কলকাতা, 16 মে : বাংলায় এখন আবাস যোজনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে ।
একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) অভিযোগ করছেন, কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে দিচ্ছে না । ঠিক তখন উলটোদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal LoP Suvendu Adhikari) অভিযোগ, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রকল্প রূপায়নের জন্য রাজ্যকে টাকা দেয় । কিন্তু রাজ্য ইচ্ছা খুশিমতো এই প্রকল্পের নাম বদল করে তাকে রাজ্যের প্রকল্প হিসেবে চালিয়ে দিচ্ছে । সম্প্রতি এই নিয়ে অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী ।
সম্প্রতি রাজ্য সরকারের হাতে তথ্য এসেছে যে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ প্রধানমন্ত্রী আবাস যোজনাকে মুখ্যমন্ত্রী আবাস যোজনা হিসাবে প্রচার চালাচ্ছে । শুধু যোগীরাজ্য উত্তরপ্রদেশ নয়, একই পথে হেঁটে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকারও প্রধানমন্ত্রী আবাস যোজনাকে নয়াদিল্লি আবাস যোজনা বলে প্রচার করছে । মূলত, এই ক্ষেত্রে বিজেপির বিরোধিতাকে রাজ্যের প্রতি বঞ্চনা হিসাবে তুলে ধরেছে তৃণমূল (TMC slams Modi Govt on PMAY) ।
এদিন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে (Mamata Govt Minister Chandrima Bhattacharjee) বলেন, ‘‘শুধু উত্তরপ্রদেশ নয়, নাম বদলে কেন্দ্রীয় প্রকল্প চালু করার উদাহরণ ঝুড়ি ঝুড়ি রয়েছে অন্য বিজেপি শাসিত রাজ্যেও । তা সত্ত্বেও বাংলাকে বঞ্চিত করতে শুধুমাত্র নামবদলের অভিযোগ তুলে মানুষের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ।’’
তাঁর অভিযোগ, আসলে এটা কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ । বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মতো এই রাজ্যে প্রকল্প মুখ্যমন্ত্রীর নামে চালু করা হচ্ছে না । চালু করা হয়েছে বাংলার নামে । ভুলে গেলে চলবে না, এই প্রকল্পের জন্য যেমন অর্থ কেন্দ্রীয় সরকার দেয়, একইভাবে রাজ্য সরকারও দেয় । এই টাকা কেন্দ্রেরও নয় রাজ্যের নয়, টাকা বাংলার মানুষের । তাই বাংলা আবাস যোজনা সেই মানুষকে উৎসর্গ করে করা হয়েছে ।
তাঁর আরও অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে এই আবাস যোজনার নাম নয় রাজ্যের নামে রয়েছে অথবা মুখ্যমন্ত্রীর নামে রয়েছে । সেখানে যদি কেন্দ্র অর্থ বরাদ্দ করে, তাহলে রাজ্যকে কেন বঞ্চিত করা হচ্ছে ? কেন্দ্র যদি বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা না লেখা হলে টাকা দেওয়া হবে না, এর থেকে জনস্বার্থ বিরোধী কাজ কিছু হতে পারে না বলে দাবি করেছেন চন্দ্রিমাদেবী । তাঁর স্পষ্ট বক্তব্য, নির্বাচনে হেরে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বিজেপি । আর সেই কারণেই বাংলা বিরোধিতা থেকেই এমন করছে কেন্দ্রের শাসক দল ।
এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল প্রসঙ্গে বলেন, ‘‘দেখুন উত্তরপ্রদেশে ডবল ইঞ্চিন সরকার আমাদের । তাই যোগী-মোদি একই বিষয় । কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নাম বদল করছে । প্রকল্প বদল করে দিচ্ছে । কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে । আর রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছে ।’’