ETV Bharat / city

Tapan Dutta Murder Case : তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল নেতা - Bengal CM Mamata Banerjee

তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court orders CBI probe in Tapan Dutta Murder Case) ৷ আজ তার বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করলেন তৃণমূল নেতা ষষ্ঠী গায়েন ।

TMC leader files case in HC against CBI probe into Tapan Dutta murder
Tapan Dutta Murder Case
author img

By

Published : Jun 14, 2022, 1:27 PM IST

কলকাতা, 14 জুন : তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে করা হল মামলা (TMC leader files case in HC against CBI probe into Tapan Dutta murder)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হল । মামলা করলেন অভিযুক্ত তৃণমূল নেতা ষষ্ঠী গায়েন । মামলাকারীর বক্তব্য, এই মামলার দীর্ঘদিন ধরে পুলিশ তদন্ত করছে । দু’বার চার্জশিটও পেশ হয়ে গিয়েছে নিম্ন আদালতে । ফের নতুন করে সিবিআইয়ের হাতে কেন তদন্তভার দেওয়া হবে? এই প্রশ্ন তুলেই হাইকোর্টের দ্বারস্থ ষষ্ঠী গায়েন ।

উল্লেখ্য, হাওড়া জলাভূমি বাঁচাও আন্দোলনের নেতা তপন দত্ত 2011 সালের 6 মে আততায়ীদের গুলিতে খুন হন (Tapan Dutta Murder Case) । ঘটনায় একাধিক তৃণমূল (Trinamool Congress) নেতা কর্মীর নাম জড়ায় । তপন দত্ত নিজেও তৃণমূলেরই কর্মী ছিলেন । সিআইডি প্রাথমিক তদন্তের পর জানায়, জলা জমি ভরাট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলেই তাঁকে খুন হতে হয় ।

আরও পড়ুন : Tapan Dutta Murder Case: তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

2011 সালের 30 অগস্ট সিআইডি (CID) মামলার চার্জশিট পেশ করে । চার্জশিটে একাধিক তৃণমূল নেতার নাম ছিল । 2011 সালের 26 সেপ্টেম্বর ফের একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি । সেখানে কোনও কারণ না দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের মন্ত্রী অরূপ রায়, ষষ্ঠী গায়েন-সহ 9 জন তৃণমূল নেতার নাম বাদ দেওয়া হয় চার্জশিট থেকে । কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ করে দেয় । মামলা গড়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court) । সুপ্রিমকোর্ট মামলাটি হাইকোর্টকেই নিস্পত্তির নির্দেশ দিয়েছিল । হাইকোর্ট দীর্ঘদিন মামলাটি শোনার পর গত সপ্তাহে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে (Calcutta High Court orders CBI probe)। আজ তার বিরুদ্ধেই আপিল করলেন ষষ্ঠী গায়েন ।

কলকাতা, 14 জুন : তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে করা হল মামলা (TMC leader files case in HC against CBI probe into Tapan Dutta murder)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হল । মামলা করলেন অভিযুক্ত তৃণমূল নেতা ষষ্ঠী গায়েন । মামলাকারীর বক্তব্য, এই মামলার দীর্ঘদিন ধরে পুলিশ তদন্ত করছে । দু’বার চার্জশিটও পেশ হয়ে গিয়েছে নিম্ন আদালতে । ফের নতুন করে সিবিআইয়ের হাতে কেন তদন্তভার দেওয়া হবে? এই প্রশ্ন তুলেই হাইকোর্টের দ্বারস্থ ষষ্ঠী গায়েন ।

উল্লেখ্য, হাওড়া জলাভূমি বাঁচাও আন্দোলনের নেতা তপন দত্ত 2011 সালের 6 মে আততায়ীদের গুলিতে খুন হন (Tapan Dutta Murder Case) । ঘটনায় একাধিক তৃণমূল (Trinamool Congress) নেতা কর্মীর নাম জড়ায় । তপন দত্ত নিজেও তৃণমূলেরই কর্মী ছিলেন । সিআইডি প্রাথমিক তদন্তের পর জানায়, জলা জমি ভরাট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলেই তাঁকে খুন হতে হয় ।

আরও পড়ুন : Tapan Dutta Murder Case: তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

2011 সালের 30 অগস্ট সিআইডি (CID) মামলার চার্জশিট পেশ করে । চার্জশিটে একাধিক তৃণমূল নেতার নাম ছিল । 2011 সালের 26 সেপ্টেম্বর ফের একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি । সেখানে কোনও কারণ না দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের মন্ত্রী অরূপ রায়, ষষ্ঠী গায়েন-সহ 9 জন তৃণমূল নেতার নাম বাদ দেওয়া হয় চার্জশিট থেকে । কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ করে দেয় । মামলা গড়ায় সুপ্রিম কোর্টে (Supreme Court) । সুপ্রিমকোর্ট মামলাটি হাইকোর্টকেই নিস্পত্তির নির্দেশ দিয়েছিল । হাইকোর্ট দীর্ঘদিন মামলাটি শোনার পর গত সপ্তাহে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে (Calcutta High Court orders CBI probe)। আজ তার বিরুদ্ধেই আপিল করলেন ষষ্ঠী গায়েন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.