ETV Bharat / city

রাজ্যপাল নিরপেক্ষ নন, সরাসরি আক্রমণ পার্থর - bengal governor

পার্থর মত, ‘‘সাংবিধানিক এক্তিয়ারের অপব্যবহার এবং প্রাত্যহিক রাজনৈতিক গিমিক রাজ্যপালের এড়িয়ে চলা উচিত । কারণ তৃণমূল সরকার মানুষের সরকার তাই এই সরকার জানে কোনটা ঠিক, আর কোনটা নয় ৷’

রাজ্যপাল নিরপেক্ষ নন, সরাসরি আক্রমণ পার্থর
author img

By

Published : Sep 25, 2019, 1:23 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : পদে আসীন হওয়ার 15 দিনের মধ্যেই রাজ্যপাল বুঝিয়ে দিলেন তিনি নিরপেক্ষ নন ৷ এভাবে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ পার্থ বাবু বললেন, রাজনৈতিকভাবে একপেশে মন্তব্য করছেন রাজ্যপাল ৷ সরকারি অফিসার ও সরকারি বিভাগের বিরুদ্ধে একপেশে কথা বলছেন জগদীপ ধনকড় ৷

পার্থ বাবু বললেন, সংবিধান অনুযায়ী, রাজ্য সরকার মানুষের দ্বারা নির্বাচিত ৷ কেন্দ্রও ৷ কিন্তু রাজ্যপালের পদ মনোনীত একটি পদ, নির্বাচিত পদ নয় ৷ সংবিধানে রাজ্য সরকারের ভূমিকা এবং রাজ্যপালের ভূমিকা খুব স্পষ্ট করেই চিহ্নিত করা রয়েছে বলেও একটি বিবৃতিতে উল্লেখ করেছেন পার্থ বাবু ৷

পার্থ বাবুর মত, পশ্চিমবঙ্গ একটা অসাধারণ রাজ্য ৷ অনেক দর্শনীয় স্থানও রয়েছে ৷ রাজ্যপাল চাইলে সেখানে ঘুরে আসতে পারেন রাজ্যের অতিথি হিসেবে৷ এটাই কাম্য ৷

পার্থ বাবুর বিবৃতিতে উল্লেখ রয়েছে, 'সাংবিধানিক পদে থেকে সরকার এবং সরকারি কর্তাদের কাজে নাক গলানো এবং অপ্রয়োজনে অতিসক্রিয় হয়ে ওঠা অভিপ্রেত নয়৷'
পার্থর মত, ‘‘সাংবিধানিক এক্তিয়ারের অপব্যবহার এবং প্রাত্যহিক রাজনৈতিক গিমিক রাজ্যপালের এড়িয়ে চলা উচিত । কারণ তৃণমূল সরকার মানুষের সরকার তাই এই সরকার জানে কোনটা ঠিক, আর কোনটা নয় ৷’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাত্রদের সমবেত প্রতিবাদের সামনে পড়তে হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে৷ পরিস্থিতি এতটাই কঠিন হয়েছিল যে ছাত্রদের প্রতিবাদের মুখ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সরিয়ে আনতে ঘটনাস্থানে যান স্বয়ং রাজ্যপাল ধনকড় ৷ এই সূত্র ধরেই রাজ্যের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে রাজ্যপালের ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর : পদে আসীন হওয়ার 15 দিনের মধ্যেই রাজ্যপাল বুঝিয়ে দিলেন তিনি নিরপেক্ষ নন ৷ এভাবে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ পার্থ বাবু বললেন, রাজনৈতিকভাবে একপেশে মন্তব্য করছেন রাজ্যপাল ৷ সরকারি অফিসার ও সরকারি বিভাগের বিরুদ্ধে একপেশে কথা বলছেন জগদীপ ধনকড় ৷

পার্থ বাবু বললেন, সংবিধান অনুযায়ী, রাজ্য সরকার মানুষের দ্বারা নির্বাচিত ৷ কেন্দ্রও ৷ কিন্তু রাজ্যপালের পদ মনোনীত একটি পদ, নির্বাচিত পদ নয় ৷ সংবিধানে রাজ্য সরকারের ভূমিকা এবং রাজ্যপালের ভূমিকা খুব স্পষ্ট করেই চিহ্নিত করা রয়েছে বলেও একটি বিবৃতিতে উল্লেখ করেছেন পার্থ বাবু ৷

পার্থ বাবুর মত, পশ্চিমবঙ্গ একটা অসাধারণ রাজ্য ৷ অনেক দর্শনীয় স্থানও রয়েছে ৷ রাজ্যপাল চাইলে সেখানে ঘুরে আসতে পারেন রাজ্যের অতিথি হিসেবে৷ এটাই কাম্য ৷

পার্থ বাবুর বিবৃতিতে উল্লেখ রয়েছে, 'সাংবিধানিক পদে থেকে সরকার এবং সরকারি কর্তাদের কাজে নাক গলানো এবং অপ্রয়োজনে অতিসক্রিয় হয়ে ওঠা অভিপ্রেত নয়৷'
পার্থর মত, ‘‘সাংবিধানিক এক্তিয়ারের অপব্যবহার এবং প্রাত্যহিক রাজনৈতিক গিমিক রাজ্যপালের এড়িয়ে চলা উচিত । কারণ তৃণমূল সরকার মানুষের সরকার তাই এই সরকার জানে কোনটা ঠিক, আর কোনটা নয় ৷’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাত্রদের সমবেত প্রতিবাদের সামনে পড়তে হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে৷ পরিস্থিতি এতটাই কঠিন হয়েছিল যে ছাত্রদের প্রতিবাদের মুখ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সরিয়ে আনতে ঘটনাস্থানে যান স্বয়ং রাজ্যপাল ধনকড় ৷ এই সূত্র ধরেই রাজ্যের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে রাজ্যপালের ৷

Deoghar (Jharkhand), Sep 24 (ANI): Chief Minister of Jharkhand Raghubar Das on September 24 reminded residents of Deoghar about people-centric schemes. Thanking people for giving their precious vote to BJP, he said that state government is providing electricity to all the houses step by step. He also informed people about Central Government's various schemes like Pradhan Mantri Ujjwala Yojana which provides LPG connections to women from Below Poverty Line (BPL) households. He also highlighted that Jharkhand is the first state which is providing LPG gas stove to women from Below Poverty Line (BPL) households.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.