ETV Bharat / city

মোদি জমানায় পেট্রোপণ্যের দাম বেড়েছে 459 শতাংশ, দাবি তৃণমূলের - Diesel latest news today

শনিবার রাজ্যজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে তৃণমূল ৷ এই নিয়ে তারা সরাসরি সমালোচনা করেছে বিজেপি ও মোদির ৷

tmc mp sukhendusekhar roy attack bjp and narendra modi on Petrol diesel price hike
মোদি জমানায় পেট্রোপণ্যের দাম বেড়েছে 459 শতাংশ, দাবি তৃণমূলের
author img

By

Published : Jul 10, 2021, 9:38 PM IST

কলকাতা, 10 জুলাই : সেঞ্চুরি পার করেছে পেট্রল (Petrol) ৷ আর কয়েকদিন গেলেই একশো পার করে ফেলবে ডিজেলও (Diesel) ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের ৷ এই পরিস্থিতিতে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ দিনভর তারা রাজ্যের বিভিন্ন পেট্রল পাম্পের সামনে অবস্থান-বিক্ষোভ করল ৷

অবস্থান-বিক্ষোভের মঞ্চ থেকে তৃণমূলের একাধিক নেতা তোপ দেগেছেন ভারতীয় জনতা পার্টি (BJP) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ৷ পরে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে একাধিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendusekhar Roy) ৷

tmc mp sukhendusekhar roy attack bjp and narendra modi on Petrol diesel price hike
তৃণমূলের অবস্থান বিক্ষোভ

আরও পড়ুন : সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল

রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের এই সাংসদ গত 9 মার্চ সংসদে তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের একটি অংশ তুলে ধরেন ৷ তাঁর বক্তব্য, সেদিন পেট্রোলিয়াম মন্ত্রী দাবি করেছিলেন যে গত সাত বছরে রান্নার গ্যাসের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে ৷ পেট্রল-ডিজেলের দাম 459 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

এই পরিসংখ্যানের ভিত্তিতে সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, এটা নরেন্দ্র মোদি সরকারের প্রতিশ্রুতি আর কাজের ফারাক ৷ এখানেই না থেমে তিনি 2014 সালে বিজেপির প্রচারের একটি প্রসঙ্গ টেনে আনেন ৷ যেখানে তখন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের মূল্য নিয়ে তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ৷ মানুষের কষ্টের অভিযোগ করেছিলেন ৷

আরও পড়ুন : পুলিশি হানায় মারধর ও গুলি চালানোর অভিযোগে মাটিকুন্ডায় তৃণমূলের অবরোধ

রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের বর্তমান দামের পরিপ্রেক্ষিতে মোদির উদ্দেশ্যে এই তৃণমূল সাংসদের প্রশ্ন, এখন কি জিনিসের দামে প্রভাব পড়ছে না ? মানুষের কষ্ট কি বাড়ছে না ?

tmc mp sukhendusekhar roy attack bjp and narendra modi on Petrol diesel price hike
তৃণমূলের বিক্ষোভ মিছিল

তাঁর অভিযোগ, লাগামহীনভাবে দরবৃদ্ধি হচ্ছে রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের ৷ 2013 সালে এই খাত থেকে কেন্দ্রের আয় ছিল 52 হাজার 537 কোটি টাকা ৷ 2019 সালে এই আয় বেড়ে হয়েছে 2 লক্ষ 13 হাজার কোটি টাকা ৷ তার পরও উপমহাদেশের মধ্যে ভারতে পেট্রোপণ্য কেন সবচেয়ে বেশি দামি, সেই প্রশ্ন তুলেছেন সুখেন্দুশেখর রায় ৷

আরও পড়ুন : মমতা চাইলে জেলে যেতে রাজি, প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু

কলকাতা, 10 জুলাই : সেঞ্চুরি পার করেছে পেট্রল (Petrol) ৷ আর কয়েকদিন গেলেই একশো পার করে ফেলবে ডিজেলও (Diesel) ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের ৷ এই পরিস্থিতিতে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ দিনভর তারা রাজ্যের বিভিন্ন পেট্রল পাম্পের সামনে অবস্থান-বিক্ষোভ করল ৷

অবস্থান-বিক্ষোভের মঞ্চ থেকে তৃণমূলের একাধিক নেতা তোপ দেগেছেন ভারতীয় জনতা পার্টি (BJP) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ৷ পরে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে একাধিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendusekhar Roy) ৷

tmc mp sukhendusekhar roy attack bjp and narendra modi on Petrol diesel price hike
তৃণমূলের অবস্থান বিক্ষোভ

আরও পড়ুন : সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল

রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের এই সাংসদ গত 9 মার্চ সংসদে তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের একটি অংশ তুলে ধরেন ৷ তাঁর বক্তব্য, সেদিন পেট্রোলিয়াম মন্ত্রী দাবি করেছিলেন যে গত সাত বছরে রান্নার গ্যাসের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে ৷ পেট্রল-ডিজেলের দাম 459 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

এই পরিসংখ্যানের ভিত্তিতে সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, এটা নরেন্দ্র মোদি সরকারের প্রতিশ্রুতি আর কাজের ফারাক ৷ এখানেই না থেমে তিনি 2014 সালে বিজেপির প্রচারের একটি প্রসঙ্গ টেনে আনেন ৷ যেখানে তখন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের মূল্য নিয়ে তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ৷ মানুষের কষ্টের অভিযোগ করেছিলেন ৷

আরও পড়ুন : পুলিশি হানায় মারধর ও গুলি চালানোর অভিযোগে মাটিকুন্ডায় তৃণমূলের অবরোধ

রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের বর্তমান দামের পরিপ্রেক্ষিতে মোদির উদ্দেশ্যে এই তৃণমূল সাংসদের প্রশ্ন, এখন কি জিনিসের দামে প্রভাব পড়ছে না ? মানুষের কষ্ট কি বাড়ছে না ?

tmc mp sukhendusekhar roy attack bjp and narendra modi on Petrol diesel price hike
তৃণমূলের বিক্ষোভ মিছিল

তাঁর অভিযোগ, লাগামহীনভাবে দরবৃদ্ধি হচ্ছে রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের ৷ 2013 সালে এই খাত থেকে কেন্দ্রের আয় ছিল 52 হাজার 537 কোটি টাকা ৷ 2019 সালে এই আয় বেড়ে হয়েছে 2 লক্ষ 13 হাজার কোটি টাকা ৷ তার পরও উপমহাদেশের মধ্যে ভারতে পেট্রোপণ্য কেন সবচেয়ে বেশি দামি, সেই প্রশ্ন তুলেছেন সুখেন্দুশেখর রায় ৷

আরও পড়ুন : মমতা চাইলে জেলে যেতে রাজি, প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.