ETV Bharat / city

Santanu Attacks BJP : গীতশ্রীর প্রয়াণের পর বিজেপির বিরুদ্ধে তোপ তৃণমূল সাংসদের - Santanu Attacks BJP

মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee Passes Away) ৷ তার পর এই নিয়ে টুইট করেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Sen) ৷ সেখানেই তিনি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে (TMC MP Attacks BJP After Sandhya Mukherjee Demise) ৷

tmc mp attacks bjp after sandhya mukherjee demise
Santanu Attacks BJP : গীতশ্রীর প্রয়াণের পর বিজেপির বিরুদ্ধে তোপ তৃণমূল সাংসদের
author img

By

Published : Feb 15, 2022, 9:01 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Sen) ৷ মঙ্গলবার সন্ধ্যায় তিনি অভিযোগ করেন, জীবনের শেষ পর্যায়ে বিজেপি তাঁকে অপমান না করলেই ভালো হতো (TMC MP Attacks BJP After Sandhya Mukherjee Demise) ৷

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা সঙ্গীত জগতের এই কিংবদন্তি ৷ মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায় ৷ তার পর আসে তাঁর প্রয়াণের খবর (Sandhya Mukherjee Passes Away) ৷ সেই খবর আসতেই টুইট করেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ শান্তনু সেন ৷ তিনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন ৷ তার পরই তিনি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ একই সঙ্গে তিনি লেখেন, ‘‘উনি (সন্ধ্যা মুখোপাধ্য়ায়) আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবেন ৷’’

  • Deeply mourned by the sad demise of the legendary figure of the arena of music #sandhyamukherjee .

    May her soul rest in peace.

    Would have been better,had she not been insulted by @BJP4India Govt at her fag end of life.

    She will live in our heart forever.

    — DR SANTANU SEN (@SantanuSenMP) February 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়েকদিন আগে ভারত সরকারের তরফে পদ্ম-সম্মান ঘোষণা করা হয় ৷ সেখানে সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের নাম পদ্মশ্রীর তালিকায় রাখার বিষয়ে বিবেচনা করা হয় ৷ কিন্তু সরকারি সেই প্রস্তাব ফিরিয়ে দেন সন্ধ্যা ৷

তাঁর মতো নবতিপর কিংবদন্তিকে কেন পদ্মশ্রী দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে অনেকে সরব হন ৷ ঘটনাচক্রে এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ বিজেপির সরকারের তরফ থেকে আসা ওই ধাক্কা সামলাতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলেও কেউ কেউ দাবি করেন ৷ আর সেই অভিযোগের সঙ্গে সাজুয্য রেখেই এদিন টুইটারে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন : Mamata Reaction on Sandhya Mukherjee Demise : সন্ধ্যা মুখোপাধ্যায়ও ভারতরত্ন, গীতশ্রীর প্রয়াণে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

কলকাতা, 15 ফেব্রুয়ারি : গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Sen) ৷ মঙ্গলবার সন্ধ্যায় তিনি অভিযোগ করেন, জীবনের শেষ পর্যায়ে বিজেপি তাঁকে অপমান না করলেই ভালো হতো (TMC MP Attacks BJP After Sandhya Mukherjee Demise) ৷

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা সঙ্গীত জগতের এই কিংবদন্তি ৷ মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায় ৷ তার পর আসে তাঁর প্রয়াণের খবর (Sandhya Mukherjee Passes Away) ৷ সেই খবর আসতেই টুইট করেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ শান্তনু সেন ৷ তিনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন ৷ তার পরই তিনি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ একই সঙ্গে তিনি লেখেন, ‘‘উনি (সন্ধ্যা মুখোপাধ্য়ায়) আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবেন ৷’’

  • Deeply mourned by the sad demise of the legendary figure of the arena of music #sandhyamukherjee .

    May her soul rest in peace.

    Would have been better,had she not been insulted by @BJP4India Govt at her fag end of life.

    She will live in our heart forever.

    — DR SANTANU SEN (@SantanuSenMP) February 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়েকদিন আগে ভারত সরকারের তরফে পদ্ম-সম্মান ঘোষণা করা হয় ৷ সেখানে সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের নাম পদ্মশ্রীর তালিকায় রাখার বিষয়ে বিবেচনা করা হয় ৷ কিন্তু সরকারি সেই প্রস্তাব ফিরিয়ে দেন সন্ধ্যা ৷

তাঁর মতো নবতিপর কিংবদন্তিকে কেন পদ্মশ্রী দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে অনেকে সরব হন ৷ ঘটনাচক্রে এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ বিজেপির সরকারের তরফ থেকে আসা ওই ধাক্কা সামলাতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলেও কেউ কেউ দাবি করেন ৷ আর সেই অভিযোগের সঙ্গে সাজুয্য রেখেই এদিন টুইটারে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন : Mamata Reaction on Sandhya Mukherjee Demise : সন্ধ্যা মুখোপাধ্যায়ও ভারতরত্ন, গীতশ্রীর প্রয়াণে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.