ETV Bharat / city

Kunal on CPIM State Committee : সিপিএমের রাজ্য কমিটিতে তরুণ মুখ, প্রশংসা কুণালের

সিপিএমের নতুন রাজ্য কমিটির প্রশংসা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh Praises newly inducted members of CPIM Bengal State Committee) ৷ তিনি সিপিএমের রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া নতুনদের শুভেচ্ছা জানিয়েছেন ৷

tmc leader kunal ghosh praises newly inducted members of cpim bengal state committee
Kunal on CPIM State Committee : সিপিএমের রাজ্য কমিটিতে তরুণ মুখ, প্রশংসা কুণালের
author img

By

Published : Mar 17, 2022, 8:26 PM IST

কলকাতা, 17 মার্চ : সিপিএমের রাজ্য কমিটি নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে তিনি টুইট করেছেন ৷ লিখেছেন, ‘‘সিপিএমের রাজ্য কমিটিতে যে তরুণ মুখেরা এলেন, তাদের অভিনন্দন জানাই (TMC Leader Kunal Ghosh Praises newly inducted members of CPIM Bengal State Committee) ।’’

কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ৷ তাঁর দল তৃণমূলের অন্যতম প্রতিপক্ষ সিপিএম ৷ তাই প্রতিপক্ষকে অভিনন্দন জানানোর আগে দুই দলের রাজনৈতিক মতপার্থক্যের বিষয়টিও উল্লেখ করেছেন কুণাল ৷

একই সঙ্গে রাজনীতির সূত্রে যাঁদের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে, তাঁদের মধ্য়ে কেউ কেউ সিপিএমের রাজ্য কমিটিতে জায়গা পাওয়া নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ৷ টুইটে লিখেছেন, ‘‘সুদীপ এবং আরও কয়েকজনের সঙ্গে পুরনো পরিচয় । তারা নিজেদের পার্টিতে স্বীকৃতি পেতে ভাল লাগল ।’’

  • রাজনৈতিক মতপার্থক্য আছে, থাকবে।
    কিন্তু @CPIM_WESTBENGAL -এর রাজ্য কমিটিতে যে তরুণ মুখেরা এলেন, তাদের অভিনন্দন জানাই। সুদীপ এবং আরও কয়েকজনের সঙ্গে পুরনো পরিচয়। তারা নিজেদের পার্টিতে স্বীকৃতি পেতে ভালো লাগল। বিমানদা, সূর্যবাবু, রবীনদা, গৌতমদারা সরে দাঁড়ালেন। ভালো থাকুন।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) March 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার সিপিএমের রাজ্য কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অনেক নেতা ৷ সেই নিয়ে কুণাল ঘোষের মন্তব্য, ‘‘বিমানদা, সূর্যবাবু, রবীনদা, গৌতমদারা সরে দাঁড়ালেন। ভাল থাকুন ।’’

যদিও এদিন সিপিএমের রাজ্য কমিটিতে রদবদলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাজ্য সম্পাদক বদল নিয়ে ৷ এতদিন সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন সূর্যকান্ত মিশ্র ৷ তাঁর জায়গায় এবার ওই পদে এলেন মহম্মদ সেলিম (CPIM New Secretary of Bengal Md Selim) ৷ সেই নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি কুণাল ঘোষ ৷

আরও পড়ুন : CPIM New state Secretary Md Salim : সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কলকাতা, 17 মার্চ : সিপিএমের রাজ্য কমিটি নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে তিনি টুইট করেছেন ৷ লিখেছেন, ‘‘সিপিএমের রাজ্য কমিটিতে যে তরুণ মুখেরা এলেন, তাদের অভিনন্দন জানাই (TMC Leader Kunal Ghosh Praises newly inducted members of CPIM Bengal State Committee) ।’’

কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ৷ তাঁর দল তৃণমূলের অন্যতম প্রতিপক্ষ সিপিএম ৷ তাই প্রতিপক্ষকে অভিনন্দন জানানোর আগে দুই দলের রাজনৈতিক মতপার্থক্যের বিষয়টিও উল্লেখ করেছেন কুণাল ৷

একই সঙ্গে রাজনীতির সূত্রে যাঁদের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে, তাঁদের মধ্য়ে কেউ কেউ সিপিএমের রাজ্য কমিটিতে জায়গা পাওয়া নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ৷ টুইটে লিখেছেন, ‘‘সুদীপ এবং আরও কয়েকজনের সঙ্গে পুরনো পরিচয় । তারা নিজেদের পার্টিতে স্বীকৃতি পেতে ভাল লাগল ।’’

  • রাজনৈতিক মতপার্থক্য আছে, থাকবে।
    কিন্তু @CPIM_WESTBENGAL -এর রাজ্য কমিটিতে যে তরুণ মুখেরা এলেন, তাদের অভিনন্দন জানাই। সুদীপ এবং আরও কয়েকজনের সঙ্গে পুরনো পরিচয়। তারা নিজেদের পার্টিতে স্বীকৃতি পেতে ভালো লাগল। বিমানদা, সূর্যবাবু, রবীনদা, গৌতমদারা সরে দাঁড়ালেন। ভালো থাকুন।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) March 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার সিপিএমের রাজ্য কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অনেক নেতা ৷ সেই নিয়ে কুণাল ঘোষের মন্তব্য, ‘‘বিমানদা, সূর্যবাবু, রবীনদা, গৌতমদারা সরে দাঁড়ালেন। ভাল থাকুন ।’’

যদিও এদিন সিপিএমের রাজ্য কমিটিতে রদবদলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাজ্য সম্পাদক বদল নিয়ে ৷ এতদিন সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন সূর্যকান্ত মিশ্র ৷ তাঁর জায়গায় এবার ওই পদে এলেন মহম্মদ সেলিম (CPIM New Secretary of Bengal Md Selim) ৷ সেই নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি কুণাল ঘোষ ৷

আরও পড়ুন : CPIM New state Secretary Md Salim : সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.