কলকাতা, 14 জুলাই : কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) যখন কোমর বেঁধে নেমেছে সিবিআই (CBI) ও ইডি (ED), ঠিক তখন এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary Abhishek Banerjee) । বৃহস্পতিবার সেন্ট্রাল পার্কে একুশে জুলাইয়ের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে দুই কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে সরব হয়েছেন এই যুবনেতা । এদিন তিনি বলেন, ‘‘কয়লা খনিগুলির নিরাপত্তা দিচ্ছেন যাঁরা, তাঁদের কেন ডাকছে না সিবিআই । উল্টে তৃণমূল নেতাদের ডাকা হচ্ছে । ইডি-সিবিআইকে তাদের নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে ।’’
তিনি আরও বলেন, ‘‘যখন সুদীপ্ত সেন বলছেন আমি শুভেন্দু অধিকারীকে (Bengal Opposition Leader Suvendu Adhikari) টাকা দিয়েছি, তখন ইডি-সিবিআই তা দেখতে পায় না ! গ্রেফতার করা না হয় ছেড়েই দিন । একবার ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না ।’’ অভিষেকের প্রশ্ন, ‘‘মলয় ঘটক বা বাঘমুণ্ডির এমএলএকে ডাকছেন কেন ? কয়লা যদি চুরি গিয়েই থাকে, তাহলে তার দায়িত্ব কার ! ইসিএল কর্তাদের অথবা কোলিয়ারি যাঁরা গার্ড দেন, সেই সব সিআইএসএফ অফিসারদের । আপনার বাড়ি থেকে আসবার পত্র চুরি গেলে আপনি আগে দারোয়ানকে ধরবেন, না পাশের বাড়ির লোককে ধরবেন । যিনি গার্ড করছেন তাঁকে না ধরে তৃণমূল কংগ্রেসকে কেন ?’’
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনারা যত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে ইডি-সিবিআই লাগাবেন, আমাদের আন্দোলনের ভাষা তত দৃঢ় থেকে দৃঢ়তর হবে । তত মানুষের জনসমর্থন বাড়বে । তত আমরা দৃঢ়প্রতিজ্ঞ হব ।’’ অভিষেকের কথায়, ‘‘এটা নতুন কি ! সিবিআই এবং ইডিকে দিয়ে ভয় দেখানো প্রায় দেড় বছর ধরে চলছে । আমাদের ডেকেছে আমরা গিয়েছি । সিবিআই বা ইডির যদি সত্যিকারের নিরপেক্ষতা থাকত, তাহলে বিজেপি নেতাদেরও তারা ডাকত । সুদীপ্ত সেন নিজে সাংবাদিকদের সামনে বলেছেন, আমি ফেরার হওয়ার আগেই কোটি কোটি টাকা শুভেন্দু অধিকারীকে দিয়ে গিয়েছি । সেখানে আরও কয়েকজনের নাম আছে । আমি কাউকে আড়াল করতে চাইছি না, আপনি সবাইকে ডাকুন । শুধু তৃণমূলকে কেন ডাকা হচ্ছে ! কারণ, তৃণমূল বিজেপির কাছে আত্মসমর্পণ করছে না ।’’
অভিষেক বলেন, ‘‘সিবিআই-ইডি যাই করুক তৃণমূল আত্মসমর্পণ করবে না । তৃণমূল মানুষের দাবি-দাওয়া নিয়ে মাঠে ময়দানে নেমে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ।’’