ETV Bharat / city

TMC Rally in KMC: কলকাতা পৌরনিগমের তৃণমূল বোর্ডের বিরুদ্ধে পথে নামল দলের শ্রমিক সংগঠন - TMC protested in KMC on several issue

কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation) শ্রমিক কর্মচারীদের নানান দাবি-দাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে আইএনটিটিইউসি অধীনে ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ মজদুর ইউনিয়নের সদস্যরা এদিন পৌরনিগমের ভিতর মিছিল করে । শ্রীমন্ত ঘোষাল এবং মানস রায়চৌধুরীর নেতৃত্বে তৃণমূলের শ্রমিক কর্মচারী সংগঠনের সদস্যরা এই মিছিল করেন (TMC Rally in KMC)।

TMC protested in KMC on several issue
TMC Rally in KMC
author img

By

Published : Jul 6, 2022, 10:34 PM IST

কলকাতা, 6 জুলাই: শনিবার পূর্ণদিবস ছুটি, রাজ্য সরকারি হেলথ স্কিম থেকে শুরু করে বকেয়া ডিএ প্রদান, এমন একাধিক দাবিতে বাম ও কংগ্রেসের শ্রমিক কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন চালাচ্ছে কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation) তৃণমূল বোর্ডের বিরুদ্ধে । এবার বাম কংগ্রেসের সেই পথ অনুসরণ করল শাসক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ।

কলকাতা পৌরনিগমের শ্রমিক কর্মচারীদের নানান দাবি-দাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে আইএনটিটিইউসি অধীনে ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ মজদুর ইউনিয়নের সদস্যরা এদিন পৌরনিগমের ভিতর মিছিল করে । শ্রীমন্ত ঘোষাল এবং মানস রায়চৌধুরীর নেতৃত্বে তৃণমূলের শ্রমিক কর্মচারী সংগঠনের সদস্যরা এই মিছিল করেন ।

তৃণমূলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানস রায়চৌধুরীর বলেন, "অন্য কোন দল কী দাবি করছে আমরা জানি না । আমরা দীর্ঘদিন ধরে এই দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছি ।" অন্যদিকে একইভাবে এদিন কলকাতা পৌরনিগমে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির মজদুর পঞ্চায়েত-এর সাধারণ সম্পাদক দুলাল ঘোষ এবং সম্পাদক শঙ্কর রায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয় । কলকাতা পৌরনিগমের বিভিন্ন জায়গায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন (TMC protested in KMC on several issue) ।

তৃণমূলের মিছিলকে কটাক্ষ করে কংগ্রেসের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল ঘোষ বলেন, "দীর্ঘদিন পর অবশেষে তৃণমূল পরিচালিত ইউনিয়নের ঘুম ভেঙেছে । তাদের তো সর্বপ্রথম শ্রমিক কর্মচারীদের স্বার্থ দেখার কথা । কিন্তু তারা কলকাতা পৌরনিগমের কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে কোনও দিনই সরব হয়নি ।"

কলকাতা পৌরনিগমের তৃণমূল বোর্ডের বিরুদ্ধে পথে নামল দলের শ্রমিক সংগঠন

আরও পড়ুন: অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধের দাবিতে কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের মিছিল

তবে বিতর্ক এখানে থেমে থাকেনি । বামপন্থী কর্মচারী ইউনিয়নের অন্যতম সংগঠন কেএমসি ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ ভট্টাচার্যের অভিযোগ, "বামেরা একমাত্র দীর্ঘদিন ধরে কলকাতা পৌর পৌরনিগমের শ্রমিক কর্মচারীদের স্বার্থে তাদের দাবি-দাওয়াকে কেন্দ্র করে আন্দোলন করছে ।" তার দাবি, বামপন্থীরা প্রথম শ্রমিক কর্মচারীদের জন্য লড়াই শুরু করেছে । শাসকদলের মনে হয়েছে তাই তারা পথে নেমেছে । কিন্তু শ্রমিক কর্মচারীদের পাশে বামেরা ছিল, আছে আর থাকবে ।

কলকাতা, 6 জুলাই: শনিবার পূর্ণদিবস ছুটি, রাজ্য সরকারি হেলথ স্কিম থেকে শুরু করে বকেয়া ডিএ প্রদান, এমন একাধিক দাবিতে বাম ও কংগ্রেসের শ্রমিক কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন চালাচ্ছে কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation) তৃণমূল বোর্ডের বিরুদ্ধে । এবার বাম কংগ্রেসের সেই পথ অনুসরণ করল শাসক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ।

কলকাতা পৌরনিগমের শ্রমিক কর্মচারীদের নানান দাবি-দাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে আইএনটিটিইউসি অধীনে ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ মজদুর ইউনিয়নের সদস্যরা এদিন পৌরনিগমের ভিতর মিছিল করে । শ্রীমন্ত ঘোষাল এবং মানস রায়চৌধুরীর নেতৃত্বে তৃণমূলের শ্রমিক কর্মচারী সংগঠনের সদস্যরা এই মিছিল করেন ।

তৃণমূলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানস রায়চৌধুরীর বলেন, "অন্য কোন দল কী দাবি করছে আমরা জানি না । আমরা দীর্ঘদিন ধরে এই দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছি ।" অন্যদিকে একইভাবে এদিন কলকাতা পৌরনিগমে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির মজদুর পঞ্চায়েত-এর সাধারণ সম্পাদক দুলাল ঘোষ এবং সম্পাদক শঙ্কর রায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয় । কলকাতা পৌরনিগমের বিভিন্ন জায়গায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন (TMC protested in KMC on several issue) ।

তৃণমূলের মিছিলকে কটাক্ষ করে কংগ্রেসের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল ঘোষ বলেন, "দীর্ঘদিন পর অবশেষে তৃণমূল পরিচালিত ইউনিয়নের ঘুম ভেঙেছে । তাদের তো সর্বপ্রথম শ্রমিক কর্মচারীদের স্বার্থ দেখার কথা । কিন্তু তারা কলকাতা পৌরনিগমের কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে কোনও দিনই সরব হয়নি ।"

কলকাতা পৌরনিগমের তৃণমূল বোর্ডের বিরুদ্ধে পথে নামল দলের শ্রমিক সংগঠন

আরও পড়ুন: অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধের দাবিতে কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের মিছিল

তবে বিতর্ক এখানে থেমে থাকেনি । বামপন্থী কর্মচারী ইউনিয়নের অন্যতম সংগঠন কেএমসি ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ ভট্টাচার্যের অভিযোগ, "বামেরা একমাত্র দীর্ঘদিন ধরে কলকাতা পৌর পৌরনিগমের শ্রমিক কর্মচারীদের স্বার্থে তাদের দাবি-দাওয়াকে কেন্দ্র করে আন্দোলন করছে ।" তার দাবি, বামপন্থীরা প্রথম শ্রমিক কর্মচারীদের জন্য লড়াই শুরু করেছে । শাসকদলের মনে হয়েছে তাই তারা পথে নেমেছে । কিন্তু শ্রমিক কর্মচারীদের পাশে বামেরা ছিল, আছে আর থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.