ETV Bharat / city

Firhad Slams BJP: বিজেপির শ্যামাপ্রসাদ যাত্রাকে অর্থহীন বললেন ফিরহাদ হাকিম

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি নিয়েছে (Syama Prasad Mukherjee Birth Anniversary) ৷ আগামিকাল রাজ্যজুড়ে শ্যামাপ্রসাদ যাত্রার আয়োজন করেছে বিজেপি (BJP) ৷ সেই কর্মসূচিকে অর্থহীন বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim) ৷

tmc-leader-firhad-hakim-slams-bjp-on-syama-prasad-mukherjee-issue
Firhad Slams BJP: বিজেপির শ্যামাপ্রসাদ যাত্রাকে অর্থহীন বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম
author img

By

Published : Jul 5, 2022, 4:35 PM IST

Updated : Jul 5, 2022, 5:02 PM IST

কলকাতা, 5 জুলাই : আগামিকাল, 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন (Syama Prasad Mukherjee Birth Anniversary) ৷ সেই উপলক্ষে বিজেপি (BJP) বুধবার রাজ্য জুড়ে শ্যামাপ্রসাদ যাত্রা করার পরিকল্পনা করেছে । সেই কর্মসূচিকেই বিঁধলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim) । বললেন, ‘‘অর্থহীন ৷ বাংলাকে অপমান করে শ্যামাপ্রসাদ যাত্রা করা যায় না ।’’

তিনি বলেন, ‘‘আর্দশগতভাবে ভিন্ন হলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার সন্তান । ওঁর সঙ্গে আমাদের মতবাদ মেলে না ৷ কিন্তু উনি বাংলার কৃতি সন্তান । বাংলাকে অপমান করে বাংলা আবাস যোজনা সরিয়ে দাও, বাংলা সড়ক যোজনা সরিয়ে দাও ৷ বাংলার নাম সরিয়ে দিয়ে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানালে হবে ?’’

Firhad Slams BJP: বিজেপির শ্যামাপ্রসাদ যাত্রাকে অর্থহীন বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম

এখানে উল্লেখ করা প্রয়োজন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ৷ সেই জনসঙ্ঘ থেকেই বিজেপি তৈরি হয়েছে ৷ ফলে গেরুয়া শিবির বরাবরই শ্রদ্ধার আসনে বসায় শ্যামাপ্রসাদকে ৷ প্রতিবারই তাঁর জন্মদিবস পালন করে বিজেপি ৷ এবার শ্যামাপ্রসাদ যাত্রার আয়োজন করেছে ৷ কলকাতার কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের নেতারা ৷ পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশে এই কর্মসূচি পালন করা হবে ৷ সেখানে জেলাস্তরের নেতারা উপস্থিত থাকবেন ৷

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) কাঙ্খিত সাফল্য পায়নি বিজেপি ৷ তার পর রাজ্যে হওয়া প্রতিটি ভোটেই বিজেপির ফল খারাপ হয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজনীতির ময়দানে প্রাসঙ্গিকতা ধরে রাখতে তারা সবরকম চেষ্টা করছে ৷ সেই কারণেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে তারা হাতিয়ার করেছে ৷

আরও পড়ুন : Mithun Chakraborty: '3 থেকে 77 জন বিধায়ক হয়েছে', রাজ্যে বিজেপির উত্থানে খুশি মিঠুন

কলকাতা, 5 জুলাই : আগামিকাল, 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন (Syama Prasad Mukherjee Birth Anniversary) ৷ সেই উপলক্ষে বিজেপি (BJP) বুধবার রাজ্য জুড়ে শ্যামাপ্রসাদ যাত্রা করার পরিকল্পনা করেছে । সেই কর্মসূচিকেই বিঁধলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim) । বললেন, ‘‘অর্থহীন ৷ বাংলাকে অপমান করে শ্যামাপ্রসাদ যাত্রা করা যায় না ।’’

তিনি বলেন, ‘‘আর্দশগতভাবে ভিন্ন হলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার সন্তান । ওঁর সঙ্গে আমাদের মতবাদ মেলে না ৷ কিন্তু উনি বাংলার কৃতি সন্তান । বাংলাকে অপমান করে বাংলা আবাস যোজনা সরিয়ে দাও, বাংলা সড়ক যোজনা সরিয়ে দাও ৷ বাংলার নাম সরিয়ে দিয়ে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানালে হবে ?’’

Firhad Slams BJP: বিজেপির শ্যামাপ্রসাদ যাত্রাকে অর্থহীন বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম

এখানে উল্লেখ করা প্রয়োজন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ৷ সেই জনসঙ্ঘ থেকেই বিজেপি তৈরি হয়েছে ৷ ফলে গেরুয়া শিবির বরাবরই শ্রদ্ধার আসনে বসায় শ্যামাপ্রসাদকে ৷ প্রতিবারই তাঁর জন্মদিবস পালন করে বিজেপি ৷ এবার শ্যামাপ্রসাদ যাত্রার আয়োজন করেছে ৷ কলকাতার কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের নেতারা ৷ পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশে এই কর্মসূচি পালন করা হবে ৷ সেখানে জেলাস্তরের নেতারা উপস্থিত থাকবেন ৷

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) কাঙ্খিত সাফল্য পায়নি বিজেপি ৷ তার পর রাজ্যে হওয়া প্রতিটি ভোটেই বিজেপির ফল খারাপ হয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজনীতির ময়দানে প্রাসঙ্গিকতা ধরে রাখতে তারা সবরকম চেষ্টা করছে ৷ সেই কারণেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে তারা হাতিয়ার করেছে ৷

আরও পড়ুন : Mithun Chakraborty: '3 থেকে 77 জন বিধায়ক হয়েছে', রাজ্যে বিজেপির উত্থানে খুশি মিঠুন

Last Updated : Jul 5, 2022, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.