কলকাতা, 23 জুলাই : তৃণমূলের নজর এখন 2024 এর লোকসভা নির্বাচনে । আর সেই লক্ষ্যে এবার সংগঠনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল । সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুথ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে বড় জেলাগুলিকে ছোট ছোট সাংগঠনিক জেলায় ভাঙা হবে ।
আগামী দিনে এরাজ্যের শাসকদলের লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচন । আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে বুথভিত্তিক সংগঠন শক্তিশালী না হলে 2024-এর লড়াই কঠিন হবে বলে মনে করছে তৃণমূল । সেই কারণেই বড় জেলাগুলিকে ভেঙে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে ঘাসফুল শিবির । জানা গিয়েছে, প্রত্যেক অংশের জন্য একজন করে সভাপতি রাখা হবে । বড় জেলাগুলিকে একাধিক ভাগে ভাগ করা হবে এবং প্রত্যেক অংশের জন্য থাকবে একজন সভাপতি । উত্তর 24 পরগনার ক্ষেত্রে এতদিন একজন সভাপতি ছিলেন ৷ কিন্তু, তৃণমূলের নয়া সিদ্ধান্ত অনুযায়ী উত্তর 24 পরগনায় ব্যারাকপুর, বারাসত, বসিরহাটের মতো ছোট ছোট অংশে ভাগ করা হবে ৷ আর প্রত্যেক অংশে একজন করে সভাপতি নির্বাচিত করা হবে ৷
তৃণমূলের তরফে জানানো হয়েছে, প্রত্যেক জেলায় তৃণমূলের সংগঠনের বহর ক্রমশ বাড়ছে ৷ সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বও দেখা দিচ্ছে । তৃণমূল মনে করছে, সংগঠনের এই বিভাজনের মধ্যে দিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব রোখা যাবে এবং প্রত্যেক অংশের একজন সভাপতি করা হলে সেই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ রাখতেও সুবিধা হবে । দেখা গিয়েছে, উত্তর 24 পরগনা বা অন্য কোনও বড় জেলার সমস্যা হলে সভাপতি সময়ে সেখানে পৌঁছাতে পারেন না । ঠিক একই ভাবে নেতা ও কর্মীরা কোনও সমস্যায় পড়লে, তাঁদের জেলা সভাপতির কাছে যেতে পারেন না । সেদিক থেকে সংগঠনকে একাধিক ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত কার্যকর বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব ।
আরও পড়ুন : TMC 21 July : পিকে-অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মমতা দিলেন আগামীর তৃণমূল গড়ার আহ্বান
তৃণমূল সূত্রের খবর, এই ভাবনাচিন্তার মধ্যে যে জেলাগুলি রয়েছে, সেগুলি হল নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ । প্রসঙ্গত, হাওড়ার ক্ষেত্রে সাংগঠনিক বিভাজন আগে থেকেই আছে ৷ হাওড়া সদর এবং হাওড়া গ্রামীণ ৷ সেই কারণেই বিধানসভা নির্বাচনে তৃণমূল ভাল ফল করেছিল হাওড়াতে । সেই কথা মাথায় রেখে জেলাভিত্তিক সাংগঠনিক এই বিভাজন করতে চাইছে তৃণমূল নেতৃত্ব ৷