ETV Bharat / city

Kunal-Suvendu : নারদের চার্জশিটে কেন শুভেন্দুর নাম নেই, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল - Narada Case

নারদ মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে ইডি ৷ সেই চার্জশিটে কেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নেই, প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস ৷

tmc leader kunal ghosh raised question on why suvendu adhikari name missing from ed charge shit in narada sting case
Kunal-Suvendu : নারদের চার্জশিটে কেন শুভেন্দুর নাম নেই, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল
author img

By

Published : Sep 1, 2021, 6:51 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : নারদ মামলায় (Narada Case) আজ, বুধবার আদালতে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ সেই চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ দলের মুখপাত্র সাংবাদিক বৈঠক ডেকে প্রশ্ন তুললেন, নারদ মামলার চার্জশিটে কেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম নেই ?

এদিন ইডি-র তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে পাঁচজনের নাম রয়েছে ৷ সেই পাঁচজন হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chattarjee) ও এসএমএইচ মির্জা ৷ তা দেখে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, নারদ মামলায় চার্জশিট পেশে ইডি পক্ষপাতিত্ব করেছে ৷

আরও পড়ুন : Narada Case : নারদ কাণ্ডে চার্জশিট ইডির, 16 নভেম্বর সুব্রত-ফিরহাদদের আদালতে হাজিরার নির্দেশ

প্রসঙ্গত, নারদ মামলায় যাঁরা অভিযুক্ত, তাঁদের প্রত্যেককেই গোপন ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে ৷ শুভেন্দু অধিকারীর ছবিও দেখা গিয়েছিল ৷ সেই প্রসঙ্গ টেনেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে নারদে জড়িত থাকার অভিযোগ যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠে, সেই সময় তিনি তমলুকের সাংসদ ৷ পরে তিনি নন্দীগ্রাম (Nandigram) থেকে জিতে বিধায়ক হন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় জায়গা করে নেন ৷ কিন্তু এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে (BJP) ৷ তাই শুভেন্দুর নাম চার্জশিটে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ ৷

আরও পড়ুন : Rujira Banerjee to ED: করোনাকালে দিল্লি যেতে পারবেন না, বাড়িতে আসতে ইডি-কে চিঠি রুজিরার

তাঁর দাবি, বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে ৷ একদিকে লড়াকু প্রতিপক্ষদের অপদস্ত করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ৷ অন্যদিকে যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদের রক্ষা করা হচ্ছে ৷ এটা দ্বিচারিতা ৷

উল্লেখ্য, গত শনিবার ইডি নোটিস দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ আজ, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ বরং করোনা পরিস্থিতি যেতে পারবেন না বলে জানিয়েছেন৷ ইডিকে তাঁর বাড়িতে আসার অনুরোধ জানিয়েছেন চিঠিতে ৷

আরও পড়ুন : Post Poll Violence : তদন্তে নেমেই রাজ্য পুলিশের বিস্তর গাফিলতি নজরে এল সিবিআইয়ের

অন্যদিকে আগামী শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ৷ সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি রাখতে বলা হয়েছে ৷ তিনি যাবেন কি না, তা জানা যায়নি ৷ কিন্তু কুণাল ঘোষ ‘লড়াকু প্রতিপক্ষদের অপদস্ত’ করার প্রসঙ্গ তুলে আসলে অভিষেক-রুজিরার কথা বলেছেন ৷

শুভেন্দু অধিকারীর নাম নেই বলে কুণাল ঘোষ অভিযোগ করলেও এদিন আদালতে ইডির এই চার্জশিটে বলা হয়েছে, অপরূপা পোদ্দার, সৌগত রায়, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে সমান্তরাল ভাবে তদন্ত চালিয়ে যাবে তারা ৷

আরও পড়ুন : Kasba Fake Vaccine : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান ইডি-র

কলকাতা, 1 সেপ্টেম্বর : নারদ মামলায় (Narada Case) আজ, বুধবার আদালতে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ সেই চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ দলের মুখপাত্র সাংবাদিক বৈঠক ডেকে প্রশ্ন তুললেন, নারদ মামলার চার্জশিটে কেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম নেই ?

এদিন ইডি-র তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে পাঁচজনের নাম রয়েছে ৷ সেই পাঁচজন হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chattarjee) ও এসএমএইচ মির্জা ৷ তা দেখে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, নারদ মামলায় চার্জশিট পেশে ইডি পক্ষপাতিত্ব করেছে ৷

আরও পড়ুন : Narada Case : নারদ কাণ্ডে চার্জশিট ইডির, 16 নভেম্বর সুব্রত-ফিরহাদদের আদালতে হাজিরার নির্দেশ

প্রসঙ্গত, নারদ মামলায় যাঁরা অভিযুক্ত, তাঁদের প্রত্যেককেই গোপন ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে ৷ শুভেন্দু অধিকারীর ছবিও দেখা গিয়েছিল ৷ সেই প্রসঙ্গ টেনেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে নারদে জড়িত থাকার অভিযোগ যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠে, সেই সময় তিনি তমলুকের সাংসদ ৷ পরে তিনি নন্দীগ্রাম (Nandigram) থেকে জিতে বিধায়ক হন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় জায়গা করে নেন ৷ কিন্তু এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে (BJP) ৷ তাই শুভেন্দুর নাম চার্জশিটে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ ৷

আরও পড়ুন : Rujira Banerjee to ED: করোনাকালে দিল্লি যেতে পারবেন না, বাড়িতে আসতে ইডি-কে চিঠি রুজিরার

তাঁর দাবি, বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে ৷ একদিকে লড়াকু প্রতিপক্ষদের অপদস্ত করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ৷ অন্যদিকে যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদের রক্ষা করা হচ্ছে ৷ এটা দ্বিচারিতা ৷

উল্লেখ্য, গত শনিবার ইডি নোটিস দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ আজ, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ বরং করোনা পরিস্থিতি যেতে পারবেন না বলে জানিয়েছেন৷ ইডিকে তাঁর বাড়িতে আসার অনুরোধ জানিয়েছেন চিঠিতে ৷

আরও পড়ুন : Post Poll Violence : তদন্তে নেমেই রাজ্য পুলিশের বিস্তর গাফিলতি নজরে এল সিবিআইয়ের

অন্যদিকে আগামী শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ৷ সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি রাখতে বলা হয়েছে ৷ তিনি যাবেন কি না, তা জানা যায়নি ৷ কিন্তু কুণাল ঘোষ ‘লড়াকু প্রতিপক্ষদের অপদস্ত’ করার প্রসঙ্গ তুলে আসলে অভিষেক-রুজিরার কথা বলেছেন ৷

শুভেন্দু অধিকারীর নাম নেই বলে কুণাল ঘোষ অভিযোগ করলেও এদিন আদালতে ইডির এই চার্জশিটে বলা হয়েছে, অপরূপা পোদ্দার, সৌগত রায়, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে সমান্তরাল ভাবে তদন্ত চালিয়ে যাবে তারা ৷

আরও পড়ুন : Kasba Fake Vaccine : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান ইডি-র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.