ETV Bharat / city

Narendra Modi : মোদি ভারতের জেমস বন্ড, কটাক্ষ তৃণমূলের ডেরেকের

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ সেখানেই তিনি এই তুলনা টেনেছেন ৷

tmc leader derek o'brien said pm narendra modi is james bond of india
Narendra Modi : মোদি ভারতের জেমস বন্ড, কটাক্ষ তৃণমূলের ডেরেকের
author img

By

Published : Oct 19, 2021, 7:22 PM IST

কলকাতা, 19 অক্টোবর : বন্ড, জেমস বন্ড (James Bond) ৷ চলচ্চিত্র জগতের এই দুঃসাহসিক গোয়েন্দার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) তুলনা টানলেন ডেরেক ও’ব্রায়েন ৷ বন্ডের ‘007’ নম্বরকে সামনে রেখে কটাক্ষে বিঁধলেন মোদির শাসনকালকে ৷

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্যাল ছবি পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Trinamool Congress MP Derek O'Brien) ৷ যে ছবিটি তৈরি করা হয়েছে জেমস বন্ডের কোনও ছবির পোস্টারের আদলে ৷ ছবিতে মোদিকে দেখা যাচ্ছে ৷ সামনে লেখা ‘দে কল মি 007’ ৷

আরও পড়ুন : Congress-BJP: মোদিকে ‘অঙ্গুঠাছাপ’ বলা উচিত হয়নি, বিতর্কে সাফাই কংগ্রেস নেতার, টুইট মুছল দল

অর্থাৎ ডেরেক বোঝাতে চাইছেন যে মোদি বলছেন, তাঁকে অনেকেই 007 নামে ডাকে ৷ কিন্তু মোদিকে 007 নামে ডাকা উচিত ৷ সেই ব্যাখ্যাও ওই পোস্টারের নিচের অংশে দিয়েছেন ডেরেক ৷ তাঁর ব্যাখ্যা, 007-এর অর্থ শূন্য উন্নয়ন (0 Development), শূন্য অর্থনৈতিক বৃদ্ধি (0 Economic Growth) এবং সাত বছরের অর্থনৈতিক অব্যবস্থা (7 Years of Financial Mismanagement) ৷

tmc leader derek o'brien said pm narendra modi is james bond of india
ডেরেক ও’ব্রায়েনের পোস্ট

এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ তার পর কেটে গিয়েছে সাত বছর ৷ 2019 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদি ৷ বিজেপি (BJP) বিভিন্ন মঞ্চে দাবি করে যে মোদি জমানায় দেশের অর্থনৈতিক বৃদ্ধি মারাত্মক ভাবে হয়েছে ৷

আরও পড়ুন : Congress Attacks Modi : শিক্ষাগত যোগ্যতা নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ কর্নাটক কংগ্রেসের

কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করে যে মোদির শাসনকালে দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে ৷ সেই অভিযোগের প্রতিফলন মিলল এদিন ডেরেক ও’ব্রায়েনের পোস্ট করা এই গ্রাফিক্যাল ছবিতে ৷

কলকাতা, 19 অক্টোবর : বন্ড, জেমস বন্ড (James Bond) ৷ চলচ্চিত্র জগতের এই দুঃসাহসিক গোয়েন্দার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) তুলনা টানলেন ডেরেক ও’ব্রায়েন ৷ বন্ডের ‘007’ নম্বরকে সামনে রেখে কটাক্ষে বিঁধলেন মোদির শাসনকালকে ৷

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক্যাল ছবি পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Trinamool Congress MP Derek O'Brien) ৷ যে ছবিটি তৈরি করা হয়েছে জেমস বন্ডের কোনও ছবির পোস্টারের আদলে ৷ ছবিতে মোদিকে দেখা যাচ্ছে ৷ সামনে লেখা ‘দে কল মি 007’ ৷

আরও পড়ুন : Congress-BJP: মোদিকে ‘অঙ্গুঠাছাপ’ বলা উচিত হয়নি, বিতর্কে সাফাই কংগ্রেস নেতার, টুইট মুছল দল

অর্থাৎ ডেরেক বোঝাতে চাইছেন যে মোদি বলছেন, তাঁকে অনেকেই 007 নামে ডাকে ৷ কিন্তু মোদিকে 007 নামে ডাকা উচিত ৷ সেই ব্যাখ্যাও ওই পোস্টারের নিচের অংশে দিয়েছেন ডেরেক ৷ তাঁর ব্যাখ্যা, 007-এর অর্থ শূন্য উন্নয়ন (0 Development), শূন্য অর্থনৈতিক বৃদ্ধি (0 Economic Growth) এবং সাত বছরের অর্থনৈতিক অব্যবস্থা (7 Years of Financial Mismanagement) ৷

tmc leader derek o'brien said pm narendra modi is james bond of india
ডেরেক ও’ব্রায়েনের পোস্ট

এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ তার পর কেটে গিয়েছে সাত বছর ৷ 2019 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদি ৷ বিজেপি (BJP) বিভিন্ন মঞ্চে দাবি করে যে মোদি জমানায় দেশের অর্থনৈতিক বৃদ্ধি মারাত্মক ভাবে হয়েছে ৷

আরও পড়ুন : Congress Attacks Modi : শিক্ষাগত যোগ্যতা নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ কর্নাটক কংগ্রেসের

কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করে যে মোদির শাসনকালে দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে ৷ সেই অভিযোগের প্রতিফলন মিলল এদিন ডেরেক ও’ব্রায়েনের পোস্ট করা এই গ্রাফিক্যাল ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.