ETV Bharat / city

TMC slams Modi Govt : প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল যোগীরাজ্যেও, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল - Mamata Govt Minister Chandrima Bhattacharjee

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ এমনই অভিযোগ তুলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার পর প্রধানমন্ত্রীকে পালটা চিঠি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ তাঁর দাবি, কেন্দ্র যেন সবদিক খতিয়ে টাকা বরাদ্দ করে ৷ কারণ, বাংলায় কেন্দ্রের অর্থে চলা প্রকল্পের নাম বদলে দেওয়া হচ্ছে ৷

tmc slams modi govt on pmay
TMC slams Modi Govt : প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল যোগীরাজ্যেও, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল
author img

By

Published : May 16, 2022, 9:06 PM IST

কলকাতা, 16 মে : বাংলায় এখন আবাস যোজনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে ।

একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) অভিযোগ করছেন, কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে দিচ্ছে না । ঠিক তখন উলটোদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal LoP Suvendu Adhikari) অভিযোগ, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রকল্প রূপায়নের জন্য রাজ্যকে টাকা দেয় । কিন্তু রাজ্য ইচ্ছা খুশিমতো এই প্রকল্পের নাম বদল করে তাকে রাজ্যের প্রকল্প হিসেবে চালিয়ে দিচ্ছে । সম্প্রতি এই নিয়ে অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী ।

tmc slams modi govt on pmay
বাংলা আবাস যোজনা

সম্প্রতি রাজ্য সরকারের হাতে তথ্য এসেছে যে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ প্রধানমন্ত্রী আবাস যোজনাকে মুখ্যমন্ত্রী আবাস যোজনা হিসাবে প্রচার চালাচ্ছে । শুধু যোগীরাজ্য উত্তরপ্রদেশ নয়, একই পথে হেঁটে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকারও প্রধানমন্ত্রী আবাস যোজনাকে নয়াদিল্লি আবাস যোজনা বলে প্রচার করছে । মূলত, এই ক্ষেত্রে বিজেপির বিরোধিতাকে রাজ্যের প্রতি বঞ্চনা হিসাবে তুলে ধরেছে তৃণমূল (TMC slams Modi Govt on PMAY) ।

tmc slams modi govt on pmay
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী আবাস যোজনা

এদিন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে (Mamata Govt Minister Chandrima Bhattacharjee) বলেন, ‘‘শুধু উত্তরপ্রদেশ নয়, নাম বদলে কেন্দ্রীয় প্রকল্প চালু করার উদাহরণ ঝুড়ি ঝুড়ি রয়েছে অন্য বিজেপি শাসিত রাজ্যেও । তা সত্ত্বেও বাংলাকে বঞ্চিত করতে শুধুমাত্র নামবদলের অভিযোগ তুলে মানুষের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ।’’

tmc slams modi govt on pmay
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী আবাস যোজনা

তাঁর অভিযোগ, আসলে এটা কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ । বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মতো এই রাজ্যে প্রকল্প মুখ্যমন্ত্রীর নামে চালু করা হচ্ছে না । চালু করা হয়েছে বাংলার নামে । ভুলে গেলে চলবে না, এই প্রকল্পের জন্য যেমন অর্থ কেন্দ্রীয় সরকার দেয়, একইভাবে রাজ্য সরকারও দেয় । এই টাকা কেন্দ্রেরও নয় রাজ্যের নয়, টাকা বাংলার মানুষের । তাই বাংলা আবাস যোজনা সেই মানুষকে উৎসর্গ করে করা হয়েছে ।

tmc slams modi govt on pmay
নয়াদিল্লি আবাস যোজনা

তাঁর আরও অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে এই আবাস যোজনার নাম নয় রাজ্যের নামে রয়েছে অথবা মুখ্যমন্ত্রীর নামে রয়েছে । সেখানে যদি কেন্দ্র অর্থ বরাদ্দ করে, তাহলে রাজ্যকে কেন বঞ্চিত করা হচ্ছে ? কেন্দ্র যদি বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা না লেখা হলে টাকা দেওয়া হবে না, এর থেকে জনস্বার্থ বিরোধী কাজ কিছু হতে পারে না বলে দাবি করেছেন চন্দ্রিমাদেবী । তাঁর স্পষ্ট বক্তব্য, নির্বাচনে হেরে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বিজেপি । আর সেই কারণেই বাংলা বিরোধিতা থেকেই এমন করছে কেন্দ্রের শাসক দল ।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল প্রসঙ্গে বলেন, ‘‘দেখুন উত্তরপ্রদেশে ডবল ইঞ্চিন সরকার আমাদের । তাই যোগী-মোদি একই বিষয় । কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নাম বদল করছে । প্রকল্প বদল করে দিচ্ছে । কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে । আর রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছে ।’’

আরও পড়ুন : Suvendu Sends Letter to PM Modi : বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়ার আগে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

কলকাতা, 16 মে : বাংলায় এখন আবাস যোজনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে ।

একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) অভিযোগ করছেন, কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে দিচ্ছে না । ঠিক তখন উলটোদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal LoP Suvendu Adhikari) অভিযোগ, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রকল্প রূপায়নের জন্য রাজ্যকে টাকা দেয় । কিন্তু রাজ্য ইচ্ছা খুশিমতো এই প্রকল্পের নাম বদল করে তাকে রাজ্যের প্রকল্প হিসেবে চালিয়ে দিচ্ছে । সম্প্রতি এই নিয়ে অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী ।

tmc slams modi govt on pmay
বাংলা আবাস যোজনা

সম্প্রতি রাজ্য সরকারের হাতে তথ্য এসেছে যে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ প্রধানমন্ত্রী আবাস যোজনাকে মুখ্যমন্ত্রী আবাস যোজনা হিসাবে প্রচার চালাচ্ছে । শুধু যোগীরাজ্য উত্তরপ্রদেশ নয়, একই পথে হেঁটে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকারও প্রধানমন্ত্রী আবাস যোজনাকে নয়াদিল্লি আবাস যোজনা বলে প্রচার করছে । মূলত, এই ক্ষেত্রে বিজেপির বিরোধিতাকে রাজ্যের প্রতি বঞ্চনা হিসাবে তুলে ধরেছে তৃণমূল (TMC slams Modi Govt on PMAY) ।

tmc slams modi govt on pmay
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী আবাস যোজনা

এদিন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে (Mamata Govt Minister Chandrima Bhattacharjee) বলেন, ‘‘শুধু উত্তরপ্রদেশ নয়, নাম বদলে কেন্দ্রীয় প্রকল্প চালু করার উদাহরণ ঝুড়ি ঝুড়ি রয়েছে অন্য বিজেপি শাসিত রাজ্যেও । তা সত্ত্বেও বাংলাকে বঞ্চিত করতে শুধুমাত্র নামবদলের অভিযোগ তুলে মানুষের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ।’’

tmc slams modi govt on pmay
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী আবাস যোজনা

তাঁর অভিযোগ, আসলে এটা কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ । বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মতো এই রাজ্যে প্রকল্প মুখ্যমন্ত্রীর নামে চালু করা হচ্ছে না । চালু করা হয়েছে বাংলার নামে । ভুলে গেলে চলবে না, এই প্রকল্পের জন্য যেমন অর্থ কেন্দ্রীয় সরকার দেয়, একইভাবে রাজ্য সরকারও দেয় । এই টাকা কেন্দ্রেরও নয় রাজ্যের নয়, টাকা বাংলার মানুষের । তাই বাংলা আবাস যোজনা সেই মানুষকে উৎসর্গ করে করা হয়েছে ।

tmc slams modi govt on pmay
নয়াদিল্লি আবাস যোজনা

তাঁর আরও অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে এই আবাস যোজনার নাম নয় রাজ্যের নামে রয়েছে অথবা মুখ্যমন্ত্রীর নামে রয়েছে । সেখানে যদি কেন্দ্র অর্থ বরাদ্দ করে, তাহলে রাজ্যকে কেন বঞ্চিত করা হচ্ছে ? কেন্দ্র যদি বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা না লেখা হলে টাকা দেওয়া হবে না, এর থেকে জনস্বার্থ বিরোধী কাজ কিছু হতে পারে না বলে দাবি করেছেন চন্দ্রিমাদেবী । তাঁর স্পষ্ট বক্তব্য, নির্বাচনে হেরে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বিজেপি । আর সেই কারণেই বাংলা বিরোধিতা থেকেই এমন করছে কেন্দ্রের শাসক দল ।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল প্রসঙ্গে বলেন, ‘‘দেখুন উত্তরপ্রদেশে ডবল ইঞ্চিন সরকার আমাদের । তাই যোগী-মোদি একই বিষয় । কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নাম বদল করছে । প্রকল্প বদল করে দিচ্ছে । কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে । আর রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছে ।’’

আরও পড়ুন : Suvendu Sends Letter to PM Modi : বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়ার আগে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.