযাত্রা করতে হচ্ছে । গাড়ি থেকে নেমে যেতে হচ্ছে । "

কলকাতা, 3 অগাস্ট : BJP-র বিভিন্ন জনসংযোগ কর্মসূচি "চুরি" করছে তৃণমূল কংগ্রেস ৷ গতকাল এই মন্তব্য করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তিনি বলেন, "ভাড়া করা মাস্টারমশাই দিয়ে, অন্য দলের কার্যক্রম চুরি করে খুব বেশি এগোনো যায় না ৷"

লোকসভা ভোটে রাজ্যে ধাক্কা খেয়েছে তৃণমূল ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, জনসংযোগের ঘাটতির মাসুল গুনতে হয়েছে তৃণমূলকে ৷ তাই 2021 সালের বিধানসভা ভোটের আগে ঘুরে দাঁড়াতে প্রশান্ত কিশোরের উপর ভরসা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে 'দিদিকে বলো' কর্মসূচি চালু করেছে তৃণমূল ৷ লক্ষ্য, মানুষের আরও কাছে পৌঁছাতে হবে ৷ পাশাপাশি, ধাপে ধাপ আরও বেশ কয়েকটি জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল ৷ গতকালও তৃণমূলের তরফে "আমার গর্ব মমতা" নামে একটি ফেসবুক চালু করা হয়েছে ৷ ওয়াকিবহল মহলের বক্তব্য, পুরোটাই প্রশান্তের মস্তিষ্কপ্রসূত ৷

এই সংক্রান্ত আরও খবর : "দিদিকে বলো", চালু টোল ফ্রি নম্বর

তবে, তৃণমূলের কর্মসূচিগুলিকে পাত্তা দিতে নারাজ রাহুল ৷ তাঁর বক্তব্য, BJP-র অনুকরণ করছে তৃণমূল ৷ কিন্তু, তা করলেও কোনও লাভ হবে না ৷ কারণ, জনভিত্তি হারিয়েছে তৃণমূল ৷ তাঁর কথায়, "তৃণমূলের সঙ্গে মানুষই নেই । তাই কে কাকে বলবে দিদিকে বলো? প্রথম দিনই দিদিকে বলতে গেল, বলতে পারল না । দিদিকে লোক কী বলবে? দিদিকে লোকেরা জয়শ্রীরাম বলবে । আর কী বলবে? সেই কারণে হোয়াটসঅ্যাপ তৃণমূলের কয়েকজন কার্যকর্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে । মানুষের সঙ্গে এর কোনও যোগসূত্র থাকবে না ৷"

এই সংক্রান্ত আরও খবর : দিদির মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে : অরবিন্দ মেনন

রাহুল বলেন, তৃণমূলের আসল রূপ রাজ্যের মানুষের সামনে প্রকাশ পেয়েছে ৷ তাই কোনও কর্মসূচি করেই কিছু হবে না ৷ তাঁর বক্তব্য, "এটা (তৃণমূল) একটা প্রতারকদের পার্টি ৷ কাটমানিখোরদের পার্টি ৷ মিথ্যাবাজদের পার্টিটা । তাই মানুষের আর কোনও আগ্রহ নেই তৃণমূলের প্রতি । দিদিকে নিয়ে গর্ববোধ তারাই করবে যারা দিদির স্তাবক । মানুষ যদি দিদিকে নিয়ে গর্ববোধ করতেন, তাহলে দিদির জনমোহনী অতীত আজ ধূলোয় মিশে যেত না ৷ দিদির এখন এমন অবস্থা, লোক না হওয়ার জন্য তাঁকে পদযাত্রা করতে হচ্ছে । গাড়ি থেকে নেমে যেতে হচ্ছে । "

Intro:02-08-19



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: " ভাড়া করা মাষ্টার মশাই দিয়ে। অন্য দলের কার্যক্রম চুরি করে খুব বেশী এগনো যায় না" আজ দিদিকে বলোর প্রচারে প্রশান্ত কিশোরের নতুন Whats app নাম্বার চালু ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।



রাহুল সিনহা বলেন, তৃণমূলের সাথে মানুষই নেই। তাই কে কাকে ধরবে? দিদিকে বলো। প্রথম দিনই দিদিকে বলতে গেলও। বলতে পারলো না। দিদি কে লোক কী বলবে? দিদিকে লোকেরা জয়শ্রীরাম বলবে। আর কী বলবে? এই সব Whats app নাম্বার তৃণমূলের কয়েকজন কার্যকর্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।


রাহুল সিনহার যুক্তি, "এটা মানুষের মধ্যে কোনও যোগসূত্র থাকবে না। তার কারণ মানুষ বুঝে গিয়েছে। কারণ এই পাটিটা একটা প্রতারকদের পাটি, কাটমানি খোরদের পাটি, মিথ্যাখোর দের পাটি। তাই মানুষের আর কোনও আগ্রহ নেই তৃণমূলের পাটিতে। দিদিকে নিয়ে গর্ববোধ। যারাই করবে।যারা দিদির স্তাবক। মানুষ যদি দিদিকে নিয়ে গর্ভবোধ করত। তাই হলে দিদির যে জনমোহনী অভিজ্ঞতার কথা অতীতে ভুলে যেত না।
দিদির এখন এমন অবস্থা। লোক না হওয়ার জন্য দিদিকে এখন পদযাত্রা করতে হচ্ছে। গাড়ি থেকে নেমে যেতে হচ্ছে। তাই সেই কারণে আমি মনে করি সব কটাই বিজেপির অনুকরন। তাই অনুকরণের দ্বারা কিছু হয় না"



Body:কপিConclusion:
Last Updated : Aug 3, 2019, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.