ETV Bharat / city

Udayan Guha on BSF : গ্রামে গ্রামে ঘুরছে কেন বিএসএফ, 2024-এর প্রস্তুতি, ফের বিতর্ক উস্কে দিলেন উদয়ন - বিএসএফ-কে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর

সরাসরি কোনও দলের নাম না করলেও, 2024-এর লোকসভা নির্বাচনের গেরুয়া শিবির সীমান্তরক্ষী বাহিনীকে (Border Security Force) ব্যবহার করতে চলেছে বলে ফের বিতর্ক উস্কে দিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ।

preparing for Lok Sabha Election 2024 says TMC MLA Udayan Guha on BSF over alleged link between BJP and border guards
বিএসএফ-কে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর ।
author img

By

Published : Nov 29, 2021, 7:02 PM IST

কলকাতা, 29 নভেম্বর: কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি ব্যবহার করছে বলে ভোটের বাজারে এমন আওয়াজ আগেই তুলেছে তৃণমূল (TMC in West Bengal) । সরাসরি কোনও দলের নাম না করলেও, 2024-এর লোকসভা নির্বাচনের গেরুয়া শিবির সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করতে চলেছে বলে ফের বিতর্ক উস্কে দিলেন জোড়াফুল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha on BSF) । সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে বাড়ি বাড়ি গিয়ে বিএসএফ জনসংখ্যা এবং ভোটারসংখ্যা যাচাই করছে বলে দাবি তাঁর । তাতেই পরবর্তী লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) সংযোগ নিয়ে প্রশ্ন উস্কে দিয়েছেন তিনি ।

বিএসএফ-এর এক্তিয়ার বর্ধিত করা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন উদয়ন । রবিবার রাতে ফের নেটমাধ্যমে বিএসএফ-এর সমালোচনায় সরব হন তিনি । লেখেন, ‘বিএসএফ কি 2024-এর জন্য তৈরি হচ্ছে ? সীমান্ত থেকে অনেক ভিতরের গ্রামে ঢুকে খবর নিচ্ছে, জনসংখ্যা কত, ভোটার কত, শতকরা হিন্দু-মুসলমান কত ৷ দেশের নিরাপত্তার সঙ্গে এর কি সম্পর্ক ? 50 কিলোমিটার পর্যন্ত এক্তিয়ারে ! গ্রামের নাম দুরাচাপড়ি, খারিজা রাখালমারি, দিনহাটা বিধানসভা ।’

আরও পড়ুন: TMC Working Committee Meeting : জাতীয়স্তরে বিজেপি বিরোধিতার রূপরেখা তৈরিতে বৈঠক তৃণমূলের

উপনির্বাচনে দিনহাটায় বিপুল ভোটে জয়ী হয়েছেন উদয়ন ৷ আর সেই দিনহাটারই দুরাচাপড়ি এবং খারিজা রাখালমারিতে বিএসএফ-এর দুয়ারে দুয়ারে হাজির হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন উদয়ন ৷ ঘটনাচক্রে, সম্প্রতি দিনহাটার গিতালদহে বিএসএফ-এর শিবিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক৷ তার পরই বিএসএফ এবং কেন্দ্রের বিজেপি সরকারের সংযোগ নিয়ে প্রশ্ন তুললেন উদয়ন ৷

কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনে বিএসএফ-এর ভূমিকা নিয়ে ফেসবুকে যে অভিযোগ এনেছেন উদয়ন, তা মনঃপুত হয়নি অনেকেরই ৷ নেটমাধ্যমেই উদয়নের মন্তব্যের সমালোচনা করেছেন তাঁরা ৷ কিন্তু নিজের অবস্থানে অনড় উদয়ন ৷ ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে বলেন, ‘‘যেটা বাস্তব, সেটাই বলেছি ৷’’

Udayan Guha
বিএসএফ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

আরও পড়ুন: KMC Election 2021: পুরভোটে মনোনয়ন জমা দিলেন ফিরহাদ হাকিম

এর আগেও বিএসএফ-কে নিয়ে মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছিলেন উদয়ন ৷ কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার সীমান্ত এলাকায় বিএসএফ-এর এক্তিয়ার যখন 15 থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়, তার তীব্র নিন্দা করেন উদয়ন ৷ সীমান্ত সংলগ্ন এলকায় মহিলাদের সঙ্গে বিএসএফ অশালীন আচরণ করে বলে অভিযোগ তোলেন তিনি ৷ সেই সময় উদয়নের আনা অভিযোগ অস্বীকার করে বিজেপি ৷ বরং উদয়নকেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ৷

কলকাতা, 29 নভেম্বর: কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি ব্যবহার করছে বলে ভোটের বাজারে এমন আওয়াজ আগেই তুলেছে তৃণমূল (TMC in West Bengal) । সরাসরি কোনও দলের নাম না করলেও, 2024-এর লোকসভা নির্বাচনের গেরুয়া শিবির সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করতে চলেছে বলে ফের বিতর্ক উস্কে দিলেন জোড়াফুল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha on BSF) । সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে বাড়ি বাড়ি গিয়ে বিএসএফ জনসংখ্যা এবং ভোটারসংখ্যা যাচাই করছে বলে দাবি তাঁর । তাতেই পরবর্তী লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) সংযোগ নিয়ে প্রশ্ন উস্কে দিয়েছেন তিনি ।

বিএসএফ-এর এক্তিয়ার বর্ধিত করা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন উদয়ন । রবিবার রাতে ফের নেটমাধ্যমে বিএসএফ-এর সমালোচনায় সরব হন তিনি । লেখেন, ‘বিএসএফ কি 2024-এর জন্য তৈরি হচ্ছে ? সীমান্ত থেকে অনেক ভিতরের গ্রামে ঢুকে খবর নিচ্ছে, জনসংখ্যা কত, ভোটার কত, শতকরা হিন্দু-মুসলমান কত ৷ দেশের নিরাপত্তার সঙ্গে এর কি সম্পর্ক ? 50 কিলোমিটার পর্যন্ত এক্তিয়ারে ! গ্রামের নাম দুরাচাপড়ি, খারিজা রাখালমারি, দিনহাটা বিধানসভা ।’

আরও পড়ুন: TMC Working Committee Meeting : জাতীয়স্তরে বিজেপি বিরোধিতার রূপরেখা তৈরিতে বৈঠক তৃণমূলের

উপনির্বাচনে দিনহাটায় বিপুল ভোটে জয়ী হয়েছেন উদয়ন ৷ আর সেই দিনহাটারই দুরাচাপড়ি এবং খারিজা রাখালমারিতে বিএসএফ-এর দুয়ারে দুয়ারে হাজির হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন উদয়ন ৷ ঘটনাচক্রে, সম্প্রতি দিনহাটার গিতালদহে বিএসএফ-এর শিবিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক৷ তার পরই বিএসএফ এবং কেন্দ্রের বিজেপি সরকারের সংযোগ নিয়ে প্রশ্ন তুললেন উদয়ন ৷

কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনে বিএসএফ-এর ভূমিকা নিয়ে ফেসবুকে যে অভিযোগ এনেছেন উদয়ন, তা মনঃপুত হয়নি অনেকেরই ৷ নেটমাধ্যমেই উদয়নের মন্তব্যের সমালোচনা করেছেন তাঁরা ৷ কিন্তু নিজের অবস্থানে অনড় উদয়ন ৷ ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে বলেন, ‘‘যেটা বাস্তব, সেটাই বলেছি ৷’’

Udayan Guha
বিএসএফ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

আরও পড়ুন: KMC Election 2021: পুরভোটে মনোনয়ন জমা দিলেন ফিরহাদ হাকিম

এর আগেও বিএসএফ-কে নিয়ে মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছিলেন উদয়ন ৷ কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার সীমান্ত এলাকায় বিএসএফ-এর এক্তিয়ার যখন 15 থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়, তার তীব্র নিন্দা করেন উদয়ন ৷ সীমান্ত সংলগ্ন এলকায় মহিলাদের সঙ্গে বিএসএফ অশালীন আচরণ করে বলে অভিযোগ তোলেন তিনি ৷ সেই সময় উদয়নের আনা অভিযোগ অস্বীকার করে বিজেপি ৷ বরং উদয়নকেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.